কিভাবে বুঝবেন আপনার Samsung মোবাইলটি Original কিনা

কেমন আছেন সবাই ? ভালো তো ? আমি সবসময় চেষ্টা করি আপনাদের সবচেয়ে ভালো পোস্ট উপহার দিতে।

আজকের পোষ্টটা আশা করি আপনাদের অনেক কাজে দিবে। তা হল আমরা অনেক সময় বুঝিনা এই যে Samsung মোবাইলটি কিনছি তা Original কিনা। আমাদের দেশে বেশির ভাগ মানুষই Samsung ব্র্যান্ড Use করে।

আর তাই এই টিউন।

যেভাবে বুঝবেন আপনার মোবাইলটা Original

১. প্রথমে আপনি আপনার ফোনে   *#0*# এই নাম্বার দিয়ে ডায়াল করুন।

২. তারপর আপনার ফোনে এই ধরনের একটা স্ক্রিন আসবে।

৩. এখন আপনি প্রত্যেক Option ক্লিক করে Test করে দেখতে পারেন। যদি প্রতিটি Option ঠিকমত কাজ করে তাহলে বুঝবেন আপনার মোবাইল Original.

এখানে সবচেয়ে বড় বিষয় হল এই যে যদি আপনি Sensor এ ক্লিক করেন তাহলে একটা স্ক্রিন আসবে  আর তার উপর হাত রাখলে আপনার মোবাইলের স্ক্রিন সবুজ হয়ে যাবে আর ভাইব্রেট করা শুরু করবে। তাহলে বুঝবেন আপনার মোবাইলটি Original ।

আমার একটি ব্লগ আছে । যদি আপনার একটু সময় হয় তাহলে ঘুরে আসতে পারেন এখান থেকে

আর এই ধরনের আরও আপডেট পেতে আমাদের সাথে ফেসবুকে থাকুন ।

Level 0

আমি Mizanur Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I think everything is possible if you want.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks but touch unsupported mobile gulo kivabe cheek korbo ?

Level 0

ধন্যবাদ . তবে http://www.imei.info এখানেও আপনি বুঝতে পারবেন.

Vaia actually apner ai code ta korean copy ta o kaj kora.Original Samsung bojar upai just “Odin Mode”

ধন্যবাদ ।