দারুণ খবর!! ডিজিটাল ডায়েরী, এবার আপনার মনের কথা থাকবে সম্পূর্ণ অনলাইনে।

ডায়েরী আমরা একান্ত ব্যক্তিগত কাজে ব্যবহার করি। মনের কথা, ঘটনার উল্লেখ থাকে এই ডায়েরীতে। যদিও ডায়েরী নিজের ব্যক্তিগত বিষয়। তারপরও মাঝে মাঝে এর প্রাইভেসি আপনাকে ভাবিয়ে তোলে। এবার এর সমাধান নিয়ে আসলো ডিজিটাল ডায়েরী।

এবার আপনার মনের কথা, ঘটনা লিখে রাখবেন অনলাইনে। ব্যক্তিগত পাসওয়ার্ড, ঘটনা ইত্যাদি সাজিয়ে রাখতে পারেন এখানে নিজের মতো করে আজীবনের জন্য।

কীভাবে করবেন-

উপরের ছবির মতো পেজ আসবে।

  • সেখান থেকে প্রথমে আপনাকে Sign Up করতে হবে।
  • Sign Up থেকে সকল তথ্য দিয়ে E-Mail ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন করে নিন।
  • তারপর E-Mail এবং Password দিয়ে Log-In করুন।

উপরের  ছবির মতো হোমপেজ আসবে।

  • Write থেকে আপনার নিজস্ব কথা লিখতে পারবেন।
  • LookUp থেকে আপনার সকল লেখা দেখতে পারবেন।

  • Acount  থেকে আপনার নিজের তথ্য আপডেট করতে পারবেন।

  • কাজ শেষ হলে Log Out দিয়ে বের হয়ে আসবেন।
  • এভাবেই আপনার ডিজিটাল ডায়েরী ব্যবহার করতে পারবেন।

কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

এখানে ছোট্ট একটা উৎসাহ মুলক লেখা পড়ে আসতে পারেন।এবং  এখানে

 ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks to share.

Level 0

ভাই অফলাইন কোন ডায়েরি আছে…

    @asstha: অনেক আগে টিটিতেই দেখে ছিলাম মনে হয়, তবে এখন মনে পড়তেছে না। টিটিতে খুজে দেখুন হয়তো পেয়ে যাবেন।

    @asstha: ভাই, পাইলে জানাবো। টিউন করার চেষ্টা করবো। ধন্যবাদ।

Level 0

@ আই,টি সরদার :

ডিজিটাল ডায়েরী-এর জন্য উক্ত সাইট (http://www.my-diary.org) ছাড়া আর কোন সাইট রয়েছে কি??
যদি থেকে থাকে, তবে আপনার দেয়া সাইটে বাড়তি সুবিধা কি কি রয়েছে?

উক্ত সাইটটা কি আপনার নিজের তৈরী?
সাইটের এ্যাডমিন হিসেবে কারা কারা রয়েছে?

সাইটির নিরাপত্তা অর্থাৎ আমরা যারা গ্রাহক হবো, তাদের নিরাপত্তা সম্পর্কে আরো কিছু জানতে চাই।

    @mahfuz08: ভাই, সাইটটা আমার নিজের তৈরি না। ওদের প্রাইভেসি বলছে তথ্য অন্য জায়গায় যাওয়ার বা চুরি হওয়ার সম্ভাবনা নাই। তারপরও একজনের ভেবে দেখা উচিত কোন ধরণের তথ্য সে এমন জায়গায় রাখবে। খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে না রাখায় ভালো। ধন্যবাদ।

এসব থার্ডপার্টি সাইটে নিজের গোপনীয় তথ্য রাখার কোনো মানেই হয় না ।

    @অর্ণব প্রতীম রায়: দাদা, ওদের প্রাইভেসি বলছে তথ্য অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা নাই। তারপরও একজনের ভেবে দেখা উচিত কোন ধরণের তথ্য সে এমন জায়গায় রাখবে। ধন্যবাদ।

    @অর্ণব প্রতীম রায়: সহমত

তথ্য চুরি অথবা ফাস হয়েগেলে তখন কি হবে

    @কপাল পুরা: ভাই, ওদের প্রাইভেসি বলছে তথ্য অন্য জায়গায় যাওয়ার বা চুরি হওয়ার সম্ভাবনা নাই। তারপরও একজনের ভেবে দেখা উচিত কোন ধরণের তথ্য সে এমন জায়গায় রাখবে। ধন্যবাদ।

Level 0

@ আই,টি সরদার :

ওখানকার সদস্যরা কি একে অপরের তথ্য দেখতে পারে অথবা কোন সদস্য কি তার নিজ তথ্য অন্য সদস্যদের সাথে শেয়ার করতে পারে কিনা?

নাকি নিজের রাখা তথ্য শুধু নিজেই দেখতে পারে।

    @mahfuz08: না ভাই, ওরা কেউ দেখতে পাবে কেন? আপনার তথ্য আপনিই দেখতে পাবেন। ধন্যবাদ।

      @আই,টি সরদার: ওদের ডাটাবেজে তথ্য থাকা মানে ওরা অবশ্যই দেখতে পাবে , ইচ্ছে করলেই ।