ইউটিউব অ্যাডসেন্স থেকে কীভাবে ইনকাম বৃদ্ধি করবেন। দিগুন করে নিন আপনার ইনকাম খুব সহজে। YouTube

যারা ইউটিউব থেকে অ্যাডসেন্স পেয়েছেন কিন্তু কীভাবে কী করবেন বুঝতেছেন না।

তারা প্রথমে আমার এই লেখাটা আগে পড়ে নিবেন।

YouTube অ্যাডসেন্স কিরকম ভাবে দেখায়-প্রথমই দেখুন নিচের স্ক্রিনশটে,

অ্যাডসেন্স তো পাইলেন এবার কি করবেন-

  • কপিরাইটমুক্ত ভিডিও অর্থাৎ নিজের তৈরি ভিডিও ছাড়া কখনো আপনার চ্যানেলে না রাখার চেষ্টা করুন।
  • ভালো ভিডিও এডিটিং সফটওয়ার ব্যবহার করুন এবং যথাসম্ভব ভিডিও আকর্ষণীয় করুন।
  • এবার চ্যানেলের প্রচার চালান। ফেসবুক, টুইটার, গুগল প্লাস সহ আরও বিভিন্ন ব্লগে। তবে সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করতে ভুলবেন না।

আপনার চ্যানেলকে কীভাবে জনপ্রিয় করবেন-

  • আপনার চ্যানেলের জন্য ভালো একটা লোগো এবং কভার ফটো তৈরি করুন। এটা চ্যানেলের ব্রান্ডিং এর জন্য দরকার।
  • আপনার তৈরি ভিডিও এর সাথে যায় এমন চ্যানেলে প্রচার করুন, কমেন্ট করুন।
  • বিভিন্ন ব্লগে রিলেটেড টিপস দিয়ে আপনার চ্যানেলের প্রচার চালান। (স্প্যাম করবেন না)
  • আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ান।
  • ভিডিও এমবেড করে আপনার ব্লগে, সোশ্যাল মিডিয়াতে প্রচার করুন।

সর্বোপরি এস,ই,ও এর সকল পদ্ধতি অবলম্বন করুন, আপনার চ্যানেলকে পরিচিত করতে।

বিশেষ নোটঃ নতুন আপডেট অনুসারে আপনি ইউটিউব থেকে অ্যাডসেন্স পেলে সেটা আমার নিজস্ব ব্লগে ব্যবহার করতে পারবেন না।

পড়ুনঃ আমরা বাংলাদেশীরা ব্লগিং এ ব্যর্থ কেন? 

এভাবে দারুন দারুন ব্লগিং এবং অ্যাডসেন্স টিপস সহ আরও টেক আপডেট নিন ফেসবুক এই পেজে লাইক দিয়ে। 🙂

কপিরাইটঃ টেকটিউনস এবং আইটি সরদার ডট কম 

ধন্যবাদ সবাইকে।

শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx.. vaia er porer tune ki ei niea pabo?

    @bkash: ভিডিও আরও সুন্দর করা উচিত। কলকাতা শহর তো আরও সুন্দর, নাকি? 🙂

ভালো লিখছেন। তবে ইউটিউব Adsense কি কোন ব্লগে ব্যবহার করা যাবে???

ভিডিও কী ইংরেজিতে তৈরি করতে হবে..? ভিডিওতে নিজের ব্লগ বা কোন সাইটের নাম লেখা যাবে কীনা, ভিডিওতে নাম লেখার কয়েকটি সফটয়্যার এর নাম বলুন।

    @মাহমুদ কলি।: বাংলাতেও সমস্যা না, যতটুকও জানি। Windows Movie Maker. 🙂 অন্য আরও আছে।

একটা ইউনিক ভিডিও আপলোড করে রাখছি আমার চ্যানেলে। এখন কি অ্যাডসেন্স পাবো ভাই?

    @ব্লগার মারুফ: আরও ২/৩ টা করে তারপর আপ্লাই করো, তাহলে নিচ্চিত পাওয়া যাবে। না হলে ঝামেলা করবে। 🙂

মোবাইলে YouTube-এর AdSence বিজ্ঞাপন দেখানোর কি কোন Way আছে? থাকলে সেটা কিভাবে?

    @Al-Imran Akanda: মোবাইলে YouTube-এর AdSence দেখায় কিভাবে পরে জানতে পারলে, জানানোর চেষ্টা করবো।

this feature is not available in your country,এই লেখা আসে, কিভাবে করব ভাই?