Craigslist এর জন্য নতুন কিছু টিপস কাজে ইচ্ছুকদের জন্য|

আপনার  কম্পিউটার এ একাদিক ব্রাউজার থাকতে হবে । আইপি   change করার জন্য একটি   software লাগবে । তারপর  USA এর আইপি এবং ফোন নাম্বার লাগবে ।

আপনি আপনার Computer এর আইপি পরিবরতন করার জন্য  socks নামক একটি  Software  Google থেকে Dowmload  করে নিতে পারবেন । Download করার পর জিপ ফাইলটিকে আনজিপ করে     করে নিতে হবে । তারপর আপনার ক্রয়কৃত আইপির আইডি এবং পাসওয়ারড দিয়া লগিন করতে হবে । লগিন করার পর World অনেক  Country নামসমূহ আসবে । তারপর আপনি  USA এর উপর ক্লিক করুন ।

এবার আপনার সামনে  USA  এর বিভিন্ন State এর আইপি  আসবে । তারপর আপনি যে   State তে কাজ করতে চান তার উপর ক্লিক করুন । তারপর ঐ  State এর আইপি গুলো দেক্তেঁ পারবেন । এবার আপনি ভাল মানের আইপি সিলেক্ট করে তার অপর Right বাটনে ক্লিক করে   Obtair to> Dafault এ ক্লিক করতে হবে । এবার  আমরা   এর নিচের দিকে সবুজ আলো দেকতে পারব।

কিভাবে বেশি leads পাবেন তা আলোচনা করা জাক:

Leads বেশি পাবার জন্য প্রথমে আপনাকে post title unique থাকতে হবে।

Post body unique হতে হবে। আর এগুলো unique হলে আপ্নার post তি আনেক সময় পযন্ত live থাকবে।আর অনেক time live থাকলে অনেক বেসি leads আসবে।

আর শুদু live থাকলে হবে না lead ও আস্তে হবে এর জন্য আপনাকে must be post body তে কন রকম unnecessary কথা লিকবেন না। তবে experienced এর কথা উল্লেখ করা জেতে পারে। Office এর address use করা জেতে পারে। আর এই নিয়ম গুলো মেনে post দিলে অনেক lead আস্তে পারে।

পোস্ট ফ্ল্যাগ না হওয়ার গুরুত্বপূর্ণ টিপস:

বিরত থাকুন কপি পেস্ট এড থেকে, ব্যবহার করুন সঠিক IP,  পিভিয়ে বা ফোন নম্বরের ব্যাবহার, দ্রুত পোষ্ট করা থেকে বিরত থাকুন। টাইটলে রাখুন সহজ ও সুন্দর।

পোস্ট লাইভ করা বা লাইভ হল কিনা তা বোঝার উপাই:

আপনি যে সেকশনে কাজ করতে চান সেই সেকশন সিলেক্ট করলে একটি ফর্ম আসবে। ঐ ফর্ম এ আপনার পোস্ট এর Title ,লোকেশন, ইমেইল, পোস্ট এর বরননা দিয়ে এভাবে পুরন করতে হবে। তারপর নিচের দিকে   Continue বাটনে ক্লিক  করুন।

তারপর আপনার মেইল এ   Confirmation মেইল আসবে তারপর  confirmation link এ ক্লিক করে তারপর এগ্রি বাটন এ ক্লিক করুন। তারপর একটি পেজ আসবে সেখানে আপ্নে দেকতে পারবেন আপনার পোস্ট টি লাইভ হয়েছে কিনা। লাইভ হলে মোবাইল নাম্বার চাবেনা। আর পোস্ট লাইভ না হলে মোবাইল নাম্বার চাবে।

আর যে সব  state তে জনগন কম সেয় সব  City তে মূলট পোস্ট লাইভ হয়। আর ভাল কোন  City তে পোস্ট লাইভ করতে আপনাকে Phone নাম্বার  Use করতে হবে। তবে নাম্বার যত কম   Useকরতে পারবেন তত বেসি লাভ হবে। আর আপনাকে  Must be দরজ সহকারে পোস্ট দিতে হবে যে পর্যন্ত পোস্ট লাইভ না হয়। আপনাকে Craigslist এর কাজ পাওয়ার জন্য বিভিন্ন  Freelancingমার্কেট এ কাজ পাওয়ার জন্য বিট করতে পারেন।

কেউ  W4M Fresh Email Leads sell  করতে চাইলে যোগাযোগ করুন: Skype:  earn.center

Level 0

আমি Mr Asad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস