কিভাবে WIN RAR ব্যাবহার করে কোন ফাইল হাইলি কম্প্রেস করবেন ।

আস সালামু আলাইকুম । এই টিঊনটি আমার প্রথম টিঊনটি তাই ক্ষমা সূন্দুর দৃষ্টিতে দেখবেন । যাইহোক । এই ট্রিকস পূর্বে শেয়ার করা হইছে বলে মনে হই না । আমি খুজে পাইনি । অনেক সময় আমরা দেখি অনেক বড় ফাইল কম্প্রেস করে এম্বি করে ফেলে । কিভাবে করে তাই আপনাদের জানাব । প্রথমেই বলে নেইএই পদ্দতিতে আপনি ইমেজ ভিডিও বা যা পূর্বে কম্প্রেস করা হয়েছে এমন ফাইল কম্প্রেস করলেও কোন কাজে আসবে না । তাহলে শূরু করি । প্রথমে windows xp র একটি iso ফাইল দিয়ে শূরু করব ।আপনি শুধু screen shot গুলো ফলো করুন । কম্প্রেস এর পূর্বে ফাইলটির সাইজ দেখুন ।

কাংখিত ফাইল এ রাইট বাটন প্রেস করে add to archive সিলেক্ট করন ।

তারপর screen shot অনুযায়ী

২. rar বা rar5 সিলেক্ট করুন ।
৩. Best সিলেক্ট করুন ।
৪. ২৫৬ বা ১২৮ সিলেক্ট করুন ( আপনার র্যাম আনুযায়ী )।
৫. Create solid archive সিলেক্ট করুন । এইটাই সবচেয়ে গুরুপ্তপূর্ন ।

এখানে ratio যত কম হবে । ফাইল এর সাইজ তত কমবে


কম্প্রেস পরে ফাইল এর সাইজ ।
এই ফটো টা দেখলে আরেকটু ভাল ভাবে বুঝবেন ।

এই পদ্দতিতে আরেকটা ফাইল কম্প্রেস করলাম আমার পিসি থেকে নিচের ফটোগুলো দেখেন ।

এর থেকে ভাল এবং কম সময়ে কম্প্রেস করার পদ্দতি আছে কিনা আমার জানা নাই । kgb দিয়া করলে ত একদিন লাগে ডিকম্প্রেস হতে । তাই আমার মনে হয় এই পদ্দতিটাই সেরা । যাই হক প্রথম টিউন টিউমেন্ট আশা করতেই পারি !!! বাংলা লেখা খুব কস্ট !!

পরিশিষ্টঃ ( ব্যক্তিগত আমন্ত্রন ) যারা প্রোগ্রামিং শিখতে আগ্রহি তাদের জন্য আমার এক্তা গ্রূপ আছে । একবার দেখে আসবেন । গ্রূপ এর উদ্দেশ্য হল যারা আমার মত নতুন আর বাড়িতে বসে শিখতে চান সবাই একসাথে মিলে শিখব । গ্রূপ এর লিঙ্ক ( facebook/groups/programming.bd/ )
। ফেসবুক এ আমি । ( facebook/md.abir09 )

Level 0

আমি আবির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গ্রুপে জয়েন করতে আমি আগ্রহী। 🙂 link টা একটু ঠিক করে দিন। অথবা কষ্ট করে একটু এড দিন….
ফেসবুকঃ http://www.facebook.com/sakib.hasnine

লিঙ্ক তা আছে । মনে হই আডমিনরা চেক করে তারপর দিবে । কি জানি ?

ভালো লাগলো।

ভাল লাগলো

Android e ki vave korbo bro

ভাল। অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিছু আছে?

নাহ । ৬৪০ এমবি থেকে ৮৬৬ কেবি । এভাবে কাজ হয় না । যদি পারেন তবে যেকোনো একটা বড় ফাইল এভাবে কম্প্রেস করে আপলোড করে দেখান ।

    @নীলোৎপল বেদী: যেই ফাইল টা আমি প্রথমে কম্প্রেস করছি এইতা খান থেকে ডাউনলোড দেন http://www.datafilehost.com/d/8d5d905b । win rar দিয়া ফাইল টা বাহির কইরা দেখেন সাইজ কত । আর দিতীয়ফটো টার দিকে খেয়াল কইরেন । আমি বলি নাই সব ফাইল কেবি হইয়া যাইব ।
    কোন াইল কেমন কম্প্রেস হই এইটা ট্রাই কইরা দেখেন ।

      @আবির আহমেদ: বাট আমি তো উইন্ডোজ এক্সপি এর iso দিয়ে করলাম । ১৫ এমবি এর মত কমল । আর আপনার ফাইল তা extract করার পর সাইজ ৬৪০ এমবি হলেও সেট-আপ দিতে গেলে ফাইল মিসিং সেখাচ্ছে ।

কাজ হয় না।।
৬৫০ এম বি থেকে ৬৪৩এম বি হয়ছে…

    @PrinceOfJessore: সব ফাইল হইব আমি বলছি নাকি ? ইমেজ , ভিডিও হইব না আইটা ত বলছি । কত এম্বি ফাইল তার উপর নির্ভর করে না । কি ফাইল (file type)এইটার উপর নির্ভর করে । এই াইল না হলে অন্ন ফাইল দিয়া দখেন তারপর বলেন কাজ হই কিনা… হাইলি কম্প্রেস মানে এই না যে এক জিবি ফাইল এক এম্বি হইয়া যাইব । কছু াইল বেশি কছু কম কম্প্রেস হবে । এইটা ফাইল (file type) এর উপর নির্ভর করে ।মুটামুটি ভাল কম্প্রেস হবে যা অন্ন পদ্দতিতে হবে না ।

Level 0

সবকিছুর মধ্যে ভুল খোজা কিছু লোকের অভ্যাস ( ঠিক হোক আর না হোক ), এদের কথা শুনলে আমাদের আর সামনে আগাতে হবে না।
প্রিন্স ভাই কে সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।

    @juwel0172:
    এখানে কি ভূলে টিউমেন্ট করছেন । টিউনারের নাম টা দেখেন । যাক টিউমেন্ট এর জন্য ধন্যবাদ ।

ভালো জিনিষ প্রয়োজনে কাজে লাগবে। টিউনের জন্য ধন্যবাদ আপনাকে।

@বড় ভাই: thank you for your tument ..

কাজ হয় না ভাই। হাইলি কম্প্রেস হয় না।

ভালো টিউন। ধন্যবাদ টিউন করার জন্য। বাংলা বানান কয়েকটা ভুল আছে পরবর্তি টিউনে বিষয় টি লক্ষ্য রাখবেন।