জেনে নিন আপনার প্রিয় কম্পিউটারে কোন কোন সফটওয়্যারটি ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় ? সুস্থ রাখুন আপনার পিসি

জেনে নিন আপনার পিসির কোন সফটওয়্যারটি ক্ষতিকর ?
আমরা পিসি ব্যবহারকারীরা প্রায়ই অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল দিতে দিতে প্রিয় কম্পিউটারটি ভড়িয়ে ফেলি। দেখতে মনে হয় আবর্জনায় উপচে পড়া একটি ডাস্টবিন। আমি নিজের চোখে দেখা অভিজ্ঞতাতেই আজকের পোষ্টটি লিখছি।
আপনারা আরও জানেন, কম্পিউটার ফাস্ট বা কার্যক্ষম রাখার অন্যতম একটি উপায় হল পিসিতে অপ্রয়োজনীয় সফটওয়্যার আন-ইন্সটল করে দেওয়া। আমরা আন-ইন্সটল করা সবাই জানি। কিন্তু আমার আজকের বিষয় সফটওয়্যার আন-ইন্সটল করা শেখানো না। কোন সফটওয়্যারটি আপনার কম্পিউটারের জন্য ক্ষতিকর এবং কোন সফটওয়্যারটি আন-ইন্সটল করা আপনার জন্য জরুরী সেটি দেখিয়ে দেওয়া।

আজ আপনাদের সাথে শেয়ার করছি Should I Remove It ? নামের একটি ছোট সফটওয়্যার মাত্র ২ মেগাবাইট। যা আপনাকে দেখিয়ে দিবে আপনার কোন সফটওয়্যারটি আপনার পিসির জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়। ভয় নেই! এটি আপনার পিসির প্রয়োজনীয় সফটওয়্যারটি রিমুভ করতে বলবেনা। কারণ, এটিই এর প্রধান গুণ।

জেনে নিন আপনার পিসির কোন সফটওয়্যারটি ক্ষতিকর ?
এই সফটওয়্যারটি মূলত কাজ করে সারা বিশ্বের ব্যবহারকারীদের দেয়া রিভিউ এবং বিভিন্ন এন্টিভাইরাসের নির্দেশনার উপর। অর্থাৎ, আপনার পিসিতে কোন সফটওয়্যার অপ্রয়োজনীয় কিংবা ভাইরাস অ্যাফেক্টেড হলে তাকে রিমুভ করার জন্য আপনাকে জানাবে। আপনি চাইলে রিমুভ করতেও পারেন আবার নাও করতে পারেন। আপনার পিসিতে ব্যবহার হয়না অথচ ইন্সটল করা আছে এমন সফটওয়্যারগুলো আন-ইন্সটল করতে সহায়তা করবে এই কাজের সফটওয়্যার।
  • প্রথমে এখানে ক্লিক করে ডাউনলোড করুন Should I Remove It ? সফটওয়্যার।
  • ডাউনলোড করার পর ইন্সটল দিন সফটওয়্যারটি এবং ওপেন করুন।
  • তারপর আপনার পিসিতে ইন্সটল করা সকল সফটওয়্যার এর তালিকা প্রদান করবে র‍্যাটিং সহ।
  • অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো লাল রেটিং এ দেখাবে। অর্থাৎ এই সফটওয়্যারগুলো অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক।
  • যেগুলো আন-ইন্সটল বা রিমুভ করতে চান তাঁর উপর ক্লিক করলেই দুটি বাটন পাবেন। যথাঃ What is it? এবং Uninstall বাটন।
  • What is it?  বাটন ক্লিক করলে সফটওয়্যারটি সম্পর্কে যাবতীয় বিশ্লেষণাত্মক তথ্য অনলাইনে পাবেন এবং Uninstall বাটন ক্লিক করলে সফটওয়্যারটি পিসি থেকে একেবারে রিমুভ করে দিতে পারবেন।
সফটওয়্যারটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কম্পিউটার ফ্রেশ রাখতে আরও টিপস এবং সাথে আরও অনেক ট্রিকস জানতে ভিজিট করুন ব্লগার মারুফ ডট কম । ধন্যবাদ। আল্লাহ হাফেজ...

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

boss usb খুললেন এই সফ্টওয়ারটির দিতে পারবেন।

Level 0

Vay link koy ?????

হ্যাঁ ভাই এটি কাজের সফটওয়্যার। ধন্যবাদ সফটওয়্যার নিয়ে পোস্ট করার জন্য।

    @FAIYAJ BIN REZA: আপনাকেও ধন্যবাদ। আমার ব্লগটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। ভিজিট ব্লগার মারুফ ডট কম

Level 0

ভাই এন্ড্রয়েড দিয়ে ডাউনলোড দিতে পারলাম না।

    @Abu Nayem: ভাই এন্ড্রয়েড দিয়ে ডাউনলোড না করে পিসি দিয়ে করেন। পিসির কাজ পিসিতেই সারেন। 😀

Level 0

পোস্ট করার জন্য ধন্যবাদ।

use kore dekhi eta abar unusable kina,tnkzzz

Goood…. Soft ta kaje dibe thanks….

Soft ta kaje dibe thanks… thanks… thanks…