আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ এ বহন করুন তিনগুন ডাটা

হাঁ ঠিক ই দেখেছেন। আজ আমি আপনাদের কাছে এমন একটি টিপস শেয়ার করব যার মাদ্ধমে আপনি আপনার ৪ জিবি মেমোরি কার্ড/পেনড্রাইভ এ ৪x৩=১২ জিবি, ৮ জিবি মেমোরি কার্ড/পেনড্রাইভ এ ৮x৩=২৪ জিবি, ১৬ জিবি মেমোরি কার্ড/পেনড্রাইভ এ ১৬x৩= ৪৮ জিবি অর্থাৎ আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ  এর ধারন ক্ষমতা শক্তির তিন গুন বেশি ডাটা বহন করতে পারবেন।

নেটে মেমোরি কার্ড/পেনড্রাইভ এর স্থান বৃদ্ধি করার অনেক সফটওয়ার পাওয়া যায়। যে গুল দ্বারা শুধু দেখতে পাওয়া যাই যে জাইগা বৃদ্ধি হয়েছে কিন্তু ডাটা পরিবহনে সক্ষম হয় না।

যাই হোক এবার তাহলে চলে যাই আসল বিষয়ে। আপনাকে যা যা করতে হবে তা তা আমি কয়েকটা ধাপে নিচে দেখালাম।

১/ আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ টি কে প্রথমে NTFS এ ফরম্যাট করে নিন। তারপর আবার FAT-32 এ ফরম্যাট করুন।

২/ এবার আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ টি তে ডাটা লোড করুন ফুল করে।

৩/ মেমোরি কার্ড/পেনড্রাইভ টি ফুল হয়ে গেলে সব ডিলিট করে দিন। [মনে রাখবেন ডিলিট করতে হবে ফরম্যাট না]

৪/ এই ভাবে তিনবার ফুল করে লোড করুন এবং সব ডিলিট করুন।

৫/ এই বার 7 Data Card Recovery নামক সফটওয়ার টি ডাউনলোড করুন। এবং ইন্সটল করুন।

৬/ এইবার সফটওয়ারটি ওপেন করলে ঠিক এই রকম উইন্ডো আসবে।

৭/ এখানে আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ টি নির্বাচন করে নেক্সট বাটন ক্লিক করুন। এবং স্ক্যান শুরু করুন। স্ক্যান করা শেষ হলে আপনার সব ফাইল গুলো দেখতে পাবেন। এইবার সব নির্বাচন করে সেভ দিন।

[টিউন টি ১০০% পরিক্ষিত, আমি নিজে চেষ্টা করেছি এবং সফল হয়েছি। কারো কিছু বলার থাকলে বা সমস্যা হলে টিউমেন্ট করুন]

ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী টিউনে। সেখানে নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব।

HD মুভি, ১০৮০p HD ভিডিও, ১০৮০p ওয়ালপেপার ডাউনলোড করার জন্য আমার সাইট টি ঘুরে আসতে পারেন, আসা করি মন্দ লাগবে না।

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল আইডিয়া

সত্যি ? বিশ্বাস হয় না !

চেষ্টা করে দেখি । কাজ করে কিনা ?

অনেক সময় রিকভার করলে ডাটা ব্যাড ফরম্যাট হয়।। ফাইল গুলা ভেংগে ভেংগে যায়।। এরকম কোন সমস্যা হবে না তো?

Vai recently amar memory card ta format hoe gese. ai software die ki format data recovery korte parbo?? or apnar kase ki format memory recover ar kono software ase?? pls janale khushi hotam

    @হাসান: Ha Vaiya Ei Software Diye Apni Apnar Harano Data Gulo File Pete Paren… Asha Kora Jai Shudhu Format Hoya Gulo Na Sathe Apni Je Gulo Isccha Kore Delete Korecen Tao Fire Paben.

ওই মিয়া ফাইজলামি করেন. এই সব আজে বাজে ভূয়া পোষ্ট টেকটিউনস এর এডমিন দের নজরে পড়ে না? চেক করেন মিয়া, যে ভাববে লিখলেন ঠিক সেভা্বেই করলাম কিন্তু, যখন সেইভ এ গেলাম তখন দেখলাম Memory 2 জিবি ঠিকই দেখায়, Save দিতে গেলাম তখনই বলে যে 3 GB লাগবে, অন্য Drive সিলেক্ট করতে বলে, তাহলে লাভ কি হইল স্পেস ৩ গুন কই??? ১ গুন ই তো হলোনা, আবার ৩ গুন এইসব আজে বাজে টিউনস আর পোষ্ট করবেন না। https://dnc.techtunes.io/tDrive/tuner/natboltu.com/320021/v.png

অবিশ্বাস্য … রিকভার করা ফাইল গুলা কাজ করে ত? কাজ না করলে ট্রিক টা কোন্ন কাজে আসলনা।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    @আইজ্যাক নিউটন: Bro Must Kaj Korbe … Tobe Ha Kicu Kicu File Ektu Problem Korte Pare But 95% Sontos Jonok Result Paben Asha Kori.

    @আইজ্যাক নিউটন: অবশ্যই কাজ করে। আমি আমার ৮ জিবি মেমোরি এর ডাটা হাইড হয়ে যাবার পর একটি ডাটা ফাইল রিকভারি দিয়ে সার্চ করার পর প্রায় ২০ জিবি ডাটা পেয়েছিলাম। যা এর পূর্বে ভিবিন্ন সময়ে ভালো না লাগায় ডিলিট করেছিলাম।

ভাই আমার ল্যাপটপ ফরম্যাট হয়ে গেছে ubuntu setup দেয়ার সময় । আমি কি এই softwae দিয়ে আমার ফাইল গুলো ফিরে পাবো । গেলে কেমনে জানাবেন প্লিজ ।

    @হারুন অর রশিদ: Actually Videos, Mp3 Gulo Valo Kore Pete Paren But Software Gulo Te Problem Thakte Pare. Tacara Mp4 File AVI, SWF, M4A Ittadi Format Hoye Pete Paren. Video File Format Change Hoye Jete Pare. Rar Kora File Extract Na Hote Pare. Ei Software Ti Muloto Memory Card/ Pen Drive Recovery Korar Jonno Best.

ভাই আমার এখন ubuntu setup দেয়া আছে । আমি কি windows setup দিয়ে তারপর try করব ।

ভাই windows setup দেয়ার পর কি file gulo থাকবে ।

    @হারুন অর রশিদ: Thakar E Toh Kotha… Karon OS Poriborton Korle Shudhu C Drive Tai Format Hoi Aj Shob Drive Toh Thik E Thake…. May Be File Gulo Thakbe

ভাই আরো ভালো কোন data recovery soft কি আছে । নাকি এইতা দিয়েই চলবে ।

Level New

ভাই আমার একটু সন্দেহ আছে । আমরা যখন ডাটা স্টোরেজ থেকে কোন ডাটা ডিলিট করি তখন অপারেটিং সিস্টেম ফাইল গুলার মেমরি অ্যাড্রেস শুধু ডিলিট করে দেয় কিন্তু স্টোরেজ এর ফাইল ইলেক্ট্রনিক সিগন্যাল গুলা ডিলিট করে না মানে ডাটা গুলা ইনস্টান্ট ডিলিট করে না । হ্যাঁ বলতে পারেন ডাটা গুলা যদি ডিলিট না করে তাহলে ফ্রি স্পেস দেখায় কেমনে ?? ওই যে বললাম ডাটার মেমরি অ্যাড্রেস ডিলিট করে আর এ জন্যই ফ্রি স্পেস দেখায় কিন্তু ডাটা গুলা থেকে যায় । কিন্তু আমি জানি যে ডাটা স্টোরেজ থেকে ডাটা ডিলিট করে নতুন ডাটা ঢুকালে পুরোন ডাটা গুলা আস্তে আস্তে রিপ্লেস হয়ে নতুন ডাটা গুলা যোগ হয় । এটা প্রথম বার ডিলিট করে দ্বিতীয় বার ঢুকানোর সময় ই ঘটে। কিন্তু আপনি বললেন ৩ বার ডিলিট করে আবার ৩ বার ঢুকাতে । লজিক তো বলে পুরনো ডাটার একটা কানা করি ও পাওয়া যাবে না । এটা কেমনে সম্ভব রে ভাই । আমার কথা ভাল লাগতে না পারে কিন্তু ডাটা স্টোরেজ আর অপারেটিং এই লজিকেই কাজ করে । আমি অবশ্য চেষ্টা করে দেখি নাই কিন্তু আমার লজিক বলে এটা অযোক্তিক ।

    @kamrul_pc: Dhonnobad Apnar Mulloban Motamot Prokasher Jonno. Actually Ami Jani Je Eta Kemon Kore Kaj Kore But Apni Try Kore Dekhte Paren.. Asha Kori New Kono Oviggota Hote Pare..

    Thanks Again.

ভাইয়া আমি তো কিছুই বুঝলা না । 4 জিবি মেমোরি 12 জিবি হব ??

আমি তো জানি মেমোরি কার্ডের জায়গা, নির্ভর করে তার স্টোরেজের উপরে, এখানে সিস্টেম কি করবে, আর যাই হোক আপনি যে পদ্ধতি বলে দিয়েছেন তা দিয়ে কাজ হচ্ছে কিন্তু কখন কি ট্রাই করেছে অন্যেক কম্পিউটারে সেই পেন্ডাইভ এর সব ডাটা কাজ করবে কি না,

সবাই কে বলছি অন্যের পিসি যখন পেন্ড্রাইভ ঢুকাবেন তখন দেখবে ফাইলগুলো সব আছে কিন্তু ওপেন হচ্ছে না।

    @আব্দুল্লাহ আল বাকী: Na Bro..! Apnar Kothai Ekmot Hoite Parlam NA.. Ami Nije Try Koreci .. Amar Friend Er PC Theke Ei Poddhotite Data Niye Amar Laptop E Recover Korci. 95% File Workable Cilo.. OK,, Apni Try Kore Dekhte Paren.

ওরে ভাই। কন কি। এক্ষুণি দেখতাছি।

তাহমিদ বোরহান bro.. ami sob kico thik vabe korci..21gb hoice kinto save e ok dile reg korte bole …plz halp me

আমার মনে হচ্ছে শিরোনামের সাথে কনটেন্ট তালগোল পাকিয়ে ফেলছেন। ডাটা রিকভারী সফট দিয়ে কার্ড/পেন ড্রাইভ এর ডাটা রিকভার করা যায়। এটা সত্য কথা। আপনি দিয়েছেনও ডাটা রিকভার সফট এর লিংক। তাহলে ৩গুণ স্পেস বাড়ল কিভাবে? সেটা কিন্তু আমার বোধগম্য হ্য়নি।

তাহমিদ বোরহান ভাই 7-data card recovery er activetion key ta dite parben?

আমার দুই তিন জন বন্ধুর ডাটা রিকভারী করে দেয়ার অভিজ্ঞতা থেকে বলছি, ভরসা নেই। হয়তো দেখা যাবে,সবই গেলো। এমন টা হয়, কিছু ফাইল আছে ,আপনি এখনই ডিলিট করে রিকভারি সফট দিয়ে সার্চ দেন, ফাইল খুযে পাবে,বাট সেখাবে রিকভারি করা যাবে না,এমন কি ৩/৪ টা সফট দিয়া স্ক্যান করেন,সেম অবস্থা,

Vai android mobile niye khub bipod a asi,jai download dei aage set a jay pore memory te nite hoy,ai vejal theke mukti pawar jonno set root korlam r apps2sd pro install korlam tao problem royei gelo,kono shomadhan ki ase apnar kase?