এক PC থেকে অন্য PC তে ফাইল ট্রান্সফার করুন। তাও সরাসরি- লাইভ!

আজকে গ্রুপে একটা পোস্ট শেয়ার করতে যাচ্ছি ।পোস্টটা ফাইল শেয়ারিং নিয়ে ।আমরা অনেক সময় দুরের বন্ধুদের সাথে ছোট বড় অনেক ফাইল শেয়ার করতে হয় ।কিন্তু অনেকেই জানিনা যে শুধুমাত্র ইন্টারনেট ইউজ করে কোনো ফাইল শেয়ারিং সাইটে কোনো একাউন্ট ছাড়াই খুব সহজে ফাইল শেয়ার করা যায় । অনেক কথা হলো এবার আসল কথায় আসি ।প্রথমেইhttp://justbeamit.com এই সাইটে যান । এরপর Drag & Drop এর মাধ্যমে ফাইল সিলেক্ট করুন । কিছুক্ষনের মধ্যো একটা লিঙ্ক তৈরি হবে । এই লিঙ্কটা বন্ধুর কাছে পাঠান ।

 

আপনারবন্ধু এই লিঙ্কটা দিয়ে ফাইলটি ডাউনলোড করতে পারবেন । আর একটা কথা যতক্ষন না ফাইল ডাউনলোড কমপ্লিট হয় ততক্ষন অনিচ্ছা সত্বেও আপনাকে পিসি অন রাখতে হবে । সর্বোচ্চ ৫০০ মেগাবাইট ফাইল আমি এইভাবে শেয়ার করছি ও আমার জানামতে এইটা ইন্টারনেট স্পীড এর উপর ভিত্তি করে অনেক বড় ফাইল শেয়ারিং সম্ভব ।

ধন্যবাদে,

জাদুকর (রাজু)

আমার পেজটা ঘুরে আসার আমন্ত্রণ রইলো!

টিপস,ট্রিক্স! আর জমিয়ে আড্ডা দিতে এই গ্রুপ এ জয়েন করুন 

Level New

আমি জাদুকর (রাজু)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই প্রযুক্তি প্রেমী... আমি প্রযুক্তির সাথে থাকতে এবং প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে খুব ভালবাসি... ভাল লাগে নিজে জানতে এবং অন্যকে জানাতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো তো!! ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

ভাই কম্পিউটার এর নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং অপশন এর মাধ্যমে ফাইল কি ভাবে পারা পার করা যায় ?বিস্তারিত বললে উপকৃত হতাম ।