আপনার ওয়ার্ডপ্রেসে তৈরীকৃত ওয়েবসাইট-টির অ্যাডমিন লগ-ইন প্যানেল ডিজাইন করুন নিজের ইচ্ছেমতো।

আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় টিপস দেবার জন্য হাজির হয়েছি। কিভাবে আপনি আপনার শখের ওয়ার্ডপ্রেসে তৈরী ব্লগ বা ওয়েবসাটটির অ্যাডমিন লগ-ইন প্যানেল ডিজাইন করবেন নিজের ইচ্ছেমতো। এই ব্যাপারটি অনেকেই জানতে পারেন আবার নাও জানতে পারেন।

Loading

প্রায় অনেকেই মনে করেন যে এই কাজটি করা হয়তো বা অনেক কঠিন। কিন্তু না, এই ধারণা একেবারেই ভুল। আপনি ইচ্ছে করলে অনেক সহজেই এই কাজটি করতে পারবেন। এটি আপনার সাইটের সৌন্দর্যতাকে আরো বাড়িয়ে তুলবে, আমি মনে করি। এটি একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন দ্বারা করতে হবে। এই প্লাগিনটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে। তাই আপনাকে নিজে নিজে আপডেট করতে হবে না। আবার, আপনি চিন্তা করতে পারেন হয়তো বা যে যখন আপনি আপনার সাইটটির টেমপ্লেটটি পরিবর্তন করবেন তখন এটা আবার করতে হবে। না, আপনাকে সেটাও করতে হবে না। এটি টেমপ্লেট পরিবর্তন করলেও থেকে যাবে। তাই, ঝামেলা নেই।

বৈশিষ্ট্যঃ

  • এই প্লাগিনটির ভেতরে (.PSD) ফরম্যাটের পিকচার দেওয়া আছে। তাই, আপনি ইচ্ছা করলে এটি আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারেন।
  • এটি স্বংক্রিয়ভাবে আপডেট হবে।
  • আপনি ইচ্ছে করলে আবার এটি ডিলেট করে আপনার ডিফল্ট লগ-অন ব্যবহার করতে পারেন। কোন সমস্যা নেই।

ইন্সটলেশন প্রক্রিয়াঃ

  • প্রথমে এই প্লাগটি ডাউনলোড করুন নিচে দেওয়া লিংক থেকে।
  • এটিকে এক্সট্রাক্ট করুন।
  • এখন প্লাগিন ফোল্ডারটি ওপেন করুন এবং এই ফোল্ডারের ভেতরে আরেকটি ফোল্ডার আছে "Image-templates folder" এই নামে।
  • এই ফোল্ডারের ভেতরে ওই (.PSD) পিকচার টি পাবেন।
  • এখন আপনি এটিকে আপনার মনের মতো করে ডিজাইন করুন ফটোশপ অথবা অন্য কোন আপনার পছন্দের ইমেজ এডিটিং সফটওয়্যার দিয়ে।
  • তারপরে এটিকে "Images" ফোল্ডারের ভেতরে "login-bkg-tile.psd" এই নামে সেভ করুন।
  • তারপরে এটিকে আপনার হোষ্টিং সার্ভারে আপলোড করে দিন এবং অ্যাডমিন প্যানেল থেকে অ্যাকটিভেট করে দিন।
  • তারপর দেখুন মজা।

ডাউনলোড লিংকঃ

প্লাগিনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আপনি ইচ্ছা করলে কিছু সুন্দর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন এখান থেকে অথবা আমার সাইটে দেখতে পারেন।

http://www.sum-on.com
Loading

কমেন্ট করতে যেন ভুলে যাবেন না !

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর এ টিউনটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    ফাহিম ভাইয়া,
    আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার টিউনটিতে কমেন্ট করার জন্য।

ভাল টিউন আমার কাজে লাগবে, ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকেও অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।

প্লাগিন নেম BM Custom Login আর ডাউনলোড লিংক http://wordpress.org/extend/plugins/bm-custom-login/

    ধন্যবাদ………… ফ্রি জিনিসের লিংক যে কেন অন্য সাইটে/শেয়ারিং সাইটে আপলোড করে দেয় বুঝি না!!

    ঠিক বলছ রাসেল। টিউনারের উচিত আসল লিংক ব্যবহার করা।

    আপনাকে ধন্যবাদ লিংকটি দেবার জন্য।
    @ টিউটো বিডিঃ আমি তো এই লিংকটা অন্য কোন শেয়ারিং সাইটে আপলোড করিনি।
    @ শাওনঃ আমি আসল লিংকই ব্যবহার করেছি।

    ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য।

Level 0

well i wish this is one of the best wordpress related tune in TT
Thank U for this helpful tune.
Thank U again.

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। কিন্তু, আপনি যদি কমেন্টটি বাংলায় করতেন তাহলে আরো বেশি খুশী হতাম। কারণ, এটি একটি সম্পূর্ণ বাংলা সাইট। আর এর মাঝে একটু ইংলিশ লেখা দেখতে ভালো লাগে না, বিরক্তিকর দেখায়।

Level 0

কাজের টিউন ভাল লাগল।

    ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

খুব সুন্দর টিউন। কাজে লাগবে।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য।

ধন্যবাদ ভাইয়া