অনলাইনে যা প্রকাশ করবেন না

(প্রযুক্তি প্রতিদিন) অনলাইনে কোনোকিছু প্রকাশ করার পর তার ওপর পোস্টদাতার নিয়ন্ত্রণ সম্পূর্ন রুপে থাকে না। এজন্য আপনার সবকিছু ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করাই ভালো।
অন্তরঙ্গ ফটো ও ভিডিও : আপনার বর্তমান সময়ে সঙ্গীর সঙ্গে দারুণ উত্তেজনায় যদি কোনো অন্তরঙ্গ ভিডিও বা ছবি অনলাইনে পোস্ট করলেই তা আপনাকে ভোগানো শুরু করবে। যেসব ছবি আপনার কলিগ, বস, ভাইবোন বা পিতামাতাকে দেখাতে চান না, সেগুলো কখনোই অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
ফোন নম্বর ও ঠিকানা : অনলাইন বন্ধুদের খুব ভালোভাবে বিশ্বাস করলেও এ ঝুঁকিটি নিতে যাবেন না কখনোই। এ ক্ষেত্রে অতিরিক্ত সরল হওয়া কোনোভাবেই উচিত নয়। নিরাপত্তার সার্থে ব্যবহার করলেও হাইড করে রাখার চেষ্টা করুন।
কাউকে আক্রমণ করবেন না : আপনার যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে যথাযথ কর্তৃপক্ষের কাছে তা করাই ভালো। অনলাইন ব্যবহার করে কাউকে সরাসরি কোনো আক্রমণ করা উচিত নয়। কারণ তারা আপনাকে অনলাইন থেকে খুঁজে বের করতে পারবে সহজেই।
ব্যাংক অ্যাকাউন্টের তথ্য : আপনার বিল যদি অনলাইনে পরিশোধ করতে হয়, সে ক্ষেত্রে ব্যাংকের বা বিল গ্রহণকারীর নিজস্ব ওয়েবসাইটে করা যেতে পারে। কিন্তু কখনোই আপনার অ্যাকাউন্ট নম্বর, এটিএম কার্ডের বিস্তারিত, পিন নম্বর কিংবা এ ধরনের কোনো তথ্য অনলাইনে প্রকাশ করবেন না।
প্রতি মুহূর্তের তথ্য : আপনার দৈনন্দিন অনুভূতি, ভালোলাগা, খারাপলাগা, হাস্যরস ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় কোনো বাধা নেই। কিন্তু যদি ওমুক দোকানে কেনাকাটা করতে গেলাম, চায়ের দোকানে বসলাম ইত্যাদি প্রতি মুহূর্তের বিস্তারিত প্রকাশ শুরু করেন তাহলে তা বিপদ ডেকে আনতে পারে।

 

  • তাই অনলাইনে কোন কিছু আপলোড করার সময় একটু চিন্তা ভাবনা করে পোষ্ট করবেন।
  • ভাল থাকুন সুস্থখাকুন
  • এই কামনাই করি।
  • আমার জন্য দোয়াকরবেন।
  • আল্লাহ হাফেজ।

 

 

Level New

আমি কাওছার হাসান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

jantam. .tobu o thx

General knowledge.

Level 0

Common sense. Thanks for sharing.

Nice Post Brother.
Can visit my new bangla blog-www.tuneshot.blogspot.com

sotorkobanir jonno thanks

Level 2

ভাল পোস্ট করেছেন……