জেনে নিন S.M.S এর মাধ্যমে S.S.C এবং সমমানের পরীক্ষা সমূহের ফলাফল পাওয়ার পদ্ধতি।

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই আশা করি ভালো। তবে এখন হয়ত আপনাদের মন আরো ভালো হবে বিশেষ করে যারা SSC পরীক্ষার ফলাফলের আশায় বসে আছেন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে রেজাল্ট জানতে পারবেন মোবাইল SMS এর মাধ্যমে। যাই হোক ,কাজের কথায় আসি। আগামি ৩০মে ২০১৫ এস এস সি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

এই দিনটি SSC পরীক্ষার্থিদের অনেক অনেক গুরুত্তপূর্ণ একটি দিন। পরীক্ষার ফলাফল সাধারণত সবাই ইন্টারনেট থেকে এখান থেকে নিয়ে থাকে। তবে যাদের ইন্টারনেট সংযোগ নেই বা ইন্টারনেটে নিতে সমস্যা হলে মোবাইল SMS এর মাধ্যমে ফলাফল নিতে পারবে। তাই কিভাবে SMS এর মাধ্যমে ফলাফল নিতে হয় সেই পদ্ধতিগুলো নিচে দিয়ে দিলাম। যারা জানেন না তাদের কাজে লাগবে।
নিচে আপনাদেরকে স্টেপে স্টেপে সব নিয়ম কানুন দেখানো হয়েছে। আপনারা যার যার বোর্ড অনুযায়ী রেজাল্ট নিতে পারবেন।

পরিক্ষার্থীরা মোবাইল এস.এম.এস এর মাধমে পরিক্ষার ফলাফল নিতে পারবে।

SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ
SSCFirst 3 Letters of Your BoardRoll NumberPassing Year and send SMS 16222.

উদাহরণঃ
SSC Dha 123456 2015 and send SMS 16222

SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
DakhilFirst 3 Letters of Your BoardRoll NumberPassing Year and send SMS 16222.

উদাহরণঃ
Dakhil Mad 123456 2015 and send SMS 16222

এসএসসি ভোকেশনালের জন্যঃ
SSCFirst 3 Letters of Your BoardRoll NumberPassing Year and send SMS 16222.

উদাহরণঃ
SSC Tec 123456 2015 and send SMS 16222

Bangla song,Android Software,Exam Result,All in One

Level 0

আমি লোমান শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস