আপনার সাধের ওয়েবসাইট এর জন্য হোস্টিং কেনার আগে জেনে নিন, “সার্ভার আপ-টাইম” কি? কিভাবে না জেনে আমরা ভুল হোস্টিং কিনি?

সারা পৃথিবীতে এখন অনলাইন থেকে আয় করার জন্য বিভিন্ন ওয়েবসাইট তৈরি হচ্ছে। আপনার নিজের একটি ওয়েবসাইট থাকলে আপনি সহজেই গুগল এডসেন্স বা বিজ্ঞাপনের মাধ্যমে অনেক টাকা আয় করতে পারেন। কোনো ওয়েবসাইট সরাসরি কাজের সুযোগ করে দিয়ে প্রচুর টাকা আয় করে। বাংলাদেশে বিভিন্ন পত্রিকা, ব্লগ বা বিক্রয় ডট কম এর মতো অনেক বিজ্ঞাপনের ওয়েবসাইট আছে, যারা বিজ্ঞাপন প্রচার করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আয় করে। আমাদের সকলের প্রিয় “টেকটিউনস” বিজ্ঞাপন ও স্পন্সর টিউন প্রচার করে অনেক টাকা আয় করে।

আপনার ওয়েবসাইট থেকে আপনাকে আয় করতে হলে আবশ্যই আপনাকে ভালো একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ইন্টারনেট ভিজিটর এর চাহিদা মত ভালো সার্ভিস যদি আপনি আপনার ওয়েবসাইট এ দিতে পারেন, তবে টাকার পিছনে আপনাকে দৌড়াতে হবে না। টাকাই আপনাকে খুঁজে নিবে।

ভালো সার্ভিসযুক্ত দৃষ্টি নন্দন একটা ওয়েবসাইট তৈরি করার পর আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইট কে একটা ভালো সার্ভার এ হোস্ট করতে হবে। কারন, আপনার সাধের ওয়েবসাইট কে দুর্বল হোস্টিং কোম্পানির সার্ভার এ হোস্ট করলে, আপনি আপনার ভিজিটর হাঁড়াতে পারেন। কখনো কখনো দেখা যায়, ওয়েবসাইট দেরীতে লোড হয়। কখনো সার্ভার এর আপ-টাইম কম হওয়াই আপনার ওয়েবসাইট ডাউন থাকে। তখন ভিজিটর আপনার ওয়েবসাইট এ ভিজিট করতে পারবে না। আমাদের বাংলাদেশে অনেক হোস্টিং কোম্পানি সার্ভার ডাউন থাকলে মোবাইল ফোন বন্ধ করে দেয়। এটা অনেক বিরক্তিকর।

আমরা সবসময় শুনি, হোস্টিং কোম্পানি গুলো তাদের বিজ্ঞাপনের সময় বলে, “৯৯% সার্ভার আপ-টাইম” কিমবা “৯৯.৯% সার্ভার আপ-টাইম”। আমাদের মধ্যে অনেকেই এই সার্ভার আপ-টাইম শব্দ টা বুঝি না। আসুন একটু বুঝে নেওয়ার চেস্টা করি।

“সার্ভার আপ-টাইম” হলো একটি সার্ভার কতক্ষণ চালু বা কার্যক্ষম থাকে তার সময়। আপনার ওয়েবসাইট যে সার্ভার এ হোস্ট করা থাকবে, সেটা যতক্ষণ কার্যক্ষম থাকবে, আপনার ওয়েবসাইট ততক্ষণ ভিজিটর ভিজিট করতে পারবে। অন্য সময় আপনার ওয়েবসাইট লোড হবে না। সুতরাং সার্ভার আপ-টাইম যত বেশি হবে তত ভালো। ১০০% সার্ভার আপ-টাইম আমি আজ পর্যন্ত দেখি নাই। তবে কোনো কোনো হোস্টিং কোম্পানি ৯৯.৯৯৯% পর্যন্ত সার্ভার আপ-টাইম সার্ভিস দেয়।

সার্ভার আপ-টাইম সাধারনত % আকারে পরিমাপ করা হয়। তবে আপনি অঙ্ক কষে সহজেই আপনার ওয়েবসাইট এর সার্ভার আপ-টাইম ও সার্ভার ডাউন-টাইম হিসেব করতে পারবেন। “সার্ভার ডাউন-টাইম” হলো আপনার ওয়েবসাইট কতটা সময় অনলাইন এ থাকবে না বা ডাউন থাকবে। যদি কোনো হোস্টিং কোম্পানি ৯৯% আপ টাইম এর গ্যারান্টি দেয়, তবে বুঝতে হবে, সেখানে আপনার ওয়েবসাইট ১% ডাউন থাকবে। অর্থাৎ প্রায় প্রতি সপ্তাহে আপনার ওয়েবসাইট ১ ঘন্টা, ৪০ মিনিট এবং ৪৬ সেকেন্ড বন্ধ থাকবে বা ডাউন থাকবে। এটা কিন্তু আপনার উপার্জনক্ষম ওয়েবসাইট এর জন্য কোনো অবস্থায় ভালো নয়।

সার্ভার এর আপ টাইম কত হলে, আপনার ওয়েবসাইট কেমন অবস্থায় থাকবে তার একটা সাধারন হিসাব নিচে দেওয়া হল।

  • ৯৯% সার্ভার আপ টাইম = আপনার ওয়েবসাইট দিনে ১৪.৪ মিনিট বন্ধ থাকবে

= আপনার ওয়েবসাইট সপ্তাহে ১.৭ ঘন্টা বন্ধ থাকবে
= আপনার ওয়েবসাইট মাসে ৭.২ ঘন্টা বন্ধ থাকবে

  • ৯৯.৯% সার্ভার আপ টাইম = আপনার ওয়েবসাইট দিনে ১.৪৪ মিনিট বন্ধ থাকবে

= আপনার ওয়েবসাইট সপ্তাহে ০.১৭ ঘন্টা বন্ধ থাকবে
= আপনার ওয়েবসাইট মাসে ০.৭২ ঘন্টা বন্ধ থাকবে

  • ৯৯.৯৯% সার্ভার আপ টাইম = আপনার ওয়েবসাইট দিনে ০.১৪ মিনিট বন্ধ থাকবে

= আপনার ওয়েবসাইট সপ্তাহে ০.০২ ঘন্টা বন্ধ থাকবে
= আপনার ওয়েবসাইট মাসে ০.০৭ ঘন্টা বন্ধ থাকবে

  • ৯৯.৯৯৯% সার্ভার আপ টাইম = আপনার ওয়েবসাইট দিনে ০.০১ মিনিট বন্ধ থাকবে (সব চেয়ে কম)

= আপনার ওয়েবসাইট সপ্তাহে ০.০০১ ঘন্টা বন্ধ থাকবে (সব চেয়ে কম)
= আপনার ওয়েবসাইট মাসে ০.০০৭ ঘন্টা বন্ধ থাকবে (সব চেয়ে কম)

যেকোনো হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং নেওয়ার আগে অবশ্যই সার্ভার এর আপ টাইম জেনে নিলে আপনার ওয়েবসাইট এর জন্য ভালো। তবে মাঝে মাঝে সার্ভার এর কেমন আছে তা আপনার ওয়েবসাইট কেমন রানিং আছে তা বুঝে ঠিক করে নিন। ঠিক মত সার্ভার এর আপ টাইম না পেলে হোস্টিং কোম্পানিকে অভিযোগ করুন। অনেক হোস্টিং কোম্পানি নিজের ইচ্ছেমত সার্ভার এর আপ-টাইম উল্লেখ করে। পরে সার্ভার ডাউন থাকলে, মোবাইল বন্ধ করে দেয়। তাই বুঝে শুনে হোস্টিং বেছে নিন। টিউন টা ভালো লাগলে আমার ওয়েবসাইট "গ্রীন হোস্টিং" থেকে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি ভাস্কর বনিক বনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি বিগত পাঁচ বছর যাবত এসইও এবং ওয়েব ডেভোলাপমেন্ট এর বিভিন্ন কাজ করেছি। টেকটিউনস একটি অসাধারন প্লাটফরম নিত্য নতুন কিছু জানার ও শিখার। আমি টেকটিউনস অনেক ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো লিখেছেন। বর্তমানে অনেক চাপাবাজ কোম্পানি তো ১০০% বলতেও দিধা করেনা । 😛

    @ব্লগার মারুফ: মারুফ ভাই এর ব্লগের আমি নিয়মিত পাঠক। আমার টিউন আপনার ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ।

      @ভাস্কর বনিক: আসলেই ভালো হয়েছে পোস্টটি। আপনাকেও ধন্যবাদ আমার ব্লগ নিয়মিত পড়ার জন্য।

valo tune

অনেক অনেক ভালো একটা পোস্ট। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আতিকুর রহমান ভাই। আপনারা সাথে থাকলে অনেক ভালো লাগে।

Level 0

green hosting ekti osadharon website , ami domain kinle obossoi green hosting thekei kinbo.

    @CAKS: ধন্যবাদ ভাই, ডোমেইন হোস্টিং সংক্রান্ত যেকোনো ব্যাপারে গ্রীন হোস্টিং অবশ্যই আপনাকে সাহায্য করবে।

ধন্যবাদ ভাই, ডোমেইন হোস্টিং ব্যাপারে ভালো একটি পোস্ট করার জন্য।

    @Md Kamal Hossain: আপনাকেও ধন্যবাদ। আমি ওয়েব হোস্টিং সম্পর্কে নিয়মিত টিউন করছি। আমার টিউন গুলো পড়ে দেখবেন। ভালো লাগলে মতামত জানাতে ভুলবেন না।

খুব সুন্দর ও তথ্য সমৃদ্ধ টিউন। ভাস্কর বনিক ভাইকে অনেক ধন্যবাদ।