এখন ভুল বাংলা বানান সংশোধন করা যায় !!!

বাংলা বানান ভুল হয়না এমন মানুষ কয় জনই পাওয়া মুস্কিল ? একবার শুনেছিলাম পৃথিবীর কয়েকটি কঠিন ভাষার মধ্যে বাংলা ভাষা অন্যতম। তাই আজ আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করবো যা দ্বারা আপনি আপনার বাংলা বানান ভুল কমিয়ে দিতে পারেন। এই কাজটি করতে আপনার পিসিতে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড ২০১৩ ইনস্টল থাকতে হবে। ওয়ার্ড ১৩ না থাকলে নেট সার্চ করে বা বাজার থেকে লাইভ সিডি কিনে ইনস্টল করে নিন।

যেভাবে সম্পন্ন করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটিঃ

প্রথমেই এই লিঙ্ক থেকে ( http://www.microsoft.com/bn-bd/download/details.aspx?id=35400 ) আপনার ওয়ার্ড এর জন্য বাংলা টুলটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যারটি ইনস্টল করুন।
এবার পিসি রিস্টার্ট দিন।
পিসি রিস্টার্ট হয়ে গেলে ওয়ার্ড ১৩ খুলে বাংলা লিখতে থাকুন, কোন ভুল থাকলে তার নিচে একটি লাল দাগ দেখতে পাবেন নিচের ছবির মত করে।

 এখন ভুল বাংলা বানান সংশোধন করা যায়
বাংলা বানান ভুল হয়না এমন মানুষ কয় জনই পাওয়া  মুস্কিল ? একবার শুনেছিলাম পৃথিবীর কয়েকটি কঠিন ভাষার মধ্যে বাংলা ভাষা অন্যতম। তাই আজ আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করবো যা দ্বারা আপনি আপনার বাংলা বানান ভুল কমিয়ে দিতে পারেন। এই কাজটি করতে আপনার পিসিতে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড ২০১৩ ইনস্টল থাকতে হবে। ওয়ার্ড ১৩ না থাকলে নেট সার্চ করে বা বাজার থেকে লাইভ সিডি কিনে ইনস্টল করে নিন।

 

Level 0

আমি ফারদিন সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ok .thanks a lot .

কাজে লাগবে। ধন্যবাদ।

It’s working in microsoft office 2010 or not?