ফ্রি কল করুণ যেকোণ দেশে, ব্যালেন্স থেকে কোণ টাকা কাটবে না

আসসালামু আলাইকুম বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আজ আপনাদের জানাবো কিভাবে যেকোণ দেশে যেকোন নাম্বারে ফ্রি কথা বলা যায়, ব্যালেন্স থেকে কোণ টাকা কাটবে না।  

প্রথমে আপনার Android বা i-phone ফোন খানা হাতে নিন। ডাটা কানেকশন অন করুন। এখন Play Store বা App Store এ ঢুকুন তারপর সার্চ অপশন গিয়ে (Libon) লিখে সার্চ করুন। দেখবেন একটি এপস আসবে সেটি Download করে ইন্সটল করুন। ইন্সটল করা শেষ হলে Apps টি ওপেন করুন। নিচের ছবির মত আসবে।

এখন আপনার নাম এবং নিজের মোবাইল নাম্বার দিয়ে continue তে ক্লিক করুণ এখন আপনার নাম্বারে এস এম এস মাধ্যমে একটা কোড আসবে কোডটি দিলে একাউন্ট এক্টিভ হবে। নিচের ছবির মত।

একাউন্ট খোলা শেষ হলে এখন ইচ্ছামত যেকোণ নাম্বারে ফ্রি কথা বলুন।

বিঃ দ্রঃ যাকে ফোন করবেন তার ফোনে এই Apps টি না থাকলেও হবে। এককথায় তার সাধারন ফোন হলেও ফ্রি কল যাবে। একটা সিম থেকে ১ঘন্টার বেশি কথা বলতে পারবেন না। আর কথা বলার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে।

-রূপচর্চা, রান্না-বান্না, সাজগোজ, স্বাস্থ্য-সেবা মূলক টিপস পেতে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন ভিজিট করতে > এখানে ক্লিক করুন <

উপকারে আসলে আমার সাইটে ভিজিট করতে পারেন লিংকঃ http://shajghor.com/

Level 2

আমি খোকন আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

যাকে কল করবো তার ফোনেও কি এটা ইন্সটল থাকতে হবে?

    @2012kafi: যাকে ফোণ করবেন তার ফোনে কোন এপস/ইন্টারনেট কানেকশন থাকা লাগবে না। যাকে ফোণ দিবেন তার কাছে যেকোণ ফোণ থাকলেই হবে।

vai problem ekta, jake call dei se thik moto kichui bujhte pare na, apnar no den ami call deicchi bujhte parben, ki obosta @ khokon vi

    @জাহিদ অনিক: ভাই
    আপনার এই সমস্যা টা হইতেছে আপনার ওখানে ইন্টারনেটের স্পিড মনে হয় খুব কম।
    যেখানে ইন্টানেটের স্পিড কম সেখানে এই সমস্যা টা হবে।

ভাই আপনি লিখছেন যে প্রতিদিন ৬০ মিনিট কথা বলাযায় প্রতিদিনই কি একটা একাউন্ট থেকে ৬০ মিনিট কথা বলা যায়?????????????

    @আশরাফুলকবির মামুন: ভাই
    প্রতিদিন একটি সিম থেকে ৬০মিনিট কথা বলতে পারবেন।

খোকন ভাই আপনি আমাদের কে যেই এ্যাপস টির সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন।প্রতিদিন কি একই আইডি দিয়ে 60 মিনিট কথা বলতে পারব নাকি ডে বাই ডে আইডি পরিবর্তন করতে হবে । আপনাকে ধন্যবাদ।

    @মোঃ আলমগীর হোসেন:
    সরি আমি এই বিষয়ে সিওর না আমি আজকেই প্রথম এই এপস টি ব্যবহার করলাম কালকে কি হবে তা বলতে পারছি না তবে যদি না হয় তাহলে এপস টি আনইনেস্টল করে আবার ইনেস্টল করবেন এবং রেজিস্ট্রেশন করার সময় অন্য নাম্বার দিবেন তাহলেই আবার ৬০মিনিট পাবেন মানে আপনার যদি ১০টা সিম থাকে তাহলে আপনি পাবেন ৬০০মিনিট। একদিন আপনি ২৪টা সিম দিয়ে ২৪ঘন্টা কথা বলতে পারবেন। মানে ২৪বার রেজিস্ট্রেশন করতে হবে।

ভাই জানিনা কাল এবার ৬০ মিনিট পাবো কিনা তবে আজ পাইছি। ব্যাবহার করা শেষ। ধন্যবাদ আপনাকে এই সুন্দর আপ্স সম্পর্কে জানানোর জন্য।

Level 0

আমি এটা আরো আগেই ব্যবহার করেছি, একটা সিম থেকে ৬০ ‍মিনিট এর বেশি ফোন কল করা যাবে না 🙂
আর এই পোষ্টটি আরো দেয়া হইছে, তাই কষ্ট করে দেখে নিবেন একই পোষ্ট আপনি দ্বিতীয়বার করছেন কিনা !
ধন্যবাদ

    @নীল:
    ভাই আমার জানামতে এই এপস Libon সম্পর্কে এই প্রথম কোণ পোস্ট করা হইছে।

ধন্যবাদ

nice app ami use kori valo but 60 min ar beshi kono tricks thakle share korte paren…..

watch live tv www. wt24. blogspot. com

puarn jinis………… er ceye tw (text me) app e valo

Vai Apps Ta Besh Valo. Ei App Diye Number Hide Koreo Phone Kora Jai. Amar Kase Ekta Trick Ace Jar Maddhome Ami Any Local Number Use Kore Call Dite Pari. Jemon Ami Apnar Number Use Kore Je Kaoke Call Dite Parbo.. Amar Moteh Libon Best Calling App.

বড এই soft টি দিয়ে কথা out হই না কেন? plz যানা থাকলে বলবেন

Level 0

bhi koy use koran pura vuya apps…ar aga o aita nia tune hysa

ধন্যবাদ ৷ভাই আপনাদের ফেসবুক লিংকটি দেয়ার জন্য অনুরোধ করছি ৷
যাতে বক্তিগত ভাবে যোগাযোগ করতে পারি৷
অনুগ্রহ করে লিংকটা দিবেন ৷#তাহমিদ_বোরহান,#খোকন_আলম ৷