আজ থেকে ছবির মধ্যে যে কোনো ফাইল কে লুকিয়ে রাখুন।

আসসালামু আলাইকুম।

আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

এ টিউনে আপনাদের জন্য রয়েছে , কিভাবে যে কোনো ফাইলকে একটি ছবির / ভিডিও ওর মধ্যে লুকাবেন।

গোপনিয়তার জন্য আমাদেরকে বিভিন্ন ফাইলকে লুকানোর প্রয়োজন হতে পারে।

চাইলে যে কোনো ছবির মধ্যে ফাইলকে লুকিয়ে রাখা যায় ।

এ ক্ষেত্রে যে ফাইলটি লুকাবেন সেটি একটি ছবি,এবং নিচের  সফটওয়্যার টি লাগবে।

সফটওয়্যার টি নিচ থেকে ডাউনলোড করে নিন এবং ইনস্টল করে নিন।

যার কাছে আছে তার ডাউনলোড করার দরকার নেই।

DOWNLOAD LINK

ভিডিও ফাইল হলে  abc.mp4 এবং photo.jpg ফাইল দুটিকে কপি  করে  D: ড্রাইভ এ রেখে দিন।

এবার যদি abc.mp4 ফাইলটি ছবির মধ্যে লুকিয়ে রাখতে মাউস এ রাইট ক্লিক করে add to archive এ ক্লিক করুন।

নতুন উইন্ডো আসলে archive name এ abc.mp4.rar লিখে ওকে করুন।

এবার run এ যেয়ে cmd লিখে ওকে করুন।

কমান্ড প্রমোট ওপেন হলে D: লিখে এন্টার প্রেস করুন।

এখন copy /b photo.jpg+abc.mp4.rar xyz.jpg লিখে এন্টার দিন।

দেখবে D: ড্রাইভ এ xyz.jpg নামে একটি ফোল্ডার এসেছে।

এই ফাইল এর মধ্যে abc.mp4 ভিডিও টি লুকানো আছে।

মুল ফাইলটি দেখতে হলে রাইট বাটনে ক্লিক করে সফটওয়্যার টিতে ওকে করুন।

তাহলে ফাইলটি দেখতে পারবেন।

প্রথমে প্রকাশিত এখানে
আমার সাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন রইলো।

Level 0

আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নতুন জানলাম, কাজে লাগবে। ও হ্যাঁ, ধন্যবাদ দিতে তো ভূলেই গেছিলাম।