

কি শুনে অবাক হচ্ছেন? অবাক করার মতই কথা। এই পদ্ধতি আবিষ্কার করেছেন ক্যালিফোর্নিয়ার এক গ্র্যাডস্টু়ডেন্ট জাকারি ফেভার্স।
ধরুন আপনি একাকী সমুদ্রসৈকতে হাটছেন। মুঠোফোনটি কানে। অপরপ্রান্তে আপনার বান্ধবীর সুরেলা কণ্ঠ মিলিয়ে যাচ্ছে সমুদ্রের গর্জনে। জানতে চাইলো- 'জান, তুমি কবে ফিরছ? কতদিন তোমাকে দেখি না।' উত্তরটা দিতে যাবেন এই সময় 'টুট' করে একটি সিগনাল দিয়ে চার্জ ঘাটতির কারণে বন্ধ হয়ে গেল সেটটি। রাগে তখন ফোনটিকে আছাড় মারার জন্য ছুড়ে মারলেন সমুদ্রের বালিতে। কিছুক্ষন পর পাওয়ারে চাপ দিয়ে চেষ্টা করে দেখলেন মোবাইল ফোন আবার অন হয়েছে। তখন আপনার খুশি কে আর দেখে। কিন্তু মোবাইল ফোন অন হওয়ার পেছনে এই রহস্যটা কি? হ্যাঁ এবার শুধু সমুদ্রতটের বালিতে কিছুক্ষণের জন্যে আপনাদের মোবাইলফোনটি ঢুকিয়ে রাখলেই ফোনটি পেয়ে যাবে জীবনীশক্তি।
একটি গবেষণায় জানা গেছে, বালিতে প্রচুর পরিমাণে সিলিকন থাকে যা লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জ করতে খুবই কার্যকরি। লিথিয়াম-আয়ন ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ উপাদান গ্রাফাইট। সিলিকনের ব্যবহারে অনেক বেশি কার্যকরভাবে চার্জ স্টোর করা সম্ভব হয়। তবে সমস্যা একটাই। বৃহত্ পরিমাণে সিলিকন তৈরি করা একটু অসুবিধের। শুধু তাই নয়, এর গুণগত মানও খুব তাড়াতাড়ি কমে যায়। কিন্তু ফেভার্স একটি গবেষণার মাধ্যমে এই সমস্যারও সমাধান বের করেছেন। একটি সিলিকন প্রোটোটাইপ ব্যাটারি তৈরি করেছেন তিনি। তার দাবি এই ব্যাটারি বর্তমানে মোবাইলে ব্যবহৃত ব্যাটারির থেকে তিনগুণ বেশি সময় পর্যন্ত কাজ করবে। এই টেকনলজির জন্যে পেটেন্টও ফাইল করেছেন জাকারি।
ভালো লাগলে ঘুরে আসুন ক্লিক করুন
আমার ফেজবুক পেজ ক্লিক করুন
আমি MD.SUJON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইটা কি আসলেই সত্য ? :O