খুব সহজে আপনার কম্পিউটারের অপ্রয়োজনিয় ফাইলগুলো ডিলিট করুন

আমরা কম বেশী সবাই জানি, যখন কম্পিউটার ব্যবহার হয় তখন কম্পিউটার নিজ প্রয়োজনে কিছু ফাইল জমা করে। এবং এই ফাইলগুলো পরে আর কোন প্রয়োজনে আসে না যেমন : temp,recent,history file এখন এই ফাইলগুলো বার বার কম্পিউটারের ব্যবহাররে পর ডিলিট করা বেশ বিরক্তিকর। এখন আপনি ইচ্ছে করলে খুব সহজে এই ঝামেলা থেকে মুক্ত হতে পারেন শুধুমাত্র একটি .cmd ফাইল এর সাহায্যে।

আপনি নিচের লেখাগুলো একটি নোটপ্যাডে কপি করে yourname.cmd নামে সেভ করে এর উপর দুইবার ক্লিক করুন। ২ সেকেন্ডের মধ্যে আপনার সব ফাইল ডিলিট হয়ে যাবে।

@echo off

if %username% == Administrator.WINDOWS goto admin

REM ** Delete User Files **

rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Recent"

rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\Temp"

rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\History\History.ie5"

rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\Temporary Internet Files\content.ie5"

goto end

:admin

REM ** Do some extra stuff here **

REM ** What ever you want..... **

ECHO You are a Administrator

rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Recent"

rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\Temp"

rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\History\History.ie5"

rmdir /S/Q "%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\Temporary Internet Files\content.ie5"

REM ** Do more stuff here **

REM ** Blah, blah, blah......**

:end

exit

এটি আমার ইংরেজি ব্লগের How to make a batch file to clean computer এর বাংলা  অনুবাদ

আপডেটঃ আপনাদের সুবিধার জন্য আমি নিজে এর একটি emdad.cmd ফাইল তৈরি করে দিয়েছি। ডাউনলোড করুন এইখান থেকে

আপনারা সবাই আসলে যে সমস্যায় পড়েছেন সেটি হয়েছে খুব সূক্ষ একটি ভুলের জন্য। যদিও ভুল টি আমার দ্বারা হয় নি। ভুলটি নিচের ছবিতে দেখানো হল

emdadblog.blogspot.com

উপরের ছবিতে নিল অংশ টা খেয়াল করুন। এটি হল আমার ইংরেজি ব্লগের ছবি। এখন নিচের ছবিতে লক্ষ্য করুন

emdadblog.blogspot.com

এখন লক্ষ্য করুন যে, এইখানে বামপাশে দেখাচ্ছে বাংলায় সাংকেতিক চিহ্ন এবং ডানপাশে দেখাচ্ছে ইংরেজি সাংকেতিক চিহ্ন। যার কারণে সব ঠিক থকার পরও কাজ করছে না।

এখন আপনি যদি এইখান থেকে কপি পেষ্ট করে ব্যবহার করে থাকেন তাহলে চিহ্ন দেয়া অংশে আপনি দুপাশে ইংরেজি সাংকেতিক চিহ্ন ব্যবহার করুন।

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Its hurmful for winows 7

    Level 0

    @ Bappy

    ভাইজান কিছু মনে না করলে, এর কারণটা যদি জানাতে পারেন তাহলে আমার জন্য ভাল হয়।

    ধন্যবাদ আপনাকে

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

    Level 0

    ভাই harmful কেন , জানালে ভাল হবে।

ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য

    Level 0

    পাশাপাশি এ লিংক টা (techtunes.io/tips-and-tricks/tune-id/14432/) দেখতে পারেন ।

emdad ভাই কপি করে দিলে কাজ হয় না।
এটাকি মডিফাই করে দিতে হবে তাই যদি হয় তাহলে বিস্তারিত জানান।
আমি username change করেও দেখেছি কাজ হচ্ছে না।
সাহায্য করুন।

emdad ভাই কপি করে দিলে কাজ হয় না।
এটাকি মডিফাই করে দিতে হবে তাই যদি হয় তাহলে বিস্তারিত জানান।
আমি username change করেও দেখেছি কাজ হচ্ছে না।
সাহায্য করুন
আমি ও দেখেছি একই সম্যসা

Level 0

ধন্যবাদ এমদাদ ভাই , সুন্দর টিউন।

    Level 0

    ভাই এটা ব্যবহার করলে কি, C Cleaner ব্যবহার করতে হবে কিনা জানালে ভালো হতো ।

    Level 0

    @ কমল ভাইজান

    আমরা সবাই যে সব সফট ব্যবহার করি কম্পিউটার পরিষ্কার রাখার জন্য, রেজিস্ট্রি পরিষ্কার করার জন্য সহ আরো নান রকম কাজের জন্য, তা আসলে মুলত এই কাজগুলোই করে থাকে। তারা হয়ত বিভিন্ন কোডিং ব্যবহার করে এর GUI mode টাকে সুন্দর করে তোলে এবং ব্যবহারকারির নিকট সহজবোধ্য করে তোলে।

    আপনার যদি ডস কমান্ড, রেজিস্ট্রি, গ্রুপ পলিসি, উইন্ডোজ ফ্যায়ারউয়াল উপর ভাল আয়ত্ত থাকে তাহলে আমার মনে হয় না আপনাকে কোন 3rd party সফট ব্যবহার করতে হবে আপনার সমস্যা সমাধানের জন্য । 3rd party soft মূলত তাদের অনেক কাজ দেয় যারা কম্পিউটারের প্রতি তত বেশি জ্ঞান রাখে না।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

প্রশ্নঃ আপনি আপনার সাইটে বক্স এর ভিতরে কোড গুলো দিয়েছেন, আমার প্রশ্ন বক্স নিয়ে। টেকটিউন্সে বক্স এর ভিতরে দেখা যায় প্যারা করে লেখা যায় না। একলাইনে লিখতে হয়। প্যারা করে লিখলে হয় br অথবা p এর html কোড গুলো এসে পড়ে। অথচ আপনি আপনার সাইটে কি সুন্দর এবং প্যারা করে দিয়েছেন। এটা কিভাবে সম্ভব হল?
আপনি কি টেকটিউন্সে একটু টেস্ট করে দেখবেন যে বক্স এর ভিতরে প্যারা করে লিখলে br বা p ট্যাগ গুলো এসে পড়ে কিনা?

    আর একটা কথা, এখন মনে হচ্ছে, ইংরেজি ব্লগের তথ্য সূত্র দিয়ে ভালই করেছেন, তাতে যে কেও একবার হলেও ভিজিট করবে। আর আমি তো সব সাইটেই ভিজিট করতে চাই, আর গুগল এর এড গুলোতে অবশ্যই ক্লিক করি। সব মিস হতে পারে কিন্তু বিজ্ঞাপনে ক্লিক করা মিস হয় না…!!!

    Level 0

    @ সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও

    ভাইজান আমি দেখেছি কিন্তু আমারও একি অবস্থা। তাই আমি টেবল ব্যবহার করলাম এইখানে। দেখেন তো হল কিনা

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

ধন্যবাদ টিউনের জন্য।

    Level 0

    @ আউয়াল ভাইজান

    আপনাকেও ধন্যবাদ

    ভাইজান আপনি আমার কাছে যে সফটটি চেয়েছেন তা আসলে আমার কাছে নেই। দুঃখিত ভাইজান তার জন্য।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

এমদাদ ভাই কাজ হচ্ছে না।
বলেঃ this file contain unijoy contents. this fonts will not be found in future opening the notepad.

ভাইয়া ম্যানুয়াললি কাজ করার মজাই আলাদা। আর নিজে একটি কাজ কারার পর তো তৃপ্তি আরো বেড়ে যায়। যাই হোক আমি Disk Cleanner (http://www.diskcleaner.nl/) এর ১.৫.৭ র্ভাসন টি ব্যবহার করছি। আরো অনেক Junk এটি Remove করতে পারে। এবং এর নতুন ভার্সন টি Win7 কেও সার্পোট করে।

    Level 0

    @ স্টারটেক ভাইজান

    আপনাকে দেখতে তো অনেক জ্ঞানি মনে হয়, যদি ধারণা সত্যি হয় তাহলে Disk cleanner কেন ?

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

ধণ্যবাদ ইমদাদ ভাই তথ্যগুলি শেয়ার করার জন্য । ইমদাদ ভাই কিছু পরামশ’ নিতে চাই, আমি আমার ল্যাপটপে window 7 install করতে চাই ।
আমার ল্যাপটপ Toshiba L300 -254 . Ram 2 gb. কিভাবে window 7 এর ডাইভার পেতে পারি । আমার কাছে ডাইভার সিডি নেই ।
কি করলে ভাল হয় ।

    Level 0

    @ রমজান ভাইজান

    আপনাকে ধন্যবাদ আপনার এই জিজ্ঞাসার জন্য। আপনি এই লিঙ্ক হতে আপনার ড্রাইভারটি সংগ্রহ করে নিন।

    WINDOWS 7 Driver for Toshiba L300

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

এমদাদ
শুভেছছা নিবেন, আশাকরি ভাল আছেন।আপনার কথামত এরোর চেক করে না পেয়ে window 7 install করে এখন নূতন সমশ্যা দেখা দিয়েছে।আমি পিসিতে বাংলা টিভি দেখি। যখই টিভি ঙ্ক্রিন বড় করি সা উণ্ড পরিবতন হয়ে যায় ।আমি ড্রাইভার গুলি আপডেড করে ও দেখেছি।যেমন কলের গানের ব্যটারীর পাওয়ার কমে গেলে সাউনড হয় ,তেমনহয়।এখন আমি কি করব জানালে খুবই উপকার হত।

    Level 0

    @ মনি

    প্রথমে আপনাকে ধন্যবাদ আপনার জিজ্ঞাসার জন্য। প্রথমে আপনি কিছু বিষয় পরিষ্কার করে জানতে সাহায্য করুন

    * আপনি উইন্ডোজ ৭ এর আগে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করতেন ?
    * আপনি যখন টিভি স্ক্রীন বড় করেন তখন আপনার সাউন্ডের কি ধরনের পরিবির্তন হয়।(মানে সাউন্ড কি বড় হয়, নাকি সাউন্ড ফেটে যায়)
    * আপনি আমাকে যে উদাহরন দিয়েছেন সাউন্ডের ব্যাপারে সেটি বুঝতে সমস্যা হচ্ছে।

    আশা রাখি উপরের বিষয়গুলো পরিষ্কার করে লিখে আপনার সমস্যা সমাধানে সাহায্য করবেন।

    ধন্যবাদ আপনাকে