শর্টকাট ভাইরাসের সমস্যা সমাধান করুন cmd দিয়ে।

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

শর্টকাট ভাইরাস আক্রান্ত ডিভাইস ঠিক করুন cmd দিয়ে।।।

আজকাল শর্টকাট ভাইরাস খুব ভালো ভাবেই জালাতন করছে।usb তে কোন স্টোরেজ ডিভাইস প্রবেশ করালেই শর্তহীন ভাবে শর্টকাট ভাইরাস আপনার সব ফাইল ফোল্ডার গুলোকে নিস্বার্থ ভাবে নিজের মত শর্টকাট করে ফেলছে। আসুন দেখি এই বেচারাকে কি করা যায়।

প্রথমে আপনার পিসি থেকে cmd,run as administrator হিসেবে ওপেন করুন।এরপর আপনার এফেক্টেড ইউএসবির ড্রাইভ লেটার চমদ তে লিখুন।ধরুন যদি আপনার পেন্ড্রাইভ টি হয়ে থাকে G তাহলে cmd তে লিখুন g:

এর পর enter চাপ দিন।

cmd তে দেখুন g: এভাবে এসেছে।এরপর লিখুন আমি যেভাবে লিখছি:

attrib /s /d -r -s -h

এরপর enter চাপুন।

ব্যস হয়ে গেল কাজ।।এরপর দেখুন শর্টকাট ফাইল গুলো পেনড্রাইভের উপরে বা নিচে জমা হয়েছে আর মুল ফাইল গুলো ঠিক হয়ে গেছে।

বুঝতে কারো সমস্যা হলে কমেন্ট করে জানান।

Level 0

আমি ভূত মেঘ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

not available


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“প্রথমে আপনার পিসি থেকে cmd,run as administrator হিসেবে ওপেন করুন” dnt mind pls. ai kotha ta bujhlam na.

cmd এর উপর রাইট মাউস বাটন ক্লিক করলে run as administrator এর অপশন পাবেন