আমরা প্রতিনিয়ত এখন ভিডিওর প্রতি আবেগপ্রবন।
কিন্তু এই ইউটিউব, ফেসবুক বা অন্য ভিডিও শেয়ারিং সাইট থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায় না।
যে কারণে আমরা IDM বা অন্য সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু তাতেও ঝামেলা মুক্ত না আমরা।
সেজন্য ভিডিও ডাউনলোডের এই জনপ্রিয় অ্যাড-অনস টা ব্যবহার করে দেখুন, কতো সহজে এক ক্লিকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন।
এটা দিয়ে আপনি ভিডিও কনভার্টও করার সুযোগ পাবেন।
বি.দ্র- এটা মজিলা ফায়ারফক্সে ভালো চলবে।
তারপরও সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।
সব সময় টেকের সাথে আপডেট থাকুন ফেসবুক এই পেজে লাইক দিয়ে এবং এরকম আরও জটিল ব্লগিং টিপস পাবেন এই ব্লগে। 🙂
ধন্যবাদ সবাইকে।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
ধন্যবাদ, খুব এ কাজের