কম্পিউটারকে দ্রুত গতির করার কিছু কিলার টিপস

কেমন আছেন সবাই। নিশ্চই ভালো আছেন।

আমরা সবাই কম বেশি পিসি ব্যাবহার করি। আর এই পিসির মাধ্যমে অনেক কাজ করা হয়। অনেক সময় দেখা যায় কাজ করতে করতে কম্পিউটার ধির গতির হয়ে যায়। এতে আমাদের অনেক সময় তো নষ্ট হয়ই সাথে সাথে মাথার মেজাজ ও যায় চড়কে।

অনেকে আবার এই সমস্যা থেকে সমাধান পেতে অনেক ধরনের Utilities Software ব্যাবহার করে থাকে। কিন্তু এইসব Utilities Software ফুল Verson করে ব্যাবহার করতে হ্য়,এর জন্য অনেক ঝামেলা পোহাতে হয়।

আজ আমি আপনাদের কে দেখাবো কিভাবে খুব সহজেই কিছু টিপসের মাধ্যমে আপনার কম্পুকে রাখতে পারবেন সতেজ এবং গতিশিল

  • Ctrl+Alt+Delete চেপে Task Manager খুলুন,তারপর Processes-এ ক্লিক করলে অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন।
  • আর যদি ২নম্বর কাজটা করতে গিয়ে ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।
  • কম্পিউটারের র‌্যাম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়।
  • ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান।এখন Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন।
  • তবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যামের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র‌্যামের size-এর চারগুন দিলে ভাল হয়।
  • কন্ট্রোল প্যানেলে গিয়ে Add/Remove-এ ক্লিক করুন। Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন। Successful meassage আসলে Finish-এ ক্লিক করুন।
  • কিছুক্ষন পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন।এতে র‌্যামের কার্যক্ষমতা বাড়ে।
  • GO “ run “ – prefetch লিখে এন্টার করুন।( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন।
    GO “ run “ – temp লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
    GO “ run “ – %temp% লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
    GO “ run “ – recent লিখে এন্টার করুন। এখন রিসেন্ট ফাইল গুলো ডিলিট করুন

এইসব কাজ করার মাধ্যমে আপনি আপনার কম্পুকে অনেক ফাস্ট করতে পারবেন।
আজ তাহলে এখানেই শেষ করছি।

সৈজন্যঃ টেকিস্পট

Level New

আমি রিয়াদ ফারভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রিয়াদ ফারভি। আমার প্রোফাইলে আপনাদের স্বাগতম। আমার টিউনের মাধ্যমে আপনারা আপনাদের অনেক টেকি সমস্যার কিছুটা হলেও সমাধান পাবেন।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা প্রযুক্তি বিষয়ক ব্লগ আছে। নিয়মিত এই ব্লগে ভিসিট করে বিভিন্ন টেকি সমস্যার সমাধান নিতে পারেন। http://www.amartrick2all.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি হল ঠিক বুঝলাম । heading & post ARE DIFFERENCE ?

a REAL FUNNY……………………….

একটু এখানে নীতিমালা sHOW করছিল যাইহোক আগে জানা ছিল । THANKS

    @নীলোৎপল বেদী: দুঃখিত, প্রথমে পোস্ট পাব্লিশ না হয়ে নিতিমালা পাব্লিশ হয়েছিলো।
    যাইহোক ধন্যবাদ কমেন্ট করার জন্য

ভার্চুয়াল মেমোরি হিসেবে যদি আমি হার্ডডিস্কের একটি ড্রাইভ সিলেক্ট করি তাহলে কি কোন সাইড ইফেক্ট আছে?

Level 0

ভাই এক ক্লিকে ডিলিট হয় এরকম একটা সফ্টওয়্যার আছে।যদি কারো জানা থাকে তাহলে লিংক দিয়েন।

    @Ska91: আমার কাছে ছিল। ডিলিট হয়ে গেছে । আর আপনি যদি এইরকম কোন Softwer ব্যবহার করতে চান তাহলে আমি বলবো Ausologics Boost Speed ব্যাবহার করতে। এইটা পিসিকে অনেক ফাস্ট করে ।