এবার Upload ছাড়াই ফাইল শেয়ার করুন অনলাইনে !!!!!

যারা প্রতিদিন বিভিন্ন কাজে নেট চালান তারা প্রায় অনেক ক্ষেত্রে বিভিন্ন ফাইল শেয়ার করে থাকেন । ধরা যাক আপনার কাছে একটি ফাইল আছে যার সাইজ হল প্রায় ৩০০ এমবি। এখন আপনার বন্ধু বা পরিচিত কেউ আপনাকে বলল যে তার সেই ফাইল টা এখনই লাগবে । ফাইল টা যদি তাকে আপনি অনলাইনে দিতে চান তাহলে ফাইল টিকে আপনার Upload করতে হবে যা অবশ্যই একটি  ঝামেলার কাজ কারন আপনাকে তখন কোন ফাইল Hosting সাইট এ সেটি আপলোড করে আপনার বন্ধুকে পাঠাতে হবে। আর যদি আপনার নেট এর স্পীড স্লো হয় তাহলে তো আর কোন কথাই নেই 😥

আপনাদের সাথে আজকে একটি সাইট শেয়ার করবো যেখানে আপনি ফাইল টিকে আপলোড না করেই আপনার বন্ধুর কাছে সেটি শেয়ার করতে পারবেন । সাইট টির নাম

http://www.justbeamit.com/

ফাইল টি আপলোড করার জন্য আপনাকে নিচের মত দেখানো জায়গায় ক্লিক করতে হবে কিংবা আপনি চাইলে ফাইল টিকে drag করেও নিয়ে আসতে পারবেন ।

এর পরে যে ফাইল টি আপলোড করতে চান সেটি select করুন

সাথে সাথে ফাইল টি চলে আসবে (without upload) . এবার নিচের মত "Creat link" এ ক্লিক করুন ।

দেখবেন একটি লিঙ্ক আসবে । এটাই আপনার কাংখিত লিঙ্ক । এখন ফাইল টি শেয়ার করার জন্য লিঙ্ক এ কপি করে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

এখানে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে তা হল ঃ-

১। ফাইল টি যত খন পর্যন্ত ডাউনলোড হবে ব্রাউজার টি ওপেন রাখতে হবে । কারন সেটা না করলে আপনার বন্ধু লিঙ্ক এ গিয়ে ফাইল টি পাবে না ।

২। এটি একটি ব্রাউজার টু ব্রাউজার ফাইল শেয়ারিং সিস্টেম । তাই আপনার ফাইল আপলোড ছাড়াই আপনি শেয়ার করতে পারবেন ।

সবাই কে ধন্যবাদ । বিদায় ।

Level 2

আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

just wow 😀

Level 2

ওয়াও

সেইরকম টিউন অনেক ধন্যবাদ আপনাকে 🙂

সত্তি অনেক উপকরা করলেন ভাই, জানতাম না এমনটি হয়,

সত্তি অনেক উপকার করলেন ভাই, জানতাম না এমনটি হয়,

অনেক ধন্যবাদ ভাই আসলে জিন্স তা অনেক উপকারে আসলো। অসংখ্য ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য

সবাই কে ধন্যবাদ কমেন্ট এর জন্য

জটিল

Level 2

বন্ধু যদি ডাউনলোড করে তাহলে আমার ডাটা ফুরাবে না?

না শুধু আপনার বন্ধুর data খরচ হবে । আপনাকে খালি ব্রাউজার তা খুলে বা মিনিমাইজ করে রাখতে হবে ।

Upload এর জন্যে আমার data খরচ হবে না ?

@নীলোৎপল বেদী না কোন ডাটা খরচ হবে না