সফটওয়ার ফুল ভার্সন, ট্রায়াল ভার্সন ও সিরিয়াল কি

Bismillahir Rahmanir Rahim

সবাইকে আমার সালাম।  আশা করি,সবাই ভালো আছেন। 😎

আমি আজকে আপনাদের সফটওয়ার ফুল ভার্সন, ট্রায়াল ভার্সন ও সিরিয়াল কি সম্পর্কে কিছু বলবো।

মূলত টিউন টি সিরিয়াল কি দেওয়ার  উদ্দেশ্য এ। যাই হোক ।

আগে ট্রায়াল টা বলিঃ ট্রায়াল সফটওয়্যার মানে হল, ফুল ভার্সন না, যেমন লেখা থাকে, Trial 14 days.

আরকেটূ বলি, কোম্পানি থেকে দেকবেন ১ মাস ও ফ্রি ব্যবহার করতে দেই ওইটাই ট্রায়াল, যদি ৬ মাস ফ্রি দেয়,তাহলে ও ট্রায়াল। মানে এর বেশি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ লিমিটেশন দেয়া থাকে।

সফটওয়ার ফুল ভার্সনঃ ফুল ভার্সন হলো, ধরেন ৬ মাস ট্রায়াল দিলো, পরবর্তীতে ওই ৬ মাস টাইম শেষ হলো, তখন তো আর ওই সফটওয়ার পুরোপুরি কাজ করবে না।তাই না। তাহলে আপনাকে টাকা দিয়ে ওইটাকে ফুল ভার্সন করতে হবে,আবার 😆 ওইখানে ও একটা লিমিটেশন আছে, যেমনঃ ফুল ভার্সন ১ বছর,২ বছর, ৩ বছর ইত্যাদি।

সিরিয়াল কিঃ সিরিয়াল কি হলো,একটা ইউনিক নাম্বার। যে টা দিয়ে আপনি আপনার সফটওয়ার কে ফুল ভার্সন করতে পারবেন। সিরিয়াল কি এর ব্যাপারে, আরো অনেক বিস্তারিত আছে।যা বললাম না। যত টুকো দরকার ঠিক ততটুকো বললাম।

যাই হোক, আজ আমি আপনাদের সেরা ১০ টা ওয়েব সাইট এর লিঙ্ক দিলামঃ
http://www.youserials.com
http://www.unlimitedserials.com
http://www.superserials.com
http://www.serialportal.com
http://www.keygenguru.com
http://www.crackdb.org
http://www.serialkey.net
http://www.cracktop.com
http://www.smartserials.com
http://www.serialcoded.com

[Note:উপরের সাইট গুলি ব্যবহার করার আগে, আপনার এড ব্লক/WOT অবশ্যই Disable করে নিবেন,তা না হলে ওয়ার্নিং দেখাতে পারে। ]

নিচে নতুন কিছু লিংক আপডেট আকারে দেয়া হলো অবশ্যয়ই ভিজিট করবেনঃ

পেয়জার ছবি ভেরিফিকেশন না হলে যা করবেন

এড ব্লক,ফিশিং পেজ থেকে বাচতে চান ? তাহলে আপনার জন্য।

নতুন ট্রিক্স এবং টিপস পেতে ফেসবুকে পেজে যান

এন্ড্রয়েড গোপণ কোড - Android Secret Code

PaidVerts এর মাধ্যমে মাসে ৫০-১০০ আয় করুন

কিভাবে আপনি আপনার উইন্ডস ৮ এ সেফ মোড F8 এড করবেন

HTML5 Canvase লাইন টিউটোরিয়াল

সফটওয়ার ফুল ভার্সন, ট্রায়াল ভার্সন ও সিরিয়াল কি

Google Plus এ follow করুন

https://plus.google.com/+Tricks2placeBlogspott2p?prsrc=5

আয় করতে চান মাসে $50-$100। তাহলে এই সাইটে যান। এখানে ক্লিক করুন। 

আমার ব্লগ দেখতে এখানে ক্লিক করুন  🙂

আমার ফেসবুক লিংক 

আপনাকে ধন্যবাদ পড়ার জন্য। সব সময় ভালো থাকবেন এই আশা করি। আমার জন্য দোয়া করবেন। 🙂

 

Level 0

আমি মোঃশোভন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ei 10 ti site ki kaz e lagbe?

অবশ্যয় কাজে লাগবে ।