
আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন । আমি মহান আল্লাহ্ তা'আলার অশেষ রহমতে ভাল আছি । টেকটিউন কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে লক্ষ মানুষের মাজে নিজেকে প্রকাশ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।
সবার আগে বলে নেওয়া ভালো যে আমি একজন নতুন টিউনার , আর আমার টিউনে কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন। আজ আমি যে টিউনটি করব তা হয়তো এর আগে পোস্ট হয়েছে কিনা জানিনা। আমি অনেক দিন হল একটা এইচটিএমএল পপআপ উইন্ডোজ কোড খোজ করতে ছিলাম। কিন্তু ব্লগস্পট জন্য পাছিলাম না। হয়তো অনেকে আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ কিন্তু আমি নতুন বলে পারতেছিলাম না। কিন্তু আজ যখন সম্পূর্ণ করলাম তখন অনেক ভালো লাগছে।
এখন আসল টিউন আসি। আজ আমি দেখাবো কি ভাবে এইচটিএমএল পপআপ উইন্ডোজ কোড আপনার ব্লগস্পট সাইট সেট করবেন। তার আগে বলি কেন আপনি পপআপ উইন্ডোজ কোড ব্যবহার করবেন ( আপনার ওয়েব সাইট এড, শুভ বার্তা, ওয়েলকাম নিউজ, আভিনন্দন বার্তা, ওয়েব মেইল লিঙ্ক সহ আরও অনেক)।
প্রথমে আপনার ব্লগস্পট সাইট (www.blogger.com)যান তার পর আপনার ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করেন। ইচ্ছা করেলে চিত্রর সহযোগিতা নিতে পারেন।

তার পর আপনার ওয়েবসাইট ড্যাশবোর্ড যান তার পর টেমপ্লেট(Template-1) ক্লিক করুন তার পর এডিট এইচটিএমএল(edit HTML-2) ক্লিক করুন ।

এডিট এইচটিএমএল ক্লিক করার পর নিচের মত কোড আসবে । কোড গুলার মধেয় থেকে </head> এই কোড খুজে তার উপরে প্রথম কোড গুল পেস্ট কোরতে হবে। খোজার জন্য ( Ctrl+F) দিলে সার্চ বক্স আসবে সেইখানে </head> লিখে সার্চ দিবেন।

</head> খুজে পাবার পর নিচের কোড গুল পেস্ট করে দিন।
1.মিডিয়া ফায়ার লিংক : কোড ১ (এইখানে সকল কোড আছে শুধু প্রথম কোড টি নিবেন। )
তার পর টেমপ্লেট (Template-1) সেভ করে বাহির হয়ে আসতে হবে। তার পর আবার দ্বিতীয় কোড দিতে হবে। এই জন্য নিচের চিত্র

উপরে চিত্র অনুযায়ী লেআউট ক্লিক করে এড গেজেট নিবেন ( যে কোন পজিশন থেকে নিতে পারেন )। তার পর নিচের কোড গুল পেস্ট করে দিন।
2. মিডিয়া ফায়ার লিংক : কোড ২ (এইখানে সকল কোড আছে শুধু দ্বিতীয় কোড টি নিবেন। )
এবার পেস্ট করে সেভ করুন ।এবার দেখুন আপনার সাইট পপআপ উইন্ডোজ কাজ করছে। উদাহরন সরূপএইখানে দেকতে পারেন : ডেমো দেখুন
কোন কিছু পরিবর্তন করতে চাইলে কমেন্ট করুন । কোড গুল এক সাথে পেতে এইখান হতে ডাউনলোড করুন।
ডাউনলোড লিঙ্ক ঃ CLICK HERE
বি।দ্র ঃ সকল কাজ করার পূর্বে আপনার টেমপ্লেটটি(Template-1) ডাউনলোড করে নিবেন যাতে কোন অসুবিধা না হয়।
কোনো সমস্যা হলে ফেইসবুক অথবা কমেন্টস করতে পারেন।
আমি মোনারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইচটিএমএল কোডও ডাইউনলোড করতে হয় :v । যাই হোক ধন্যবাদ ।