সম্পূর্ণ ফ্রিতে কথা বলুন শুধুমাত্র এন্ড্রয়েড অ্যাপস দিয়ে, তাও দেশের বাইরে যেকারো সাথে।

আপনি কি এন্ড্রয়েড ব্যবহারকারী?

তো আসুন একটা জিনিস শেয়ার করছি মানে একটা এপস।

এই অ্যাপস দিয়ে আপনি ফ্রিতে বিদেশে কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। 🙂

প্রতি মাসে ব্যবহার করতে পারবেন এটি আপনি তাও ফ্রিতে।

কীভাবে-

অ্যাপসটির নাম হলো DINGALING. প্লে ষ্টোরেই ফ্রী'তে পাবেন এপসটি। 🙂

এটি দিয়ে আপনি খুব সম্ভব মাসে দেড় ঘন্টা কথা বলতে পারবেন তবে একবারে কোন মোবাইলেই ১০ মিনিটের বেশী কথা বলা যাবে না।

এভাবে টোটাল দেশী/বিদেশী ল্যান্ড লাইন কিংবা মোবাইলে কথা বলতে পারবেন।

আপনার লিমিট শেষ হয়ে গেলে পরের মাসে আবার মিনিট পাওওয়ার কথা।

বেশী মিনিটের দরকার হলে ২/৩টা একাউন্ট খুলতে পারেন তবে সেক্ষেত্রে ২/৩ টা মোবাইল নাম্বার লাগবে।

বিস্তারীত তথ্য এই লিঙ্কে

সুত্রঃ টিউনার প্রবাসী (রওনোক আলি খান ভাই)

আমি এবং আমার ব্লগিং ডায়েরী

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই । খারাপ না। ব্যাবহার করার ইচ্ছা আছে

ডাটা কিরকম কাটে ?

ভাই ফ্রি কল করা যায় না তো ! নাম্বার দিয়ে Free call বাটনে ক্লিক করলে “Sorry, this number is not eligible for free calling.” এই মেসেজ দেয় ! 🙁

Bangladesh allowed na

বাংলাদেশ সেৌদি আরব ও আরব আমিরাত চেষ্টা করিয়াছি। হয়না। Sorry, this number is not eligible for free calling.” এই মেসেজ দেয় !