একটা পাসওয়ার্ড মনে রাখুন। আর বাকি সব গিলে ফেলুন!!

আধুনিকতা আর ইন্টারনেট এর ছোঁয়ায় আজ আমরা ভার্চুয়াল জগতে বাস করি। ইন্টারনেট এর এই দুনিয়ায় আমরা অনেক সাইট এ ভিসিট করি। আর এই হাজারো সাইট এর মাজে কিছু কিছু সাইট এ আমরা রেজিস্ট্রেশান করি। একি পাসওয়ার্ড ইউস করে হ্যাকার এর খপ্পরেও পরতে হয়। আর ভিভিন্ন ভিভিন্ন পাসওয়ার্ড ইউস করলে তা মনে রাখা কষ্টকর হয়ে যায়।

কিন্তু এমন একটি সফটওয়্যার অথবা প্লাগিন যদি থাকতো জা দিয়ে সব পাসওয়ার্ড সেভ করে রাখা যায়। এবং প্রয়োজন এ তা আপনা আপনি ব্যাবহার হয়ে যায় তাহলে কেমন হয়?? সত্যি খুব ভাল হয় তাই না? হুম ! আজ আমি এমন ই একটি দরকারি আর কাজের সফটওয়্যার নিয়ে আলোচনা করবো।  সফটওয়্যার টির নাম হলো Lastpass. নাম সুনেই খানিকটা ধারনা পাচ্ছেন তাই না?

lastpass এ রেজিস্ট্রেশান এর পর শুদু অই পাসওয়ার্ড টা মনে রেখে বাকি সব পাসওয়ার্ড ভহুলে গেলেও চলবে। কারন যেখানে যেখানে আর যে সাইট এ আপনার লগিন এর প্রয়োজন পরবে lastpass তা নিজে থেকেই করে নিবে। আপনি শুদু সাইট এ দুকবেন আর লগিন অই সফটওয়্যার টা নিজেই করে নিবে, আপনাকে আর আলাদা করে user name and password দিয়ে লগিন করা লাগবে না।

ধরুন আপনি টেক টিউন এ ঢুকলেন এখন পাসওয়ার্ড আর ইউসের নেম টাইপ করে আপনাকে লগিন করতে হয়। কিন্তু lastpass সফটওয়্যার টি থাকলে সে নিএর সেভ করা পাসওয়ার্ড থেকে বেছে টেক টিউন এ লগিন করিয়ে দিবে।

সফটওয়্যার টি কিসে ব্যাবহার করতে পারবেন?

  1. উইন্ডোজ এ।
  2. অপেরা প্লাগিন হিসেবে
  3. মজিলা প্লাগিন হিসেবে
  4. ক্রোম প্লাগিন হিসেবে
  5. এবং মোবাইল এ

আপনি মোবাইল ও এই সফটওয়্যার টি ইউস করতে পারবেন।

গুগল ক্রোম ব্রাউজার এ লাস্ট পাস এর আইকন টা হবে এরকম।

lastpass এর ফিচারঃ

  1. Simple, Fast, and Effortless Browsing
  2. Hassle-Free Login
  3. Centralize Your Data
  4. Streamline Online Shopping
  5. Record Your Most Important Information
  6. Backup Sensitive Documents
  7. Generate Long, Strong Password
  8. Add Another Layer of Security
  9. Customize, Tweak, and Personalize
  10. Better Manage Your Company Data

আর অনেক কিছু। সফটওয়্যার অথবা প্লাগিন টি  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের জন্য বিদায়।

ধন্যবাদে,

জাদুকর (রাজু)

গেম,মুভি,আনিমি,এবং গানের জন্য আমার পেজটা ঘুরে আসার আমন্ত্রণ রইলো!

টিপস,ট্রিক্স! আর জমিয়ে আড্ডা দিতে এই গ্রুপ এ জয়েন করুন 

Level New

আমি জাদুকর (রাজু)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই প্রযুক্তি প্রেমী... আমি প্রযুক্তির সাথে থাকতে এবং প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে খুব ভালবাসি... ভাল লাগে নিজে জানতে এবং অন্যকে জানাতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এই সফটওয়্যার এর কাছে আমার অন্নান্য পাসওয়ার্ড গুলো যে দিলাম

, সেই
ওয়েব সাইট যে আমার ক্ষতি করবেনা টার নিশ্চয়তা কি ?

    @মাহফুজুর রহমান বিপ্লব: এই একটা মাত্র কারনেই আমি এটি ব্যবহার করি না। আজ সমস্যা হচ্ছে না কিন্তু এমনটি বেশি দিন থাকবে না। অনেক সাইটই আছে প্রথমে ভালো থাকে পরে অন্যরকম হয়ে যায়।

all pass are sent to server by encrypt it. ar brand bole ekta kotha ache. brand brand e.

Level 0

ভাই ইজি ফাইল লকার এর পাসওয়ার্ড ভুলে গেছি। প্লিজ হেলপ করলে কৃতজ্ঞ থাকব।আন ইনস্টলও করা যাচ্ছে না।

এমন একটা জিনিসই দরকার ছিলো 😀

মজিলা এর পাসওয়ার্ড ম্যানেজার থাকতে আর চিন্তা কী?