ব্লগস্পট ব্লগের কমেন্ট বক্সের শিরোনামে আনুন আকর্ষণীয়তা… না দেখলেই মিস!

অনেকদিন পর আজ লিখতে বসেছি একটি পোস্ট। প্রায় এক মাস ধরে পড়াশুনার জন্য কিচ্ছু লিখতে পারিনি। অনেকেই আমাকে ভুলেই গেছেন।তো আজ ব্লগস্পট এর দারুণ একটি ট্রিকস নিয়েই পোস্ট লিখছি। আপনারা সাধারণত ব্লগস্পট ব্লগের কমেন্ট বক্সগুলোতে একটি শিরোনাম দেখে থাকেন আর সেটা হল "Post a Comment"। তো প্রায় সব ব্লগস্পট ব্লগেই এই শিরোনামটি আমরা দেখে থাকি তার কারণ হল এই সামান্য ব্যাপার নিয়ে আমরা কেউই মাথা ঘামাইনা। তবে আজ একটু ঘামিয়ে দেখব। আপনার যদি ভালো লাগে তবে আপনিও আমার সাথে মাথাটা ঘামাতে পারেন। তবে খুব একটা দৌরঝাপ করতে হবেনা মাথা ঘামাতে। শুধু পানির মত সহজ কাজ করেই মাথা ঘামার আয়োজনে যোগ দিতে পারবেন। হাহাহাআহ! অনেক মজা করলাম এখন আসব আসল কথায়।আপনারা যারা এখনো ব্যাপারটি বুঝেননি তারা নিচের চিত্র দেখেই বুঝতে পারবেন।
Comment Box Title
হ্যাঁ, কি এই ছোট ডিজাইন ট্রিকসটি পছন্দ হয়েছে? যদি হয়ে থাকে  তবে আপনিও আপনার ব্লগস্পট ব্লগের কমেন্ট বক্সের টাইটেল অর্থাৎ শিরোনাম কিংবা "Post a Comment" লেখার পরিবর্তে আকর্ষণীয় কোন সামঞ্জস্যপূর্ণ ইমেজ লাগিয়ে দিতে পারেন। এতে ব্লগ পাঠকের দৃষ্টি সহজেই আকর্ষিত হবে। খুব আহামরি কোন কাজ করতে হবেনা এই ইমেজ লাগানোর জন্য। নিচে বলা কয়েকটি ধাপ দেখে দেখে আপনার ব্লগে প্রয়োগ করুন তাহলে আপনিও পারবেন। তবে চলুনঃ
  • ব্লগস্পটে আপনার ব্লগের ড্যাশবোর্ড থেকে টেমপ্লেট সেকশনে যান এবং "Edit HTML" ক্লিক করুন।
  • টেমপ্লেট এডিট এর কোডগুলো আসলে সেখান থেকে CTRL + F বাটন চেপে নিচের কোডটি খুঁজে বের করুন।
<h4 id='comment-post-message'><data:postCommentMsg/></h4>
  • এই কোড থেকে  আবার শুধু নিচের কোডটির পরিবর্তে নিচের যে চিত্রটি পছন্দ হয় তার কোডগুলো বসিয়ে দিন।

<data:postCommentMsg/>

স্টাইল ১ :

Leave a Comment

স্টাইল ১ এর কোড পেতে এখানে ক্লিক করুন

স্টাইল ২ :

Leave a Comment

স্টাইল ২ এর কোড পেতে এখানে ক্লিক করুন

স্টাইল ৩ :

Leave a Comment

স্টাইল ৩ এর কোড পেতে এখানে ক্লিক করুন

স্টাইল ৪ :

Leave a Comment
স্টাইল ৪ এর কোড পেতে এখানে ক্লিক করুন
* এবার টেমপ্লেট সেভ দিয়ে ব্লগের যেকোন পোস্ট দেখুন!কেমন লাগলো আজকের ছোট ডিজাইন ট্রিক্স? ও! আরেক টি কথা, আপনি চাইলে ফটোশপে নিজের পছন্দমত ইমেজ বানিয়ে সেটিও ব্যবহার করতে পারেন। পোস্টটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু!

Please Visit My Blog Site @ Blogger Maruf

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মারুফ তুমিতে দিনদিন ব্লগস্পট গুরু হয়ে যাইতেছো, ভারো লাগলো টিউনটি।

    @মাহমুদ কলি।: ভাইঃ আমি যা ভালো জানি শুধু সেটাই প্রকাশ করি। আরও কিছু বিষয় জানি তবে এক্সপারট না তাই সেগুলো নিয়ে লিখিও না। ব্লগস্পট ভালো জানি সেটাই মানুষকে জানাই। ধন্যবাদ ভাই

thanx ভাই ডিজাইন গুলা চরম 😀