অচেনা নম্বর থেকে বিরক্ত করছে? দেখে নিন ৩টা পদ্ধতিতে নম্বরের ইনফরমেশন বের করার ট্রিক ।

আস্সালামু আলাইকুম কেমন আছেন সবাই?
আসলে এখন মাথায় অনেক ভুত চেপেছে । Next time এডমিশন এর পরা । তার উপর UK তে CSE পড়ার ইচ্ছা আছে, চেষ্টায় আছি আপনারা আমার জন্য দোয়া করবেন ।আজ আপনাদের সাথে ছোট্ট একটা ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি । আজকাল দেখা যায় বেশির ভাগ মেয়ে দের ফোন অচেনা নম্বর দেকে ফোন কল করে বিরক্ত করে ।

আসলে যারা এসব কাজ করে তারা এক কথায় অমানুষ । আরে ভাই এভাবে প্রেম হয় না রে মদন । ১টা ফুল নিয়ে গিয়ে একটা মেয়েকে প্রোপজ করো । যাক বাদ দেন ওসব কথা । যেটা শেয়ার করতে এসেছি সেটা শেয়ার করি ।

এখন আমারা কিভাবে খুজবো উক্ত নম্বরের বিস্তারিত ।

পদ্ধতি ১ ।

আজকাল অনেকেই ফেসবুক ব্যাবহার করে । 70% লোক তাদের প্রোফাইল এ নম্বর এড করে রাখে ।

এখন আপনি ফেসবুকের সার্চ বক্সে নম্বর লিখুন বাট নম্বরের আগে 88 দিবেন । যদি কোন প্রোফাইল এ ওই নম্বর এড থাকে তাহলে তার নাম তো শো করবেই ।
আশা করি বুঝতে পেয়েছেন ।

পদ্ধতি ২।

এন্ড্রোয়েড এর একটা এপস আছে যেটা Truecaller নামে পরিচিত । ইন্টারনেট কানেকশন রেখে আপনি যদি ওই এপস এ সার্চ দেন তাহলে ভাগ্যে থাকলে পেয়ে যাবেন ।

এটাও আগেরটার মত কাজ করে যেমনঃ আপনি যখন নম্বর সার্চ করবেন তখন ওই এপস Facebook,twitter etc থেকে Information grab করার চেষ্টা করবে ।

আপনারা প্লে স্টোর থেকে Truecaller এপসটা কালেক্ট করতে পারেন ।

পদ্ধতি ৩।

এটা অনেকটা রিস্ক এবং ব্যায় বহুল । আপনি উক্ত নম্বরটা নিয়ে নিকটস্থ জেলার থানাতে একটা কেস দিবেন । খরচ May be 1200TK এর মত হতে পারে । কিছুদিনের মধ্যেই থানা থেকে আপনাকে ইনফরমেশন গুলা জানাবে ।

আশা করি বুঝতে পেরেছেন । আমি চেষ্টা করেছি আপনাদেরকে ছোট্ট এই ইনমরমেশনটা দেবার জন্য । জানিনা এতে আপনার যদি কোন উপকার হয়ে থাকে তাহলেই আমার কষ্ট করে লেখাটা সার্থক ।

ভালো থাকবেন আর Techtunes এর সাথেই থাকবেন ।

পোস্ট টা পূর্বে প্রকাশিত হয়চিল TipsTune24.Com

Level 0

আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Simple But Not Simple


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

ফেসবুক দিয়া হইতে পারে>>>> তয় বুদ্ধিটা সবার মাথায় আছে

@মিরাজ ফাজিল:
কমেন্ট করার জন্য ধন্যবাদ ।

@মোঃ মাসুদ রানা:
সেটা ঠিক আছে তারপরেও আরকি শেয়ার করলাম ।

২ নম্বরটা জানা ছিলো না।
ধন্যবাদ শেয়ার করার জন্য …

@আতিকুর রহমান সোহেল:
কমেন্ট করার জন্য TNX

২য় পদ্ধতি কি কাজ করবে ? আপনি কি এটা ব্যবহার করেছেন ? কারন প্লে স্টোর থেকে এরকম অনেক সফটওয়ার ইনস্টল করেছি, সব ভুয়া। আর পারলে ড্রপবক্সে আপলোড দিয়ে ডাউনলোড লিংক দিবেন। ২ জি নেটওয়ার্কএ প্লে স্টোর থেকে কিছুই নামানো যায় না।ধন্যবাদ সুন্দর টিউনের জন্য

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য

ভাই কারো নম্বর TRACK করার কি কোন উপায় আছে ? অর্থাত্‍ আমি যার সাথে কথা বলছি তার নম্বর দ্বারা তার অবস্থান নির্নয় । যদি থাকে তাহলে এই বিষয় নিয়ে একটা টিউন করেন ।

@মানজুর রশীদ:
Sorry dropbox এ আপলোড দিতে পারলাম না । Datafilehost এরটা আছে

http://www.datafilehost.com/d/997bbfae

আপনার বিশ্বাসের জন্য ইউটিউব এর ভিডিও

http://m.youtube.com/watch?v=VUFO-xazFT0

@Raju:
কষ্ট করে পোস্টা পরার জন্য আপনাকেও ধন্যবাদ

@শুভ আহমেদ:
আছে এবং পোস্টের ৩নং পদ্ধতিতে করতে পারবেন ।

আর বাংলাদেশে GPS ট্রাকিং সার্ভিস নেই যার কারনে নিজে নিজে করতে পারবেন না

সুন্দর পোষ্ট লিখছেছ ভাই |

ধন্যবাদ।
মাথায় আগেই ছিল ফেইসবুকের সিস্টেম টা।
এপ্সটা দেয়াতে আবারো ধন্যবাদ।

@স্বপ্নবাজ:
আপনাকেও অনেক ধন্যবাদ

Thanks 4 Share …..

হুম জানা থাকল ৩ নম্বর অপশনটা…..ধনেপাতা রইল 🙂

Good idea
Thanks

ধন্যবাদ 🙂

Thanks..আপনি চমৎকার একটি যুগোপযুগী তথ্য দিলেন..

আংগো জিপি মামুর মধ্যে জিপিত্তুনজিপির জাগা দেখাযায়

http://fb.ccom/mijaantailor

আংগো জিপি মামুর মধ্যে জিপিত্তুনজিপির জাগা দেখাযায়

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

http://fb.com/mijaantailor

vai thanay mamla korar bisoy ta ektu clear koren

@নিওফাইট নিটোল:
তবে ভাই ৩ নং টা যে কতোটা কাজ করে সেটা আমি জানি, কারন আমি ধরা খাইছি এক বার

@Rahat Ibn Nabi:
ধন্যবাদ আপনাকে

@মাহদী:
স্বাগতম

@জিএম রহিম:
আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য

@এনামুল হক:
আপনি থানায় গিয়ে বলেন এই নম্বর থেকে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারপর একাই বুঝতে পারবেন

Onk valo post

thnx,waiting for 3rd tune

@হৃদয়:
ধন্যবাদ আপনাকে

@সাজ্জাদ হোসেন:
আমি সামনের মাসে মেসে উঠবো তখন পিসিতে নেট থাকবে তখন করবো । জাভা ফোন দিয়ে তো আর টেকটিউনসে পোস্ট করা যায় না ।