নরমাল গেমপ্যাড কে বানিয়ে ফেলুন XBOX 360 অথবা PS2 গেমপ্যাড!!!

আমরা যারা গেম খেলি। তাদের সবার কম বেশ গেম প্যাড কেনা আছে। কিন্তু সব গেম গেম প্যাড দিয়ে খেলা যায়না আবাও সব গেমে নরমাল গেম প্যাড সাপোর্ট ও করে না। কিছু কিছু গেম আছে যা গেম প্যাড ছাড়া খেলা অসম্ভব। কিন্তু অনেক সময় সেই গেম গুলোতে নরমাল গেম প্যাড গুল সাপোর্ট না করায় আমারদের অনেক ঝামেলায় পরতে হয়। আর খেলার আনন্দটাও অনেকটা মাটি হয়ে যায়।

আনন্দটা যাতে মাটি না হয় তার জন্য নিয়ে এলেম এমন একটা সফটওয়্যার যা দিয়ে আপনার নরমাল গেম প্যাড টা কে XBOX 360 or PS2 তে রুপান্তর করে নিতে পারবেন, এর জন্য এখান থেকে আগে সফটওয়্যার তা নামিয়ে নিতে হবে।আপনার অপারেটিং সিস্টেম অনুজায়ি নামিয়ে নিন x360ce.App-2.1.2.191.zip।  সফটওয়্যার নামানো হয়ে গেলে আসল কাজ শুরু করা যাক।

১) সফটওয়্যার টি নামানোর পরে ডেক্সটপ এ জিপ ফাইল টি আন জিপ করুন।

আন জিপ করার পর ডেক্সটপ এ এমন একটি আইকন দেখবেন।

সফটওয়্যার আইকন

২) এর পর আপনার নরমাল গেম প্যাড টি পিসি এর ইউএসবি পোর্ট এ লাগান।

৩) যে গেম টিতে গেম প্যাড এর সাপোর্ট করাবেন  সেই গেম এর ফোল্ডার টি ওপেন করুন। এবার সেই ফোল্ডার এর ভিতর xboxce কপি করে রাখুন।

৪) এবার সফটওয়্যার টি ওপেন করুন। ওপেন করলে নিচের মতো আসবে।

অকে তে ক্লিক করুন।

দুই বার অকে তে ক্লিক করুন। তারপর

ক্যানসেল এ ক্লিক করুন।

এর পর নিচের ফটো গুল ফলো করুন।

এখানে ক্লিক করুন।পপ আপ লিস্ট থেকে সেটিং সিলেক্ট করুন।
লিস্ট থেকে এই সেটিং তা সিলেক্ট করুন।

এর পর লোড এ ক্লিক করুন। লোড এ ক্লিক করার পর সেভ এ ক্লিক করুন  ব্যাস! আপনার নরমাল গেম প্যাড টি অই গেমের জন্য এক্সবক্স ৩৬০ সাপোর্ট হয়ে গেল। এখন অই গেমে আপনি আপনার গেম প্যাড দিয়ে খেলতে পারবেন।

নোটঃ  আলাদা আলাদা গেমের জন্য একি ধাপ ফলো করতে হবে।

হ্যাপি গেমিং! 🙂

ধন্যবাদে,

জাদুকর (রাজু)

গেম,মুভি,আনিমি,এবং গানের জন্য আমার পেজটা ঘুরে আসার আমন্ত্রণ রইলো!

টিপস,ট্রিক্স! আর জমিয়ে আড্ডা দিতে এই গ্রুপ এ জয়েন করুন 

Level New

আমি জাদুকর (রাজু)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই প্রযুক্তি প্রেমী... আমি প্রযুক্তির সাথে থাকতে এবং প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে খুব ভালবাসি... ভাল লাগে নিজে জানতে এবং অন্যকে জানাতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thnx !! much needed for me.

Level 0

nice tune thnx