
ফ্রি ওয়েবসাইট খুলতে চান? তাহলে আজ আমি আপনাদেরকে ফ্রি এর আসল অর্থ বুঝিয়ে দেব!
আমরা টিউনাররা আমাদের মন প্রাণ সবকিছু দিয়েই আপনাদের জন্য ব্লগিং করি বা টিউন লিখি। এখন আমাদের দেশে প্রচলিত পন্থা হলো, টিচার ছাত্রদের শিখাবে। কিন্তু টিচার যতটুকু জানেন তার সবটুকু কিন্তু শিখাবেন না, ধরুন টিচারের জ্ঞানের ৮০% তার ছাত্রদের শিখাচ্ছেন। আর তার ছাত্ররা ভবিষ্যৎতে টিচার হচ্ছে এবং তাদের ছাত্রদের ৮০% শিখাচ্ছে। তাহলে দেখা যায় যে, এভাবে জ্ঞানের পরিসর আস্তে আস্তে কমতে থাকে।
কিন্তু আমারা ব্লগাররা মানে সত্যিকারের ব্লগাররা আমরা যতটুকু জানি সেটাতো শিখাই বরং আমরা যা জানি না তাও শেখাতে চেষ্টা করি। যেমন আজ, আপনারা জানেন যে আমার এই ওয়েবসাইট বিল্ডিং বিষয়ে কোনো জ্ঞান নেই। কিন্তু আজ এই টিউনটি পড়ার পর কি তা আপনাদের মনে হবে।??
আপনারা তো শুধু টিউন নিশ্চুপে পড়ে চলে যান। আর কেউ কেউ কমেন্ট রেখে যান আমাদের জন্য। আপনারা হয়তো জানেন না, আপনাদের এই কমেন্টসগুলোই আমাদের ব্লগারদের মূল প্রেরণা ব্লগিং এর জন্য। খারাপ কমেন্টের জন্য হয়তো কেউ ব্লগিংই ছেড়ে দিয়েছে। কিন্তু আমি?? বিশ্বাস করবেন না গেমস জোনের শুরু দিকে প্রচুর খারাপ কমেন্ট পেয়েছি। কিন্তু আমি একদমই আলাদা। যাই হোক টিউনে আসি,
নতুন একটি সাইট চালু হয়েছে হোষ্টYD। এবং তাদের বেটা সংস্করণের জন্য ৩ গিগাবাইট হোষ্টি সহ ফ্রি ডোমেইন দিচ্ছে তাদের ইউজারদের জন্য। তবে আমি বুদ্ধি করে আপনাদের জন্য আনলিমিটেড ফ্রি হোষ্টি পন্থা বের করেছি তাহলো যদি আপনারা আমার লিংক হতে সাইটটিতে সাইন আপ করেন । যাই হোক সেটা আপনাদের ব্যাপার চলুন টিউনে চলে যাই।
http://api.hostyd.com/redir/5241074














আর কত .wordpress.com / blogspot.com বা .tk ডোমেইন ব্যবহার করবেন বলুন??? ডোমেইনে ভিন্ন স্বাদ আনুন মামা!!
নিচে আপনার পছন্দ মতো যেকোনো একটি ডোমেইন সাইটে গিয়ে আপনার পছন্দমত ফ্রি ডোমেইন আইডি খুলে ফেলুন:
সকল ফ্রি ডোমেইন লিষ্ট পেতে http://www.getfreedomain.name/ এই সাইটে যান।
এবার নতুন ডোমেইন কে আপনার হোষ্টিং এর সাথে মিলিয়ে নিন DNS সিস্টেম করে!!
আশা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর হ্যাঁ, গেমস জোনের নতুন সাইট http://www.gamewala.ga
অবশ্যই ঘুরে আসবেন একবার সময় পেলে!!
ধন্যবাদ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 150 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
jotil post. thanks