খুব সহজে Windows আপডেট বন্ধ করুন। (ঝামেলা মুক্ত হোন)

Windows নতুন করে সেট আপ দিলে প্রথম দিকে বারবার Windows আপডেট নেয়।

  • যার ফলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়।
  • তাছাড়া PC অন-অফ হতে দেরি হয়।
  • Shutdown ঝামেলা বেশি ভুগায়।
  • তবে Windows আপডেট আপনার PC এর পারফর্ম বেটার করার জন্য নেয়।
  • তারপরও হঠাৎ হঠাৎ Windows আপডেট নিলে আমাদের অনেক ঝামেলা হয়।

নিচের ঝামেলার কিছু চিত্র দেখুন-

এজন্য আজকে আমরা কীভাবে খুব সহজে Windows আপডেট বন্ধ করা যায় তা দেখবো।

কীভাবে

  • প্রথমে আপনার কম্পিউটারে Control Panel এ প্রবেশ করুন।
  • সেখান থেকে নিচের ছবির মতো System and Security তে প্রবেশ করুন।

  • তারপর নিচের ছবির মতো Windows Update এ ক্লিক করুন।

  • তারপর নিচের ছবির মতো Change Setting এ প্রবেশ করুন।

  • সেখান থেকে Never Check for updates (Not Recommended) অপশন সিলেক্ট করে OK ক্লিক করুন।

  • ব্যস হয়ে গেলো সমাধান। এবার আপনার PC Restart দিয়ে নিন।
  • আর কখনো Windows আপডেট নিয়ে আপনাকে ঝামেলা পোহাতে হবে না।

এখানে শুরু করুন তাহলে

ধন্যবাদ সবাইকে।  

সমস্যা থাকলে আমাকে জানাতে ভুলবেন না।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই এটা টিউন করার মত কোন বিষয়। নাকি শুধু টিউনের সংখ্যা বাড়ানোর জন্য টিউন করেন।এগুলো সবাই জানে। টিউন করবেন সেই বিষয় নিয়ে যেগুলো সচারচর কেউ জানেনা।

    @harun24hr: ভাই হইত আপনার কাছে বিষয় না। কিন্তু কইদিন আগেও কয়েকজন এই বিষয় নিয়ে হেল্প ডেস্ক এ পোষ্ট কুরছে ।

      @Pankha Kazi: টেকটিউনসে হেল্প চাইলে কেউ ফেরে বলে মনে হয় না, কাদের জন্য?

    @harun24hr: ভাই, ধন্যবাদ, ছোট বিষয় নিয়ে টিউন করতে চাই না তবে এই টিউন টা দেখুন https://www.techtunes.io/help-ask/tune-id/288226 কতো রিকিয়েস্ট করছে টিউন টা করার জন্য আমাকে।
    যাই হোক আপনার কাছে যা সহজ অন্যের কাছে টা অনেক কঠিন।

ভাই ধন্যবাদ আপনার টিউনের জন্য । কিন্তু ভাই আপনি যে ভাবে বললেন তা ত করে রেখেছি অনেক পুর্বে থেকেই এবং এতে শুধু উনডোজ আপডেট বন্দ থাকে ।এতে করে আমার সমস্যার সমাধান হল না ,মানে এডোবি রিডার,ভিডিও প্লেয়ার,এন্টিভাইরাস ইত্যাদি আপডেট বন্দ হল না ।

    @Md.Ishaq Mia: আপনি ঐ সফটওয়্যার গুলো ইন্সটল করার সময় অটোমেটিক আপডেট সিলেক্ট করছিলেন, এজন্য বন্দ হচ্ছে না। কোন নতুন সফটওয়্যার ইন্সটল করার সময় অটোমেটিক আপডেট সিলেক্ট করবেন না, তাহলে এই সমস্যা হবে না। ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে ।সমস্যা হলে আবার আপনাকে নক করব ।