ফেসবুক ফটো ভেরিফিকেশন কেন হয় ???? না জানলে জেনেনিন !

আসসালামুআলাইকুম । কেমন আছেন সবাই ?
দিন দিন ফেসবুক ব্যাবহার কারি বাড়তাছে দেশে এবং আইডি সঠিক ভাবে ব্যাবহার না করার কারনে আইডি গুলা ফটোভেরিফাইয়ে পড়তেছে , অনেকের আইডি হারিয়ে চোখে আন্ধার দেখেন অনেকে নিজে ঠিক করতে পারেন না তাই অন্যকে দিয়ে টাকার মাধ্যমে ঠিক করান ।
এখন কাজের কথায় আসি কেন আইডি ফটোভেরিফাইয়ে পড়ে ।

আমরা অনেকেই মনে করি কেউ ট্যাগ করলেই আইডি নষ্ট হয়ে যায় বা কেউ ট্যাগ করার কারনে এই বোঝি আমার সাধের আইডি ফটো ভেরিফাই এ পড়ে যাবে । আসলে কেউ আপনাকে ট্যাগ করলে আপনার আইডির কোন ক্ষতি হবেনা । তবে হ্যা যে আপনাকে ট্যাগ করতেছে অতিরিক্ত আইডি ট্যাগ এর কারনে তার আইডি ফটো ভেরিফাই এ পড়তে পারে ।

কি কারনে আইডি ফটো ভেরিফাই এ পড়ে ?

অনেক কারন তবে তার মধ্যে উল্যেখ যোগ্য কারন গুলা আমি নিচে বলে দিলাম ।

১/ অতিরিক্ত ফ্রেন্ড রিকুয়েস্ট ।
২/ অতিরিক্ত আইডি ট্যাগ ।
৩/ অতিরিক্ত স্প্যামিং ( লিঙ্ক শেয়ার )
৪/ একসাথে একের অধিক পিকচার আপলোড ।
৫ / মেসেজে অতিরিক্ত পিকচার সেন্ড করা ।
৬/ অশ্লীল টিউমেন্ট করা ।
৭/ ফ্রেন্ড লিস্টের বাহিরের কাউকে অতিরিক্ত মেসেজ দেওয়া ( যদি সে মেসেজের রিপ্লাই না দেয় সমস্যা মেসেজ এ রিপোর্ট করলে চোখে আন্ধার দেখতে হবে আপনাকে  )

এ ছাড়া আরো কারন আছে যা মনে পড়তেছেনা ।

করনীয়ঃ-

  • অতিরিক্ত ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো থেকে বিরত থাকুন
  • ট্যাগ করবার সময় এক নাগাড়ে ট্যাগ করা থেকে বিরত থাকেন কারন আপনার অতিরিক্ত ট্যাগ অন্যের বিরক্তির কারন । সে আনট্যাগ করার সময় রিপোর্ট করলেই বাঁশ ।
  • ফটো আপলোড দেন তবে একটা বা দুই টা একদিনে অধিক ফটো আপলোড আপনার আইডির জন্য ক্ষতিকর । মেসজে ফটো আপলোড দেন তবে তা সীমিত , অতিরিক্ত ফটো আদান প্রধান করবেন আইডি কখন নষ্ট হবে বলতেই পারবেন না মনে রাইখেন জয়বিডির কথা ।

এবার যারা আইডি ফটো ভেরিফাই এ পড়বে বলে কেউ ট্যাগ করার পর রেগে আগুন হয়ে যান তাদের জন্য । আপনাকে এক দিনে কেউ যদি ১০১ টা ট্যাগ করে তারপরো আইডি ফটো ভেরিফাই এ পড়বে না । ফটো ট্যাগ করলে আপনার জন্যই ভালো কারন যদি কেউ ট্যাগ না করে আপনার আইডি ফটো ভেরিফিকেশনে পড়লে উদ্ধার করবেন কিভাবে ? যখন দেখা যাবে আপনার আইডি ফটো ভেরিফাইয়ে পড়েছে তখন ঠিকি পিকচার দিবে আপনাকে ফটো ট্যাগ মিলানোর জন্য ।

কিন্তু ট্যাগ না থাকলে উলটা পালটা ছবি দেখাবে তখন ট্যাগ মিলিয়ে আপনাকে আইডি উদ্ধার করতে হলে প্রায় অসম্ভব কে সম্ভভ করতে হবে ।
যতই ট্যাগ মিলাতে চেস্টা করেন আইডি ওকে হবে না বারবার শুধু ভুল বলবে । তাই কিছু ট্যাগ রাখা ভালো । তবে এক্ষেত্রে অনেক সময় আইডি এমনিতেই ঠিক হয়ে যায় কয়েকবার গুঁতাগুঁতির পর ।
তবে ১০০% নিশ্চয়তা দিতে পারলাম না ।
একবার আইডি ভেরিফাই করে ফেললে খুশিতে বাকবাকুম করবেন না কারন অপব্যাবহার এর কারনে আবার আপনার আইডি ফটোভেরিফাই এ পড়বে ।
প্রথম দিকে হয়তো কয়েকবার নাম্বার ভেরিফাই চাইতে পারে কিন্তু পরে আব্বার ঠিকি ফটোভেরিফাই এ পড়ে যাবে আইডি ।
ফটো ভেরিফাইয়ের কারন গুলা বলে দিলাম মেনে চললে আমি শিওর আপনার আইডি এ জীবনে ফটো ভেরিফাইয়ে পড়বে না ।

এটি আগে এখানে প্রকাশিত হয়েছিল ।

সময় পেলে আমার Android Blog থেকে ঘুরে আসতে পারেন ।

ফেসবুকে আমি

 

Level 0

আমি শাহরীয়র শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন করছেন, thank you

Level 0

Bhai, tag ki?

Level 2

It’s Nothing For me

ধন্যবাদ ৷ফটোভেরিফিকেশন আইডি খোলার সহজ কোন নিয়ম থাকলে বলার অনুরোদ করছি ৷

দারুন মজা পাইলাম ভাই,হা হা হা…..।।তার সাথে নতুন কিছু জানলাম।ধন্যবাদ।