সফটওয়্যার ছাড়াই ছবিতে দিন চমৎকার সব special ইফেক্টস

special-effect-bdprozukti.blogspot.com

আমাদের অনেক সময় ছবিতে স্পেশাল ইফেক্ট দেওয়ার প্রয়োজন হয় । এর জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করতে পারেন । কিন্তু আজকে একটি সাইট এর লিঙ্ক দিব যেখান থেকে খুব অল্প সময়ে তৈরী করে নিতে পারবেন দারুন সব স্পেশাল ইফেক্ট । মাত্র কয়েকটি ক্লিকে তৈরী করে নিতে পারবেন আপনার ছবির স্পেশাল ইফেক্ট ।

Image Embellisher একটি অনলাইন টুল , এর সাহায্যে পিসিতে কোন সফটওয়্যার ইন্সটল করা ছাড়াই মাত্র কয়েকটি ক্লিকে ছবিতে দিতে পারেন স্পেশাল ইফেক্টস।

প্রথমে এই লিঙ্কে যান । তারপর নিচের ছবির মত একটি পেইজ পাবেন ।

bdprozukti.blogspot.com
এখন দেখেন -> select the image effect এর নিচে বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে । সেখান থেকে যেকোন একটি সিলেক্ট করেন

এখন নিচের চিত্রের মত আসবে ।

এখান থেকে brows এ ক্লিক করে আপনার ছবি দেখি দিন । তারপর output image width / এবং height এর যায়গায় আপনার প্রয়োজনীয় মাপ টি লিখে দিন , তারপর send to image Embellisher এ ক্লিক করুন ।

এখন দেখুন নিচের চিত্রের মত পাবেন । সেখান download (image size) এ ক্লিক করুন । তাহলে একটি zip ফাইল ডাউনলোড হবে ।

zip ফাইল টাকে extract করলেই পেয়ে যাবেন আপনার স্পেশাল ইফেক্টস করা ইমেজ ।
Note: অতিরিক্ত বড় ছবিগুলোতে মনে হয় কাজ করে না , ১ মেগাবাইট এর উপরের ফাইল দিয়ে কয়েকবার চেষ্টা করেছি কাজ করে নাই ।

পূর্বে প্রকাশিত এখানে

Level 0

আমি সাদিক রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস