আপনার ফোন কি অরিজিনাল? নাকি ক্লোন/ মাস্টারকপি! খুব সহজে আপনি দেখে নিন

বাজারে এখন মাস্টারকপি ফোন আছে।

আসল ফোনের অনুরূপ, হুবহু একই। দেখে বোঝা মুশকিল।

এজন্য আমরা অনেক সময় ঝামেলাই পড়ি।

বেশি ঝামেলাই পড়ি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময়। কারন এটি নন-ব্র্যান্ড বেশি হয়।

এজন্য আপনার ফোন অরিজিনাল কিনা  দেখে কিনুন।

কীভাবে-

  • প্রথমে  এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • তারপর আপনার ফোনের IMEI নাম্বার দিন নিচের ছবির মতো। (আপনার ফোনের  IMEI নাম্বার পাবেন *#06# প্রেস করে)

  • তারপর CHECK এ ক্লিক করুন।
  • অরিজিনাল ব্র্যান্ডের ফোন হলে আপনার ফোনের সকল তথ্য চলে আসবে। (নিচের ছবির মতো)

  • Read More এ ক্লিক করলে আরও বিস্তারিত পাবেন।
  • নন-ব্র্যান্ডের বা চায়না ফোনের বা ক্লোন বা মাস্টার কপির  IMEI দিলে কিছু আসবে না।

  • এভাবে আপনি আপনার ব্র্যান্ডের ফোনের অরিজিনাল কপি সিলেক্ট করতে পারবেন। (তবে দিনে ৩ টার বেশি চেক করতে পারবেন না)

ধন্যবাদ সবাইকে।

বাংলায় ব্লগিং টিপস পেতে আমার ব্লগ

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই ভাল ট্রিক্স। শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Level 0

স্যমসাং ক্লোন মাস্টার কপির Imei দিলে অরজিনাল দেখায় … আমি phone info+ ব্যবহার করি এটা দিয়ে অরজিনাল কিনা বুঝা যায় https://play.google.com/store/apps/details?id=org.vndnguyen.phoneinfo

Level 2

yes আমার 4S এ কোন ঝামেলা নাই

দারুন জিনিশ শেয়ার করছেন ভাই। ধন্যবাদ ।

ভাইয়া Walton এর IMEI নাম্বার দিলে মটোরলা v3 আসে ! 😀

Level 0

আমার সেটটা চায়নিজ (ইয়েসটেল) এবং এর দুইটা সিম। কিন্তু চেক করলে দুইটা সিমই পাওয়া যায় নোকিয়া 6300। বেটারা IMEI নাম্বার চুরি করছে (ডুপ্লিকেট) না সাইটটা ভূয়া তথ্য দেখায় কে জানে! 😛

    @stockBoi: চুরি মনে হয়। 🙁

    Level 0

    @stockBoi: ভাই এই সাইটে অনেক ভুয়া তথ্য আছে..

Level 0

Bro, i site ta always correct infomation dey na.. onno site e try koren.

শেয়ার করার জন্য ধন্যবাদ।