খুব সহজে যে কোন ড্রাইভ হিডেন হবে।

আমি আজ আপনাদের কে কিভাবে সহজে ড্রাইভ হিডেন করা যাই এবং LETTAR পরিবর্তন করা যাই তা দেখব।

প্রথমে My computer থেকে Manage এ ক্লিক করেন।তারপর Disk management কিক্ল করে  Volume থেকে সিলেক্ট করেন আপনি কোন ড্রাইভ হিডেন করবেন।তারপর Change Drive Letter & paths….এ জান।

এখন G সিলেলেক্ট করে Remove এ কিক্ল করেন।

Confirm থেকে Yes চাপুন……… এবং Restart দিন।

তারপর My computer এ দেখেন আপনার G ড্রাইভ টি আর নেই।গুপ্ত ড্রাইভটি উদ্দারকরতে Computer Management থেকে  Change Drive Letter & paths for OTHER(other স্হানে G ড্রাইবের নাম হবে)….এ জান।

তারপর Add Drive Letter or path এ ok কিক্ল করে Disk Management এ Yes কিক্ল করেন।

ইচ্ছে করলে অপনি Management থেকে Change Drive Letter and paths….থেকে Change এগিয়ে যে কোন ড্রাইভের LETTAR পাল্টাতে পারবেন।ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন।

Level 0

আমি উদাস মাজহারুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি কাজী মু,মাজহারুল ইসলাম। ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল টেকনোলজির উপর ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে এখন BSc ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন করতেছি পাশাপাশি একটি বেসরকারি প্রিতিস্ঠানে চাকরি করতেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হলো ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ টিউনটির জন্য।

Valo jinis janlam. Share korar jonno thanks.

Level 0

ধন্যবাদ , এগিয়ে যান ।

খুবই ভাল টিপস,
শেয়ার করার জন্য ধন্যবাদ।
তবে একটা প্রশ্ন আছে এতে কোন পার্শ্ব প্ররিক্রিয়া আছে কিনা অর্থাৎ ড্রাইভটি মুছে যাওয়ার কোন সম্ভাবনা নাইতো?

    ড্রাইভটি মুছে যাওয়ার কোন সম্ভাবনা নাই।তবে সাবদানে কাজ টি করবেন ।
    ধন্যবাদ।

কাজে লাগবে ধন্যবাদ আপনাকে।