উ ই ন্ডো জ XP র গ তি বা ড়া ন

প্রেমের বিয়ের নাকি একটাই সমস্যা, বিয়ের কয়েক বছর পর প্রেমিক বা প্রেমিকার (তখন স্বামী-স্ত্রী) মুখে প্রায়ই শোনা যায় একটি অভিযোগ_ তুমি কেমন জানি হয়ে গেছ কিংবা তুমি আর আগের মতো নেই। অথচ একটু কৌশল করলেই সব সময়ই চিরনতুন করে তুলতে পারেন প্রিয়জনকে। আর তখন মনেই হবে না পুরনো হয়ে গেছে মনের মানুষটি। না প্রিয় পাঠক, আপনি ভুল করে অন্য পাতায় চলে আসেননি। এটা তথ্যপ্রযুক্তির পাতা। তবে কি লেখাটা ভুল? আগে সিদ্ধান্ত নেবেন না প্লিজ। এখনই বুঝিয়ে দিচ্ছি। ওপরের উদাহরণের প্রেমিক-প্রেমিকার জায়গায় নিজেকে এবং উইন্ডোজ এঙ্পিকে কল্পনা করুন। কি, এখন প্রাসঙ্গিক মনে হচ্ছে? আসলে কম্পিউটার ব্যবহারকারীদের সবচেয়ে সাধারণ অভিযোগ_ যখন নতুন কম্পিউটার কিনে উইন্ডোজ এঙ্পি ইনস্টল করেছিলাম, তখন কম্পিউটার অনেক দ্রুত কাজ করত। কিন্তু এখন ভীষণ স্লো হয়ে গেছে। আর আগের মতো নেই। সহজ সমাধান_ একটু কৌশল করুন। উইন্ডোজ এঙ্পির কিছু সেটিংস রয়েছে, যা পরিবর্তন করলে আপনার পিসি আবার নতুন হয়ে উঠবে। কাজ করবে আগের মতোই আকর্ষণীয় গতিতে। এরকমই কিছু কৌশল নিয়ে আজকের আলোচনা।

পরিষ্কার করুন prefetch ফোল্ডার
এঙ্পিতে নামের একটি ফোল্ডার রয়েছে, যাতে আপনার রান করা বিভিন্ন প্রোগ্রামের শর্টকাট সংরক্ষণ করা হয়। এতে পরে প্রোগ্রামটি রান করলে তা দ্রুত চালু হয়। তবে সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে এই ফোল্ডারে ফাইলের পরিমাণ বাড়তে থাকে, ফলে পিসি স্লো হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য c:\windows\prefetch ফোল্ডারে যান। এবার এই ফোল্ডারের সব ফাইল মুছে দিন। এবার পিসি রিস্টার্ট করুন।

প্রোগ্রাম প্রায়োরিটি সেট করুন
অনেক সময় আপনাকে একসঙ্গে অনেক সফটওয়্যার চালাতে হয়, ফলে কাজ করতে সময় বেশি লাগে। আপনি চাইলে এসব সফটওয়্যারের মধ্যে যেটি বেশি প্রয়োজনীয়, সেটির জন্য মেমোরি বাড়িয়ে এই সমস্যার সমাধান করতে পারেন। এজন্য সব সফটওয়্যার চালু থাকা অবস্থায় CTRL+ALT+DEL চেপে টাস্ক ম্যানেজার চালু করুন। এবার applications ট্যাবে যান। যে প্রোগ্রামটির গতি বাড়াতে চান, তাতে রাইট ক্লিক করে মড় go to process সিলেক্ট করুন। এতে ওই প্রোগ্রামের প্রোসেসটি সিলেক্ট হবে। এবার এতে রাইট ক্লিক করে set priority থেকে যরময সিলেক্ট করুন। তবে ভুলেও Realtime সিলেক্ট করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

ফাইল Indexing বন্ধ করুন
এঙ্পি হার্ডডিস্কের ফাইল সহজে খুঁজে পাওয়ার জন্য তালিকা তৈরি করে রাখে। এই প্রক্রিয়াকে ইন্ডেঙ্ংি বলা হয়। তবে এটি অনেক মেমোরি দখল করে পিসি গতি কমিয়ে দেয়। তাছাড়া এটি খুব বেশি কাজেও লাগে না। তাই এটি বন্ধ করে দিন। এজন্য কন্ট্রোল প্যানেলে যান (Start>Control Panel)। এবার Add/Remove Programs চালু করুন। এ Windows Components ক্লিক করুন। নতুন আসা উইন্ডোর Indexing Service-এর টিক চিহ্ন তুলে দিয়ে OK-তে ক্লিক করুন।

অপ্রয়োজনীয় ভিজু্যয়াল ইফেক্ট বন্ধ করুন
এঙ্পিতে বিভিন্ন ধরনের ভিজু্যয়াল ইফেক্ট রয়েছে। এটি পিসির চেহারাকে সুন্দর করলেও পাশাপাশি গতি কমিয়ে দেয় ভীষণভাবে। এসব ভিজু্যয়াল ইফেক্ট বন্ধ করে দিন, পিসির গতি দেখে নিজেই অবাক হয়ে যাবেন। এজন্য ডেস্কটপে মাই কম্পিউটারে রাইট ক্লিক করে সিলেক্ট করুন। সিস্টেম প্রোপার্টিজ উইন্ডো ওপেন হবে। এবার ট্যাবে যান। এখন এর নিচের বাটনে ক্লিক করুন। নতুন আসা উইন্ডোতে সিলেক্ট করে এ ক্লিক করুন।

শেষ কথা
আসলে কম্পিউটার কত ভালোভাবে কাজ করবে তা অনেকখানি নির্ভর করে ব্যবহারকারীর ওপর। তাই নিজেকে আপটুডেট রাখুন সব সময়।

Level 0

আমি আত্মভোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ট্রিকসগুলো জানা তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ।

    রহিম ভাই ব্লগারে একটি ওয়েব সাইড কি ভাবে ডেভলাপ করব

kjar trips

Level 0

thanks vai……………..

ধন্যবাদ…ভালো হয়েছে।

ভাই কম্পিউটারে খুব তাড়াতাড়ি copy করার কি কোন soft আছে থাকলে শেয়ার করবেন।
আমার ই-মেইল- [email protected]
ধন্যবাদ।

    Pudina Pata ভাই এর টিউনটি এ ব্যাপারে কাজের চেষ্টা করে দেখুন।

খুব ভাল টিউন মানতেই হয়। পিসিকে না হয় ঠিক করে নিলাম। কিন্তু প্রেমিকাকে আবার আগের মত স্পীড করা যায় কিভাবে? আমি শিখতে পারলে আমার তো নাই, তবে বন্ধু বান্ধবদের প্রেমিকাকে স্পীড করব।

ধন্যবাদ ভাল একটি টিউনের জন্য।

Level 0

এজন্য ডেস্কটপে মাই কম্পিউটারে রাইট ক্লিক করে সিলেক্ট করুন। সিস্টেম প্রোপার্টিজ উইন্ডো ওপেন হবে। এবার ট্যাবে যান। এখন এর নিচের বাটনে ক্লিক করুন। নতুন আসা উইন্ডোতে সিলেক্ট করে এ ক্লিক করুন।

কিসে ক্লিক করবো ?

Help!! Help!! Help!! Bhai amar windows xp open korle prothome,,WELCOME,,,,Kintu tarpor ,,,,,,FUCK YOU….likha ase kisukhon theke chole jay..R MONITORE KONO PROGRAME ASE NAA…MOUSE er right batton click korle kono kaj kore naa…ami akhon ki korbo,,.janale upokar hoto…….(AMAR KASE KONO WINDOWS SETUP DEOYAR DISK NAI,,,)onno kono upay ase kina janaben…….amar email address,,,,[email protected]