কম Broadband স্পীড কে বারিয়ে নিন (Without Hacking) Firefox Incluted

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আসা করছি ভাল আছেন।
এ পোস্ট এ আমার অডেস্ক নিয়ে লেখার কথা ছিল।সময় স্বল্পতায় না পারার কারনে দুঃখিত।
আমরা যারা কম Broadband স্পীড [১২৮/২৫৬ kbps] ইউস করি তাদেরকে যে কতো চুলছেরা কষ্ট পোহাতে হয় সেটা আমি ভালো করেই জানি। তাই আপনাদের জন্ন আজ নিয়ে এলাম একটি ট্রিক যা দিয়ে লিগালি Without Hacking স্পীড বাড়াতে পারবেন। Lets Boost Your Internet including Firefox
শুরু করা যাক ।
১)
xp হলে  Network Connection থেকে আপনার LAN connection এর properties এ যান ।
Windows 7 হলে Open network and sharing center থেকে আপনার LAN এর properties এ যান।
২)   Xp হলে  TCp/IP তে যান
Windows 7 হলে  IpVp4  এ যান
৩)            DNS: 208.67.222.222
 Alternative DNS: 208.67.220.220
আশা করি এতে করে আপনার স্পীড কিছুটা বাড়বে।
এবার আসি ব্রাউজার অপ্টিমাইজিং এ।
১)Firefox ওপেন করুন
২) Search Address এ লিখুন about:config
৩) continue  দিন।
 যে পেজ টি আসবে তাতে একটি Search box পাবেন।
ওখানে নিম্নলিখিত কাজ গুলো করুনঃ
১) network.http.pipelining  কে “true” তে সেট করুন।

২) network.http.proxy.pipelining কে “true” তে সেট করুন।

৩) network.http.pipelining.maxrequests কে 30  তে সেট করুন।
৪) Right ক্লিক করে new > integer  এ যান  নাম দিন nglayout.initialpaint.delay
ভেলু দিন ০।
আপনার ব্রাউজার অপ্তিমাইসড। Boosted

আরও স্পীড পেতে ফায়ারফক্স এর Speed dns 2 এড-অন্স টা ব্যাবহার করতে পারেন।

কোন প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন।

প্রথম প্রকাশিত http://www.truetechbd.blogspot.com  এ।

আমি ফেসবুক এ https://www.facebook.com/hridoy.khandakar1

Level 0

আমি হৃদয় খন্দকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

windows 8.1 e kaj kobe na

    Sorry.Netx a ei bishoye kichukorar cheshta korbo…. bt Firefox kaj korbe.

আমার ভালই স্পীড বাট লিমিটেড,
আচ্ছা অন্যের ব্রডব্যান্ড ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কি নিজে ইউজ করা যায় ?

    @SAHEB BISWAS: না নিজে ইউস করতে পারবেন না! তবে আপনি ও যদি ব্রডব্যান্ড ইউসার হয় তাহলে অন্যের ম্যাক এড্রেস ও আইপি এড্রেস দিয়ে ব্যবহার করতে পারবেন!

    @SAHEB BISWAS: If Provider gives you a dial up connection then you wont be able to use others ip.