
ইদানিং যেন সকল কিছুই দেখি 3D দিয়ে তৈরি হচ্ছে । চাইলে আপনিও হতে পারেন একজন 3D আর্টিস্ট । ভাবছেন কেমন করে একজন ভাল আর্টিস্ট হবো ? হ্যাঁ আপনার মনে এই প্রশ্নটা আশা স্বাভাবিক। এই বিষয় টি নিয়ে Md Emdadul Haque ভাইয়া একটি চমৎকার আর্টিকেল লিখে ছিল । কিন্তু তার টিটি তে আইডি না থাকায় পোস্ট টি এখানে করতে পারে নি । তার অনুমতি নিয়ে একটা ভাল কাজ করে ফেললাম মনে হচ্ছে ।
ধরে নিলাম আপনি 3D নিয়ে আগ্রহী ঠিক আমার মতো । আমি এক কথায় 3D নিয়ে অনেক মুভি অথবা ছবি দেখি আর চিন্তা করি কি করে এটি সম্ভব হল ।
এখন মূল বিষয়ে আসি 3D নিয়ে কাজ করতে হলে লাগবে সফটওয়্যার । যেহেতু সফটওয়্যার আছে অনেক ।তবে শুরু তে আমরা Blender 3D max studio এবং Maya এইগুলো নিয়েই কাজ শুরু করব । আমি এখানে সফটওয়্যার এর ব্যবহার সম্পর্কে কিছুই লিখব না কেন্ না আপনারা অবশ্যই আরও অনেক আর্টিকেল পাবেন এ বিষয় এ । তবু সমস্যা হলে Md Emdadul Haque এই কন্টেন্ট টি পরে দখতে পারেন ।
আমার আপনার মানে আমাদের সবার মনটা হল উরু উরু। আজকে এই টা করতে মন চায় আগামিকাল আবার অন্য কিছু করতে মন চায়। একটা গান আছে না যে “ মন যে করে উরু উরু ” । আসলে সত্যি কথা বলতে এই রকম মন উরু উরু করলে কখনো কিছু করা সম্ভব নয়। মনটাকে এক জায়গায় রাখতে হবে।
মানে আমি বলতে চাচ্ছি যে মনটাকে স্থির করতে হবে। হ্যাঁ আপনাকে আগে ঠিক করতে হবে আমার মন কি চায়? কি Blender সফটওয়্যার দিয়ে কাজ করে মজার মজার modeling, movie বানাতে চায় নাকি অন্য কিছু। কোন কিছু শুরু করার আগে মন ঠিক করা উচিত। কারণ মনের বিরুদ্ধে কোন কাজ করলে তা সফল হয় না। আর মন যদি চায় Blender সফটওয়্যার দিয়ে কাজ করতে তাহলে আর কোন কথাই নাই। কাজে নেমে পরুন। আমার মনে হয় আপনাদের মন এই সফটওয়্যার দিয়ে কাজ করতে চাইবে।
এখন মন স্থির করে ফেললেন Blender সফটওয়্যার দিয়ে মজার মজার 3D Modeling, Animation, Movie বানাবেন। কিন্তু Blender সফটওয়্যার সম্পর্কে তেমন কিছু জানেন না তাহলে কি হবে ? যে জিনিস টা দিয়ে আপনি কাজ শুরু করবেন তার সম্পর্কে কে প্রথমে আপনাকে জানতে হবে। নাহলে কেমন করে কাজ শুরু করবেন ? মনে করুন আপনি আপনার পরিচিত কাউকে কোন স্কুল এ ভর্তি করাবেন। তাহল প্রথমে আপনি কি করেন ? আগে গিয়ে স্কুল টা ভাল না খারাপ সেই সম্পর্কে খোঁজ খবর নেন। তারপর স্কুল টি যদি আপনার কাছে ভাল মনে হয় তাহলে ভর্তি করান।
ঠিক একই ভাবে আপনি যখন Blender সফটওয়্যার দিয়ে কাজ শুরু করবেন আপনাকে তো আগে জানতে হবে এই সফটওয়্যার টা কেমন? কি করে এই সফটওয়্যার দিয়ে কাজ করা যায় ? এই সফটওয়্যার টি কোথাই কোন কোন কাজে ব্যবহার করা যায়। এই সব কিছু জানতে পারলে তারপর আপনি এই সফটওয়্যার টি দিয়ে কাজ করতে মজা পাবেন। এই Blander সফটওয়্যার সম্পর্কে ধারণা পেতে আপনারা আমার প্রথম লেখাটি পরতে পারেন। আমি আমার প্রথম লেখার লিংক টি উপরে দিয়ে দিয়েছি। এছাড়াও Google এ Blender দিয়ে সার্চ করে আপনারা এই সফটওয়্যার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।মূল কথা হোল কোন কিছু দিয়ে কাজ শুরু করার আগে সেই বিষয় টি সম্পর্কে ভালভাবে জানা থাকলে আপনি নিজেও কাজ করে মজা পাবেন এবং কেও যদি আপনার কাছে আপনি কি করেন বা কি নিয়ে কাজ করেন সেই সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনি ও সহজে আপনার কাজের ব্যাপারে সবাইকে জানাতে পারবেন।
আপনি মন স্থির করলেন Blender নিয়ে কাজ করবেন। Blender সম্পর্কে মোটামটি ধারণা হয়েছে। এখন তো আপনাকে কাজ শুরু করতে হবে। আর কাজ শিখতে গেলে আপনাকে প্রথমে টিউটোরিয়াল দেখতে হবে। হ্যাঁ আমিও আপনার ধারণার সাথে একমত। কিন্তু টিউটোরিয়াল এর উপর নির্ভর হওয়া যাবে না। আপনারা টিউটোরিয়াল দেখে শিখতে শিখতে যখন একটা পর্যায়ে চলে আসবেন মানে আপনারা যখন প্রাথমিক পর্যায়ের কাজ সম্পর্কে মোটামটি ধারণা লাভ করবেন তখন চেষ্টা করবেন আর টিউটোরিয়াল না দেখেনিজের মত করে কিছু বানাতে।
নিজের সৃজনশীলতা কে কাজে লাগাতে। আপনার সৃজনশীল যাই হোক কোন সমস্যা নেই। হইত প্রথম প্রথম কাজ দেখে খারাপ লাগতে পারে। মনে হতে পারে আপনার কাজ সুন্দর হচ্ছে না। কিন্তু একসময় অনেক ভাল করবেন।আপনার বা আপনাদের অনেকের মনে হইত ইচ্ছা থাকতে পারে আমি এই Blender সফটওয়্যার দিয়ে কাজ শিখে Elance, Odesk এ বা অন্য যেকোনো জাইগায় কাজ করবো। সেই সময় কিন্তু নিজের সৃজনশীলতা কাজে লাগবে তখন টিউটোরিয়াল দেখে কিছু করতে বা বানাতে পারবেন না। তাই যতটুকু সম্ভব টিউটোরিয়াল এর উপর নির্ভর না হয়ে নিজের সৃজনশীলতা কে কাজে লাগান দেখবেন একসময় আপনি অনেক ভাল কাজ করতে পারবেন এবং অনেক দূর যেতে পারবেন।
কি নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে দেখে মনে মনে অনেকে চিন্তা করছেন এই সফটওয়্যার দিয়ে কাজ শিখতে আবার নিজেকে আত্মবিশ্বাসী করার কি আছে? হ্যাঁ আত্মবিশ্বাস টাই হোল মুল কথা। হইত এই Blender সফটওয়্যার দিয়ে কাজ করতে গিয়ে আপনারা অনেক জটিল সমস্যার মুখোমুখি হতে পারেন। তাই বলে ভেঙ্গে পরলে চলবে না।

কারণ কোন কাজ শুরু করলে প্রথম প্রথম বাধা আসবে।এই কথাটা সবার মনে আছে হয়ত “একবার না পারিলে দেখ শতবার”।সেই বাধাকে উপেক্ষা করে সামনের দিখে এগিয়ে যেতে হবে। আর নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে। তাইলে একদিন আপনি সাফল্যর দেখা পাবেন। আর যদি কোন বাধা দেখে হার মেনে যান চিন্তা করেন এই কাজ আপনাকে দিয়ে হবে না তাহলে আপনার এগিয়ে চলার পথ ওইখানেই থেমে যাবে। তাই আবার ও বলছি নিজের আত্মবিশ্বাস হোল সবচাইতে বড় জিনিস। নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস যত বাড়াবেন সাফল্য তত আপনার কাছে এসে ধরা দিবে।
আপনি মন স্থির করলেন, Blender সম্পর্কে জানলেন, টিউটোরিয়াল এর উপর নির্ভর না হয়ে নিজেই সৃজনশীল ভাবে কাজ করছেন, নিজের আত্মবিশ্বাস বাড়ালেন সব কিছু ঠিক আছে কিন্তু যদি প্র্যাকটিস না করেন তাহলে সব কিছু বিফলে যাবে। হ্যাঁ অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। সেটা যে কোন কাজ হতে পারে। প্র্যাকটিস না করলে আপনি সব কিছু ভুলে যাবেন।
আর Blender সফটওয়্যার হোল এমন একটি সফটওয়্যার যেটা দিয়ে আপনি যদি সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই অবশ্যইআপনাকে প্র্যাকটিস করতে হবে । নিয়মিত প্র্যাকটিস করলে একদিন দেখা যাবে এই সফটওয়্যার দিয়ে আপনি অনেক অনেক ভাল কাজ করতে পারছেন যা আপনি আগে কখনও ভাবেন নি। তাই আবার ও আপনাদের বলছি প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস।
আজকের লিখাটা আশা করি সবার ভাল লেগেছে। Blender সফটওয়্যার দিয়ে ভাল আর্টিস্ট হওয়ার গরম গরম টিপস শুধু কি নিজে একা একা পরবেন ? আপনার ফ্রেন্ডদের জানাবেন না ? আমার মনে হয় আপনারা তা করবেন না। আপনি যেহেতু জেনেছেন গরম গরম টিপস আপনার ফ্রেন্ডরা যাতে জানতে পারে তাই এই লেখাটি আপনার ফেসবুক এ শেয়ার করতে পারেন। আর লেখাটি পরে ভাল লাগলে শেয়ার ও কমেন্ট করবেন।
আমি নাসরিন আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভা্লইত Advertise দেয়া শিখছেন
আপনি চলে যান Advertise.com এ