এন্টিভাইরাস ছাড়াই দূর হবে অটোরান ভাইরাস

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন।আজকে আমি আপনাদের শিখাব কিভাবে এন্টিভাইরাস ছারাই দূর করবেন অটোরান ভাইরাস।প্রথম এখান থেকে Winrar ডাউনলোড করুন।

এবার ইন্সটল দিয়ে ওপেন করুন এবার পেন্ড্রাইভ পিসিতে কানেক্ট দিন।এখন উইনরার দিয়ে পেন্ড্রাইভে প্রবেশ করে Autorun.inf সহ যত ভাইরাস আছে সব গণহারে ডিলিট মারুন এবার হবে একটু কাজ.এখন আপনার পেন্ড্রাইভে একটা কাজ করতে হবে ফলে নতুন অটোরান ভাইরাস আর ইঞ্জেক্ট করতে পারবেনা।

Open Notepad And Write This Code

Code

  • md  C:\Autorun.inf
  • md  C:\অন্য ভাইরাসের নাম যদি থাকে
  • md C:\অন্য ভাইরাসের নাম যদি থাকে
  • md C:\অন্য ভাইরাসের নাম যদি থাকে

এবার C এর জায়গায় আপনার পেন্ড্রাইভের লেটার দিন যেমন (I,F,G)ইত্যাদি

এবার সেভ করুন AntiAutorun.bat নামে এবার এটা ওপেন করুন তাহলেই কাজ শেষ।

যেভাবে কাজটা হচ্ছে

এখানে আপনি পেন্ড্রাইভে যে Autoun নামের ফোল্ডার বানালেন এতে করে আর কোন নতুন অটোরান সেখানে রিপ্লেস করতে পারেন ফলে ভারাস মনে করে ওখানে সে আছে 🙂 ধোকা খেয়ে যায় আর এভাবে কাজটি শেষহয় আপনি চাইলে পেন্ড্রাইভে ঢুকে ফোল্ডারটি হিডেন করতে পারেন।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম।

আমি শিহাব সিজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ করবে তো ভাই?

এগুল কিন্তু অনেক সময় ঝামেলা করে । অনেক এন্তি ভাইরাস এগুল ভাইরাস হিসেবে ট্রিট করে ।