একই সাথে হাজার হাজার ছবি রিসাইজ করুন,  ব্রাইটনেস বাড়ান-কমান কোন রকম ফটোশপ জ্ঞান ছাড়া টেকটিউনসে বা সোশ্যাল সাইটে একই সাইজের ছবি আপলোড করুন, টিউনকে আকর্ষণীয় করুন এবার ছবি আপলোড করুন রকেট গতিতে আরও মজার বিষয় সফটওয়্যারটি ফ্রি-ওয়্যার মেগা টিউন

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই। আমি  খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। আমাকে কয়েক দিন আগে একজন নতুন টিউনার জানতে চেয়েছিল, সে কীভাবে টেকটিউনসে ছবি আপলোড করবে। কারণ সে ছবি আপলোড করলে images too small দেখায়। আমি তাকে বললাম আপনি ফটোশপে ছবির সাইজ টেকটিউনসের রিকুয়ারমেন্ট অনুসারে রিসাইজ করে নিন ঠিক হয়ে যাবে। কিন্তু সে জানালো সেতো ফটোশপ জানে না। আমি পড়লাম বিপদে। আরও কিছু ওয়ে দেখালাম কিন্তু সে সেটা করতে অপরাগতো।

তখন তাকে সহজ কোন সফটওয়্যার পেলে টিউন করবো বলছিলাম। যেটা দিয়ে খুব সহজে ছবি রিসাইজ সহ আরও কিছু ছোট খাটো ফটোশপের বিকল্প কাজ করা যাবে। আমি নিজেও অনেক সময় টিউন করার সময় ছবি রিসাইজ করি না, যেটা অনেক সময় টিউনকে দেখতে খারাপ করে দেয়। টিউন দেখতে সুন্দর এবং গোছালো হলে টিউডাররা পড়েও অনেক মজা পায়।

অনেক খুজতে খুজতে আজকে মনে হলো দারুণ একটা সফটওয়্যার পেলাম। আমার নিজের খুব পছন্দ হলো, খুব সুন্দরভাবে রিসাইজ সহ, সাইজ কমানো, কম্প্রেস করা, কালার কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করা যায়। আপনারা হয়তো বলবেন এটা কীভাবে ফটোশপের ব্যতিক্রম হলো। আসলে ছবি সম্পাদনার জন্য ফটোশপের বিকল্প খুঁজে বের করা কঠিন। তবে যারা নতুন টিউনার কিন্তু ভালো ভাবে ছবি এডিট করতে পারছে না, তাদের অনেক কাজের হবে এই ছোট্ট সফটওয়্যারটি।

খুব ভালো ভাবে ছবি রিসাইজ করতে পারবে তারা। তাছাড়া আরও কিছু সফটওয়্যার আছে যা ছবি রিসাইজ করার কাজে লাগে, কিন্তু এক সঙ্গে অনেক গুলা ছবি এডিট করার অপশন নাই সেখানে। কিন্তু এই সফটওয়্যার টি সেই আশাও পূর্ণ করবে। তাই বসে গেলাম টিপস মূলক এই টিউনটি করার জন্য। আশা করি সফল হবো।

সফটওয়ারটির বৈশিষ্ট্যঃ

  • আপনি ইচ্ছামতো ছবি রিসাইজ করতে পারবেন এক ক্লিকে।
  • JPEG, GIF, PNG তে ছবি রুপান্তর সেকেন্ডের ব্যাপার।
  • ছবির আউটপুট দেখতে পাবেন সাথে সাথে ডুয়াল মুডের মাধ্যমে।
  • এক সঙ্গে হাজার হাজার ছবি রিসাইজ, একই ফরমেটে করতে পারবেন।
  • এরকম আরও অনেক দারুণ দারুণ ফিচার আছে সফটওয়্যারটিতে।

কীভাবে করবেনঃ

এতোগুলো কঠিন কাজ সহজে করে দিবে রিয়োট – RIOT (Radical Image Optimization Tool). আরও বড় ব্যাপার পেইড সফটওয়্যারের মতো ভয়ে ভয়ে ব্যবহার করার ব্যাপার নাই। অর্থাৎ সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি-ওয়্যার।

ডাউনলোড করুন এখান থেকে সফটওয়্যারটি

অথবা এখান থেকে

অন্যান্য সকল ভার্সন পাবেন এই লিঙ্কে

কীভাবে সম্পাদনা করবেনঃ

  • প্রথমে আপনি সফটওয়্যারটি ওপেন করুন। তখন নিচের ছবির মতো উইন্ডো ওপেন হবে।

  • সেখান থেকে Open এ ক্লিক করুন। তারপর আপনি যে ছবি রিসাইজ করতে চান সেটাতে ক্লিক করুন। সেটা ওপেন হলে নিচের ছবির মতো ওপেন হবে।

১ এ আপনার সিলেক্ট ছবি, আর ২ এ আউটপুট। নিচের তীর চিহ্নিত অপশন থেকে আপনি JPEG, GIF, PNG ইত্যাদি ফরমেট চুজ করতে পারবেন, তারপর আপনি কোয়ালিটি কেমন চান তাও ঠিক করতে পারবেন।

  • তারপর তীর চিহ্নিত অপশন থেকে আপনি ছবির সাইজ ঠিক করে দিতে পারবেন। যেমন টেকটিউনসের মিনিমাম আপলোড ছবি সাইজ ৩০০/৩০০ করে দিতে পারবেন। তবে আরও একটু বেশি সাইজের ছবি দিলে ভালো দেখাবে। যেমন, এখানে যে ছবি দেখছেন এটির সাইজ ৭৫০/৫০০। এভাবে আপনার পছন্দ মতো ছবি সেট করুন। Aspect Ratio টিক না উঠালে অটোমেটিক রিসাইজ নিবে। সেহেতু এটার টিক উঠিয়ে দিন।

  • তারপর অপশন থেকেও আপনি আপনার পছন্দ মতো সাইজ বা সেটিং অপ্টিমাইজ করে রাখতে পারেন, যা সবসময় ঐ সাইজে আউটপুট দিবে।

  • নিচের ছবি দেখে আরও স্পষ্ট হয়ে নিন।

  • এবার আমরা দেখবো কীভাবে একের অধিক ছবি এক সঙ্গে রিসাইজ করবো। প্রথমে নিচের ছবির মতো Batch অপশনে প্রবেশ করুন।

  • এবার নতুন উইন্ডো ওপেন হবে। সেখান থেকে Add images থেকে আপনি আপনি যতোগুলা একই এইসাইজ করতে চান তা সিলেক্ট করুন। নিচের ছবি দেখুন। আরও যে অপশন টার কাজ নিচে বর্ণনা করা হয়েছে।

  • নিচের ছবির মতো Ctrl চেপে আপনার সকল সিলেক্ট করুন। তারপর ওপেন ক্লিক করুন।

  • নিচের ছবির মতো ছবিগুলা ওপেন হবে। তারপর বাম পাশের অপশন থেকে আপনার সব ছবিগুলা যে সাইজে করতে চান তা ঠিক করে দিন। তারপর আউটপুট ছবি গুলা যেখানে সেভ করতে চান তা ঠিক করে দিন। তারপর Start এ ক্লিক করুন।

  • ব্যস আপনার ছবিগুলা নিচের ছবির মতো নির্দিষ্ট লোকেশনে আপনার পছন্দ মতো সাইজে সেভ হয়ে যাবে। নিচের ছবির মতো -ok চলে আসবে।

এবার ছবিগুলা আপনি টেকটিউনসে টিউনের সময় এক এক ব্যবহার করুন। Small Size দেখাবে না, আবার সব ছবি সুন্দরভাবে গোছানো আকারে থাকবে। আপনার টিউন অন্যদের থেকে অনেক সুন্দর এবং গোছানো হবে। টিউডাররা আপনার টিউন পরে মজাও পাবে।

আশা করি সমস্যা হবে না।

বিঃদ্রঃ- অনেকের কাছে আরও ভালো সফটওয়্যার থাকতে পারে, কিন্তু এটি মূলত অনেক সহজে কাজগুলা করার জন্য যারা একদম নতুন ফটোশপে ভালোভাবে কাজ করতে পারে না বা সাচ্চন্দ পান না তাদের জন্য।

আশা করি বুঝতে সমস্যা হবে না। কোন সমস্যা হলে আমাকে টিউমেন্ট করতে পারেন যেকোনো সময়।

ধন্যবাদ সবাইকে। 🙂

আপনার টিউনিং এ আরও সফল হতে আরও কিছু দারুণ ফিচারড টিউনঃ

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice Bro.. Love This Software.. Thanks For Share.. Collection A Rakhlam.

দীর্ঘদিন পর সফটওয়্যার নিয়ে কারও টিউন পড়ে ডাউনলোড করতে ইচ্ছে হলো। এবং মনে হয় এক দেড় বছরে টেকটিউনস থেকে প্রথম ডাউনলোড করা সফটওয়্যার এটা। সফটওয়্যার রিভিউটা অসাধারন হয়েছে। এতো ছোট্ট একটা সফটওয়্যার এতো কামের ভাবাই যায় না। ছোট মরিচের ঝাল যে বেশি এটা আবারও বুঝতে পারলাম।

** স্বীকার করতে লজ্জা নেই যে আপনি নামে যতোটা সরদার কাজে তারচেয়ে বেশি সরদার!! এক ট্র্যাক পেট্রোল বোমার সমান ধইন্যবাদ রইলো 🙂

    @সানিম মাহবীর ফাহাদ: ছোট মরিচের ঝাল শুধু বেশি বললেই ভুল হবে, এটাতে দারুণ বেশি। আমি ভাবতেই পারে নি এতো কাজের হবে এই ছোট জিনিস। অনেক ধন্যবাদ সফটওয়্যার গুরুরা আমার রিভিউ পছন্দ করার জন্য।
    ** আমি আসলে সফটওয়্যার টিউনে এক্সপার্ট না, তবে মাঝে যেগুলো খুব দরকার মনে করি সেগুলো উঠানোর চেষ্টা করি, করবো। ধইন্যা থাকছেই। 🙂

এত সুন্দর ভাবে টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ।

দাদা খুবই কাজের সফটওয়্যার দিলেন । এটা আমার খুবই দরকার ছিল ।

অনেক ধন্যবাদ ভাই, বেশ কিছুদিন যাবত এমন একটা সফটওয়্যার খুজছিলাম। আমি এখন এটা ব্যবহার করছি। চমৎকার এবং কাজের সফটওয়্যার।

খুব ভাল একটি সফট ।থ্যাংকস ।
একসঙ্গে একাধিক ছবিতে ফ্রেম অ্যাড করার কন সফট আছে ?
ফটোশপ কে ব্যাচ মোডে কিভাবে চালানো যায় ???