ক্লিকবাজি করার অধিকার আছে… (কুল ডাউন :-P)

আসসালামু আলাইকুম

আশা করি ভালো আছেন সবাই। অনেক দিন পর টিউন করতে বসলাম... শিরোনাম দেখে কেউ বিচলিত হবেন না... আসলেই ক্লিকবাজি করার অধিকার আছে....

 

না মানে এই ক্লিকবাজি সেই ক্লিকবাজি না... ব্যপারটা এমন...

আমরা অনেক সাইট দেখি যারা টেক্সট সিলেক্ট ও কপি অপশন বন্ধ করে রাখে... আবার মাউসের রাইট বাটনও কাজ করেনা এসব সাইটে...

তাতে কী??? আমরাতো আর কম চালাক না.... আমাদের চোরামি বুদ্ধি কম না...

তাহলে কীভাবে আমরা ঐসব সাইটে কোন টেক্সট কপি করতে পারব???

আপনি যদি মজিলা ব্যবহার করেন তাহলে আপনাকে একটা ছোট্ট এডঅন লাগায়ে নিতে হবে...

নাম: ক্লিক করার অধিকার আছে... 😆  আসলেই তাই....

প্রথমে আপনারা এখান থেকে Add-on টি ইনস্টল করে নিন...

ইনস্টল করার পর নিচের চিত্রের মত দেখতে পারবেন...

এরপর যে সাইট কপি/রাইট ক্লিক ডিজেবল করা... সে সাইটে গিয়ে চিহ্নিত আইকনটির উপর ক্লিক করবেন...

তারপররররররর আর কী? আরামচে কপি করুন... 😎

 

সতর্কতাঃ

অন্যের ক্রিয়েটিভ কিছু কপি করে অবশ্যই নিজ নামে চালিয়ে দিবেন না... তবে যদি তথ্য প্রচারের জন্য করতেই হয় তবে তার নিচে সূত্র/উৎস এর নাম দিবেন...

 

সবশেষে আমার কিছু অভিযোগঃ

টিউন এর কোন বিষয়ে কোন অভিযোগ থাকলে টিউনার এর সাথে যোগাযোগ করা উচিত..  আমি টিউনটি কয়েকদিন আগে লিখেছিলাম.. কিন্তু তা  টেকটিউনস কত্বৃপক্ষ প্রকাশ করেনি... কিন্তু আমার টিউনের সমস্যাটা কোথায় তা আমি এখনও ধরতে পারিনি... তারা যদি টিউনের সমস্যাটা তুলে ধরত তা হলে বুঝতে পারতাম... কারন এ টিউনে আমি কোথাও বাজে কিছু লিখেছি/ নিজের কোন কিছুর প্রমোশন করেছি বলে আমার মনে হয়না.. ইভেন এ টিউন করে আমার কোন লাভও নেই... তবে এই যা সবার সাথে একটা বিষয় মজা করে শেয়ার করলাম....   [যাইহোক অনেক কথা লিখলাম... কেউ আঘাত পেলে নিজ দায়িত্বে মাপ করবেন... :p]

 

 

 

 

Level 0

আমি wtechcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য

Android দি‌য়ে কিভা‌বে copy কর‌বো জানা‌লে উপকৃত হব।

Level 1

Thanks for share..