গ্রামীণফোনের বিভিন্ন সেবা ফ্রিতে নিন।

গ্রামীণফোন বাংলাদেশের সবথেকে বড় মোবাইল অপারেটর। আপনি গ্রামীণফোনের সকল সেবা অতি সহজে ম্যানেজ করুন এখন অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে। (যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য)।

তাহলে আসুন দেখি কীভাবে করবেন-

প্রথমে গ্রামীণফোনের ওয়েব সাইটে প্রবেশ করুন অথবা এখানে ক্লিক করুন। 

তারপর Create an account এ ক্লিক করুন। নিচের ছবির মতো পেজ আসবে।

এখানে সকল তথ্য সঠিকভাবে দিন। তারপর I have read and agree to the terms of use এ টিক চিহ্ন দিয়ে Create My Account এ ক্লিক করুন।

তারপর আপনার নাম্বারে একটা Security Code যাবে। এটা দিয়ে Account  একটিভ  করুন, E-mail ভেরিফিকেশনও দিতে পারে।

হয়ে গেল Account তৈরি করা।

এবার আপনি উপভোগ করুন জিপির বিভিন্ন সেবা আপনার মতো করে।

এবার আপনার একাউন্ট এ লগ-ইন করুন।

তারপর নিচের ছবির মতো আপনার হোমপেজ আসবে।

তারপর My Account থেকে আপনার Account এর তথ্য চেঞ্জ করতে পারবেন এবং Manege My Service থেকে আপনার সকল GP সেবা আপনিই নিয়ন্ত্রণ করতে পারবেন।

Billing Service থেকে আপনার Monthly খরচ এবং Online Top-Up করতে পারবেন

এবং Support অপশন থেকে ফ্রিতে কাস্টমার ম্যানেজারের সাথে অনলাইনে চ্যাট করতে পারবেন।

গ্রামীনফোনের সকল তথ্য উপভোগ করুন। (যদিও কলরেট বেশি-তারপরও আমরা যারা ব্যবহার করি, তাদের জেনে রাখা ভালো কিনা?)

ধন্যবাদ সবাইকে। সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সরদার ভাই দেখি আজকে পুরা গ্রামীন ফোন এর বিজ্ঞাপন দিলেন। 😀 ভাই মজা করলাম, ধন্যবাদ আপনার পোস্টের জন্য!!!

    Level 2

    @রাহাতুল ইসলাম: না ভাই, আমি যতটুকো জানি, এই বিষয়টা অনেকে জানে না, এজন্য টিউন করলাম। ধন্যবাদ।

আমি অনেক দিন আগে অ্যাকাউন্ট করসিলাম কিন্তু এখন password মনে নাই। security question ও মনে নাই।কিভাবে লগিন করা যায়??

    Level 2

    @Alone boy: Forgot Password এ ক্লিক করে security question দিন। security question মনে না থাকলে GP E-CARE এ যোগাযোগ করুন, মনে হয় সমাধান পাবেন। ধন্যবাদ।

জানা ছিলো তার পরও শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।

    Level 2

    @ব্লগার ভাই: আপনাকেও ধন্যবাদ।

thanx vai 😀

    Level 2

    @IHK শাওন: ধন্যবাদ।

এই ফ্রী !! হা হা !! কোন ভাত নাই ভাই ।।
এর থেকে এয়ারটেলে অ্যাকাউন্ট করেন ফ্রীতে এসএমএস থেকে শুরু করে এইগুলা সবই পাবেন ।

    Level 2

    @অজানা অচেনা: যারা GP ব্যবহার করে, তাদের কাজে লাগবে ভাই। ধন্যবাদ।

Level 0

ekhane ami joto bar login kortesi toto bar e mobile e message asteche. message asa ta bondho korar upay ki.
please janaben

    Level 2

    @monzil.tpi: ম্যাসেজ টা আসবে, কারণ এটা আপনার সিকুরিটি কোড। ধন্যবাদ।

Level 2

কিভাবে গ্রামীনফোনের মডেম ফ্রীতে পাবো তা বলেন।

    Level 2

    @omi97: মডেম ফ্রিতে পাওয়ার ঘটনা আমার জানা নাই ভাই, ধন্যবাদ।