আপনার কি এক মাস পর পর WINDOWS 7 এর মেয়াদ চলে যায়… যার কারনে কি বার বার সেট আপ দিতে হয় পিসি… তাহলে পোস্ট টি দেখুন/ সমাধান পাবেন।

আজকে আমি এসেছি ছোট্ট একটা ট্রিক্স নিয়ে আর সেটা হলো অনেক সময় আমাদের Windows 7-এর Screen এ Windows is not genuine Notification দেখতে পাই।

এটার কারন হল আপনার win7 এর ভার্সন টি ফ্রি না যখন এমন হয় তখন অনেকেই হয়তো নতুন করে Windows Setup করেছেন। আবার অনেকই activator use করেছেন...

কিন্তু একটিভেটর ইন্সটল দিলে অনেক সময় দেখা যায় যে পিসি আর চালু হয় না।

আর এটা সাধারনত হয় যখন আমাদের Windows-এ Update Option চালু থাকে এবং ইন্টারনেট চালু থাকে।

আজকে আপনাদের কে একটা টিপস শেখাবো যেইটার মাধ্যমে আপনি সাড়া জীবন win7 ব্যাবহার করতে পারবেন কোন সেট আপ সারাই।

তাহলে চলুন শুরু করা যাক

→ প্রথমেই Start Menu তে কিল্ক করুন।
→ তারপর সেখান cmd লিখে সার্চ দিন।
→ Command Prompt- (cmd )এ ডান বাটন এ ক্লিক করে Run as Administrator করুন।
→ এর পর Command Prompt-টি চালু হলে সেখানে শুধু "SLMGR –REARM" টাইপ করে Enter চাপুন।

( আমি এখানে যেভাবে দিছি সেভাবে দিতে হবে কিন্তু না হলে কাজ করবে না)

→ আর একটি কথা "SLMGR এর পরে স্পেস হবে।

কাজ শেষ এখন একটা Restart- দিন।

আমার সাইটঃ http://TrickRound.Com

Level 0

আমি শরাফত আহমেদ অনন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস