ছবির সাইজ কমাতে পারছেন না ? এই দিকে আসেন।

অনলাইনে বিভিন্ন আবেদেন নিয়ে ঝামেলায় আছেন ? ফটোশপ এর কাজ জানেন না বলে ছবির কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ কমাতে পারছেন না ... নো টেনশন আমি আছি আপনাদের সাথে।


 

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। টেকটিউনস এর সাথে আছি অনেক দিন ধরে। কিন্তু কখোনো কোন টিউন করিনি। এটা আমার প্রথম টিউন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজ আমি আপনাদেরকে এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করে দেব যার সাহায্যে কোন প্রকার ফটোশপের কাজ জানা ছাড়াই আপনি ছবির সাইজ আনুপাতিক হারে কমিয়ে আনতে পারবেন। প্রথমে রিডাকশন-ইমেজ ডট কম  এই সাইটে যান। তারপর Choose File অপশন থেকে আপনি যে ছবির সাইজ কমাতে চান সেটি সিলেক্ট করুন।

তারপর Load picture এ ক্লিক করুন। এখানে আপনার ছবিটি দেখতে পাবেন।

ছবি সিলেক্ট করার পালা শেষ । এবার আসুন ছবির সাইজ ঠিক করি। Final format of image এ JPEG এবং Quality 100 রাখুন। এতে আপনার ছবির মান খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না।

Resizing in percentage এ টিক দিন। নিচে দেখুন Width resizing in percentange এবং Height resizing বক্স আছে তাতে টিক চিহ্ন দিন। এবার দুইটি খালি বক্সে আপনার সিলেক্ট করা ছবির দৈর্ঘ্য এবং উচ্চতা কি অনুপাতে কমাতে চান তা উল্লেখ করুন। দৈঘ্য এবং উচ্চতা কমানোর অনুপাত একই হলে ছবিটি দেখতে ভাল দেখাবে।

সবশেষে Load picture এ ক্লিক করুন।  নিচে একটি নতুন সাইজের ছবি আসবে যা আপনার সিলেক্ট করা ছবির নতুন সংস্করণ। এখন ছবিটির উপর Right click করে ছবিটি  Save করুন।

ব্যাস আপনার কাজ শেষ। এখন Save হওয়া ছবিটির সাইজ দেখুন কমে গেছে। ছবির সাইজ আরো কমাতে চাইলে দৈঘ্য এবং উচ্চতার অনুপাত কমিয়ে দিলেই হবে।

আজকের মত এখানেই শেষ। আল্লাহ্ হাফেজ।

Google Plus এ আমাকে পাবেন এই খানে Jamil Khan

Level 0

আমি জামিল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi, I am Md. Jamil Hossain Khan. I like blogging.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস