ফোল্ডার হিডেন হয়েছে ?খুজে পাচ্ছেন না,সমাধান এখানে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রথমে আল্লাহ তায়ালাকে স্বরন করছি যে তিনি যেন আমাকে অনেক সুন্দর সুন্দর টিউন আপনাদের উপহার দেয়ার জন্য তওফিক দেয়।দোয়া করবেন আমার জন্য।সবাই কে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আমার তৃতীয় নাম্বার টিউন। আমি আমার দ্বিতীয় নং টিউনে ছোট্র একটি সমস্যা সমাধান নিয়ে টিউন করেছিলাম।আর তাই আবারো একটি সমস্যা সমাধানের উপায় নিয়ে ফিরে এলাম আপনাদের মাঝে।

 আমি যে সমস্যার কথা তুলে ধরব হয়ত অনেকে শিরোনাম পড়ে মনে মনে ভাবছেন এটাতো আমি জানি।কিন্তু আমারতো মনে হয় এই সমস্যার কথা কম জনেই জানে।একবার পড়েই দেখুন আপনি এই সমস্যার সম্নুখীন পড়েছিলেন কিনা।অনেক কথাই বলা হল কিন্তু কাজের কথাই বলা হল ন।এবার চলুন কাজের কথাই।

সমস্যাঃ আপনি হঠাৎ একদিন চিন্তা করলেন যে আপনার হাডডিস্ক এ নতুন কিছু লোড করবেন।যেমনঃ গান,সিনেমা,নাটক এবং প্রয়োজনীয় অনেক কিছু।কেননা পেনড্রাইভ লোড করতে অনেক সময়  লাগে।আর তাই আপনি ভাবছেন হাডডিস্ক খুলে নিয়ে যাবেন আপনার বন্ধু বা অন্য কারো কাছে।মনে করুন আপনার হাডডিস্ক লোড করা হয়েছে।এখন আপনি হাডডিস্ক  আপনার কম্পিউটারে সেট করে পিসি অন করে ভাবছেন আপনার লোড করা ডাটাগুলো দেখবেন কিন্তু আপনি একটি ডাটাও খুজে পাচ্ছেন না।অথচ হাডডিস্ক এর জায়গা লোড আছে।

সমাধানঃ নো টেনশন সমাধান করে নিন আপনি নিজেই ছোট্র একটি সফটওয়্যারের সাহায্যে।সফটওয়্যারটির নাম easeus_partition_master়যাদের কাছে এই সফটওয়্যারটি আছে  তাদের ডাউনলোড করার পয়োজন নাই ।তবে এই সফটওয়্যারটি  লেটেস্ট ভারশন।প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

 

ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

যেভাবে ডাউনলোড করবেন নিচের চিত্র লক্ষ্য করুন ডাউনলোড করতে কোন সমস্যা হবেনা

 

1.

2.

3.

ডাউনলোড শেষ হলে অনন্য সফটওয়্যারের মতই সেটাপ দিন।মনে করেন সেটাপ হয়ে গেছে।এবার কাজের পালা

প্রথমে সফটওয়্যারটি অপেন করুন।এরপর নিচের চিত্র অনযায়ী কাজ করেন।

প্রথমে হলুদ জায়গাতে ক্লিক করতে হবে।এর পর দেখাবে

এরপর যে ড্রাইভে লোড করেছিলেন বা হিডেন সমস্যা সেই ড্রাইভের উপর মাউস পয়েন্টার নিয়ে ডান বাটনে ক্লিক করুন নিচের চিত্রের মত দেখাবে।

এবার আপনি Check partition এ click করুন।এরপর দেখাবে এই রকম

এবার ok তে click করে একটু অপেক্ষা করুন।কাজ শেষ হলে successfully একটা বক্স আসবে তারপর ok করুন।এখন দেখুন আপনার ড্রাইভে হিডেন হওয়া ফোল্ডার show হয়েছে।

বিঃদ্রঃ এই সমস্যাটির মুল কারন আপনি আপনার পিসি Shutdown না করে Sleep করে রেখেছিলেন।

সফটওয়্যারটি ডাউনলোড করতে বা কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।আপনারা কেউ যদি এই সমস্যার বিকল্প সমাধান জানেন তাহলে আমাক টিউমেন্ট করে জানাবেন অবশ্যই। এটা আমার তৃতীয় নং টিউন ভুল ত্রুটি হতে পারে।আর তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আজ এই পর্যন্তই।দেখা হবে আবার কোন টিউনে।

যারা আমার আগের টিউন দেখেন নাই  এখানে ক্লিক করে দেখতে পারবেন।

 

ফেসবুকে আমাকে পেতে এখানে ক্লিক করুন

Level New

আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ

একবার আমার হার্ডডিস্ক ফরমেট হয়ে গিয়েছিল। তখন EaseUs data recovery দিয়ে ৮০% ডাটা ফিরে পাইছি। অনেক ভাল একটা সফ্টওয়্যাঅর

ধন্যবাদ । চালিয়ে যান আমরা আছি।।