মাত্র ১/ ১.৫০ টাকায় সুন্দর ও ঝকঝকে ফটোকপি করে নিন ৪ কপি ন্যাসনাল আইডি কার্ড।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ও ভালো। আবার আপনাদের সামনে হাজির হলাম চরম এক আইডিয়া নিয়ে। যারা জানেন না তাদের জন্য। আর যারা যানেন তারা এরথেকে দূরে থাকাই ভালো।

আমাদের সাধারনত নানান কাজে ন্যাশনান আইডি কার্ডের ফটোকপি দরকার হয়। আজ কাল সাধারনত যে কোন কাজেই এর দরকার পরে। আর এই সুযোগে ফটোকপির দোকানদাররা মাত্র ১ কপি আইডি ফটোকপি করতে ২-৩ টাকা পর্যন্ত নেয়। আমার এখানে বগুড়াতে তো দোকানে পোষ্টার লাগিয়ে রাখে ভোটার আইডি প্রতি কপি ৩ টাকা।

তো যাই হোক আসুন আজ দেখেনেই কিভাবে আমরা মাত্র ১-১.৫ টাকায় ৪ কপি ভোটার / ন্যাশনাল আইডি ফটোকপি করে নিব।

কাজের ধারা

  1. প্রথমে ক্যামেরা / স্মার্ট ফোনের ক্যামেরা বা যে কোন ক্যামেরা ওয়ালা মোবাইল দিয়ে আপনার আইডির সমন ও পিছনের ছবি তুলে নিন। আপনি চাইলে স্ক্যান করেও নিতে পারেন।
  2. এরপর ছবি গুলো কে ফটোসপে নিয়ে হাইট 2.1 ইন্চি ও ওয়াইড 3.2 ইন্চি মাপে সুন্দর ভাবে কেটে নিন। নিচের চিত্র দেখুন
  3. এবার নিচের চিত্রের মত Image-Adjustment-Hue Select করুন
  4. নিচের মত Hue থেকে Saturation -100 করে দিন এতে ছবিটি সাদা কালো হবে
  5. এবার নিচের মত Image--Adjustment--Selective Color থেকে Color এ গিয়ে Neutrals সিলেক্ট করুন ও  Black এর মান ধীরে বাড়াতে থাকুন ও প্রয়োজন মত বাড়ান।
  6. পিছনের পার্টে শুধু  Image--Adjustment--Selective Color থেকে Color এ গিয়ে Black সিলেক্ট করুন ও  Black এর মান ধীরে বাড়াতে থাকুন ও প্রয়োজন মত বাড়ান
  7. আপাতত ছবির কাজ শেষ এবার File হতে New সিলেক্ট করুন Preset হতে A4 পেজ  নিয়ে নিন ও আপনার আইডির সামনের ও পিছনের পার্ট Move Tools সিলেক্ট করে + Ctrl+Alt ও মাউসের Left Baton ব্যবহার করে নিচের মত করে সাজিয়ে নিন।
  8. এবার আপনার এই ফাইলকে JPEG ফরমেটে সেভ করে যে কোন কম্পিউটারের দেকান বা নিজের প্রিন্টার হতে প্রিন্ট করে নিন ও পরবর্তি সময়ে মাত্র ১ টাকায় এই মাস্টার প্রিন্ট হতে ৪ কপি ন্যাসনাল আইডি PhotoCopy করুন।

প্রক্রিয়াটি কেমন লাগল টিউনমেন্ট করে জানাতে ভুলবেন না।

বিদ্রঃ যাদের কম্পিউটার নাই তারা আমাকে আপনাদের আইডির ছবি তুলে ফেসবুকে মেসেজ করে পাঠাতে পারেন আমি আপনাদের এভাবে বানিয়ে পাঠিয়ে দিব। তবে ছবির মান যেন ভালো হয় চাইলে মেইলেও দিতে পারেন।

ফেসবুকে আমি , এখানে আমার সকল আপডেট পাবেন

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বুদ্ধিটা মন্দ না ।

    @alihasan045: আসলেই মন্দ না অনেক সাস্রয় আমি একই ভাবে ৭ টাকায় ৬টি পাসপোর্ট ও ৫ টি স্টা্যাম মোট ১১ টি কালার ছবি প্রিন্ট করতে পারি।

Level 0

bhaire jodi paren amake ekta blank bhotar id card dan without name adress…..

    @HERO RASEL: কিছু মনে করবেন না ভাইয়া আমার কাছে ব্লাংক আইডি কার্ড পি এস ডি ফাইল আছে কিন্তু এটা করা একধরনের জালয়িাতি তাই আপনাকে দিতে পারলাম না স্যরি

কাজের পোষ্ট।শেয়ার করার জন্য ধন্যবাদ।।।

pROJECT টা ভাল ।

Level 0

বুদ্ধিটা খারাপ না ভাইয়া। তবে যাদের কম্পিউটার নেই। তাদের কী হবে? আর যদিও বা থাকে অথবা আপনার পদ্ধতি অনুসরন করে প্রিন্ট করে তাহলে ৫-১০ টাকা খরচ হবে। কিছু মনে করবেন না ভাই আমি একজন প্রফেশনাল টাইপিস্ট।

    @আলম: ভাইয়া প্রথম বার মাস্টার প্রিন্ট করতে আপনার ৫-১০ টাকা হয়তো লাগবে কিন্তু পরবর্তিতে ওই মাস্টার প্রিন্ট হতে প্রিন্ট করতে আপনার ১-১.৫ টাকা খরচ হবে ৪ কপি আইডির জন্য আমি ঠিক সেই বিষয়টাই বোঝাতে চেয়েছি

Level 0

darun .But 1st 10 theke 20lage

হাজার হাজার টাকা বেচে গেল। 😈

খুব ভাল লাগলো সাথে ফটোশপের ও একটা কাজ শিখলাম, ধন্যবাদ ভাই।

@Bootable Ishraque: বাচাটাই ভালো। আর আপনাদের টাকা বাচানোর জন্যই তো এই বুদ্ধি দিয়েছি

আমার কাছে ত ফটোশোপ নাই। এখন কি করব

নিজে একটি ফটোকপি মেশিন কিনেনিলে তো আর পয়সা খরচ হয়না। এক লক্ষ টাকা দিয়ে একটি ফটোকপি মেশিন কিনুন। আজাইরা পোস্ট, নাই কাজ তো খই ভাজ।