এখন টাইপ করুন মোবাইল ক্যামেরা দিয়ে :এন্ড্রোয়েড অ্যাপ

 Camera Assistant - screenshot

Camera Assistant নামের এই অ্যাপটি খুব সহজেই আপনাকে আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে টাইপিং এ সাহায্য করবে। এর মাধ্যমে আপনি যেকোনো জায়গা থেকে কোন নাম্বার , ই-মেইল অ্যাড্রেস,মেসেজ কন্টেন্ট এর ছবি তুলে নিয়ে সেটা আপনার প্রয়োজনমত ব্যবহার করতে পারবেন।এই অ্যাপটির মাধ্যমে কল,মেসেজ,ই-মেইল,মোবাইল কন্টাক্ট এড এবং বিভিন্ন ভাষায় অনুবাদও করা যাবে শুধুমাত্র ছবি দিয়ে।এটি ইংরেজি,বাংলা সহ মোট ৬০ টি ভাষা বুঝতে পারে এবং অনুবাদ করতে পারে।

Camera Assistant - screenshot

অ্যাপ ডাউনলোড লিংক

আমাদের অনেক সময়ই রাস্তার দেয়াল অথবা লিফলেট থেকে ফোন নাম্বার নিয়ে ডায়াল করতে হয়,অথবা কাগজে থাকা কোন মেইল অ্যাড্রেস এ ই-মেইল করতে হয়,এখন শুধু কাগজ থেকে সেগুলোর ছবি তুলে নিয়েই আপনি এসব কাজ খুব সহজেই করতে পারবেন,কষ্ট করে আর টাইপ করতে হবে না।
অ্যাপটির ইউ আই(ইউজার ইন্টারফেস) ও যথেষ্ট আকর্ষণীয়। তাই এখনি নামিয়ে ফেলুন অ্যাপটি এবং টাইপিং এর ঝামেলা থেকে মুক্তি পান

Level 0

আমি মাহিবি ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি কপি করা হয়েছে আমার করা টিউন থেকে ।
https://www.techtunes.io/android-apps/tune-id/349509

তারপর আবার অরিজিনাল ডাউনলোড লিংক দেওয়া নেই ।

    @রানা: ভাইয়া গুগুল প্লে থেকে পিসি দিয়ে ডাউনলোড করা যায় না তাই অন্য লিংক দিয়েছি

      @মাহিবি ইসলাম: এ জন্য কি পোস্ট কপি পেস্ট করতে হবে । আর পিসি দিয়ে এনড্রয়েড এপ্স ডাউলোড করা যায় । গুগরে সার্চ করে যেনে নেওয়া যায়, এছাড়াও টেকটিউনসে এই বিষয় নিয়ে অনেক বার টিউন হয়েছে ।

অরিজিনাল ডাউনলোড লিংক : https://play.google.com/store/apps/details?id=com.lipu.recipeapp