===========================================
সেন্টমার্টিন যাবার ক্ষেত্রে আপনি কোন Series এ আছেন ? Windows নাকি Linux !
আগে আপনার Series ঠিক করুন । তার পর মন চাইলে পড়ুন না চাইলে বাদ দেন ।
Linux Series
* ভবঘুরে,
* জীবন থকে যাদের কিছু পাবার ইচ্ছা নেই
* বিলাসিতা কম
* এডবেঞ্জার প্রিয়
* গৃহহারা রাস্তার ছাওয়াল
* পাগলী [নতুন সংযোজন]
Windows Series
* মহিলা ও শিশু,
* পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি,
* জীবনের প্রতি প্রচণ্ড মায়া
* অনেক ভীতি
* সময় সচেতন
Series ঠিক হয়ে গেলে পড়তে থাকুন । Linux এর টা ভালো করে পড়ুন । আমি মনে হয় Linux এর জন্য ভালো গাইডলাইন দিতে পারব । তারপর ও পোস্টের পূর্ণতার স্বার্থে Windows এর জন্য কিছু বলা । বিরক্ত হবেন না ।
আমাদের ভ্রমণ টা কিন্তু সেন্টমার্টিন এ । এবং আমরা নিচের ছবির অপশন গুলো ঘুরে দেখব । নিচে চিত্র সহ বর্ননা আছে ।
![]()
ধরে নিলাম ঢাকা থেকেই যাবো...............
Windows Series
----------------------
আপনাদের জন্য যা বলা তা সবাই জানে ।
ঢাকা থেকে কক্সবাজার রুটের বাসে উঠবেন । তবে অবশ্যই কক্স বাজার পর্যন্ত টিকেট করবেন । ভুল করে যেন চট্টগ্রামের টিকেট করে বসবেন না ।
কখন উঠবেন: যেহেতু আপনার Windows Series এর লোক তাই অবশ্যই সন্ধ্যা ৮ টা থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা থেকে যাত্রা শুরু করবেন । ঢাকা থেকে কক্সবাজার ১১থেকে১২ ঘণ্টার পথ তাই আপনারা পরের দিন সকাল ৮টা থেকে ১ টার মধ্যে কক্সবাজার পোঁছে যাবেন ।
টিকেট:
নন-এসিঃ ৩৫০/- ৪৫০/- টাকা পর্যন্ত ।
এসিঃ ৮৫০/- থেকে ১৪০০/-
অবশ্যই ঢাকা থেকে কক্সবাজারে একদিনের জন্য হোটেল বুক করে যাবেন । তার পর কক্সবাজারে যে কোন Tourism এ আলাপ করে সেন্টমার্টিন আসা যাওয়ার দায়িত্ব তাদের উপর ছেড়ে দেন । প্যাকেজ মূল্য জন প্রতি ১২০০/ টাকা থেকে শুরু করে আপনাদের থাকা ও খাওয়া উপর নির্ভর করে আস্তে আস্তে বাড়বে । বুজতেই পারতেছেন টাকা একটু বেশি যাবে এই । কি আর করবেন Windows Series তো ।
তাদের সাথে চুক্তি হয়ে গেলে আপনাদের কাজ শেষ । তবে তাদের সময় টার প্রতি খেয়াল রাখবেন ।
প্যাকেজ শেষ করে যেভাবে ঢাকা থেকে কক্সবাজার গেছেন সে ভাবেই আবার কক্সবাজার থেকে ঢাকা চলে আসবেন ।
সর্তকীকরন: আপনাদের অনেকেই ঢাকা থেকেই Tourism এর প্যাকেজ নেন । তা করবেন না । আবার অনেকে ঢাকা - সেন্টমার্টিন সরাসরি বাস সার্ভিসে আসেন । তা ও করবেন না ।
-----------------------------------------------------------------------
Linux Series:
------------------
Linux Series যারা আছেন তাদের জন্য নি সন্ধেহে একটা ভালো গাইডলাইন
প্রথম ২৪ ঘণ্টা:
ঢাকা - চট্টগ্রাম ( ট্রেন )
চট্টগ্রাম - কক্সবাজার ( মিনিবাস )
কক্সবাজার - টেকনাফ ( মিনিবাস )
পরবর্তী ২৪ ঘণ্টা:
টেকনাফ - সেন্টমার্টিন ( নৌকা )
*1, *2, *3 ও *4 নাম্বার অপশন দেখা ।
পরবর্তী ২৪ ঘণ্টা:
*6, *7, *8, *9, *10 ও *11 নাম্বার অপশন দেখা ।
শেষ ২৪ ঘণ্টা: ( ফিরে আসা )
সেন্টমার্টিন - শাহপুরীর দ্বীপ ( নৌকা )
শাহপুরীর - টেকনাফ ( জিপ )
টেকনাফ - কক্সবাজার ( বাস )
কক্সবাজার - ঢাকা ( বাস )
প্রথম ২৪ ঘণ্টা:
আপনার ঢাকা - চট্টগ্রাম ট্রেনে যাবেন । একটা অতীব স্বাভাবিক বিষয় এই যে আগে থেকে টিকেট না করলে টিকেট পাবার সম্ভাবনা নেই বললেই চলে । তবে টিকেট পান আর না পান স্ট্যান্ডিং টিকেট নিয়ে যেতে পারবেন, Linux Series এর পাবলিকদের টিকেট না ফেলে সমস্যা হবার কথা না ।
ঢাকার থেকে চট্টগ্রামের লোকাল ট্রেন কমলাপুর থেকে রাত ১০ টায় ছেড়ে ট্রেন চট্টগ্রামে পৌছবে সকাল ৮ টার দিকে এবং তূর্ণা এক্সপ্রেস রাত ১০ টা ৩০ মিনিটে ছেড়ে চট্টগ্রামে পৌছবে সকাল ৭ টার দিকে ।
টিকেট খরচ:
লোকালঃ ৬৭ টাকা
তূর্ণা এক্সপ্রেস: ১৫০ টাকা থেকে ৫৫০ টাকা পর্যন্ত ।
চট্টগ্রামে সকালে ট্রেন থেকে নেমে নাস্তা খাবার পর বাস স্টেশন এ যাবেন । সকাল ৯ টার দিকে একমাত্র সৌদিয়া মিনি বাসে উঠলে আপনি কক্সবাজারে যেতে পারবেন বেলা ১২ টার দিকে । মনে রাখবেন চট্টগ্রামে-কক্সবাজার রুটে একমাত্র সৌদিয়া মিনি বাস টাই ভালো । অন্য মিনি বাস গুলোতে ১ ঘণ্টা বেশি সময়ই লাগে ।
ভাড়া:
সৌদিয়া ১৬০ টাকা।
অন্য পরিবহন গুলো ১২০/- ১৩০/- টাকা দিয়ে আপনাকে নিতে চাইবে । কিন্তু ভুল করবেন না ।
দুপুর ১২ টার দিকে কক্সবাজারে পৌঁছার পর রেস্টুরেন্ট থেকে দুপুরের খাওয়া খেয়ে নিবেন । বাজারের ভেতরের হোটেল গুলোতে কম দামে ভালো করে খেয়ে নিবেন ।
Linux Series এর জন্য কম দামে ভালো হোটেল এর মধ্যে একটি হল নিরব হোটেল এন্ড রেস্টুরেন্ট ।
যেহেতু আপনারা Linux এর পাবলিক আপনাদের কক্সবাজারে হোটেল বুক দেবার দরকার নেই।
খাওয়া শেষ করে কোন চায়ের দোকানে বসে ৩ টা পর্যন্ত সময় কাটান । ঠিক ৩ টার পরে একটু ঝাউ বনে যান। ঝাউ বনে খুব নতুন একটা ভাব থেকে এই পড়ন্ত বিকেলের ঠিক আগ মুহূর্তে ।
নিচে আমার তোলা ছবি টা দেখেনঃ
![]()
সূর্য আস্ত গেলে সাথে সাথে সৈকত থেকে কক্সবাজার বাস টার্মিনাল এ চলে আসুন । একটুও দেরি করবেন না । এখান থেকে নাফ পরিবহনে করে টেকনাফ এর উদ্দেশ্যে যাত্রা করেন । এখানে ও অবশ্যই নাফ পরিবহনে উঠবেন । ভাড়া ৮০ টাকা জন প্রতি । ২ ঘণ্টার মধ্যে টেকনাফ বাজারে চলে আসতে পারবেন । টেকনাফ বাজারের নিচের সীমানার মধ্যে থাকবেন ।
![]()
1 হল টেকনাফ বাজারের চৌরাস্তা
2 হল টেকনাফ স্টিমার ঘাট (এখান থেকেই নৌকায় উঠবেন)
এখানে এসে খুব সস্তায় ৩০০/- থেকে ৪০০/- টাকার মধ্যে ৪-৫ জন থাকার মতো রুম পেয়ে যাবেন । ফ্রেশ হয়ে বাজারে এসে খাওয়া শেষ করে হাল্কা ঘুরে দেখুন । রাতে ভালো করে একটা ঘুম দেন ।
চোখ কান খোলা থাকলে নিচের ছবিটার মতো সন্ধেহভাজন জঙ্গিও দেখতে পাবেন
![]()
পরবর্তী ২৪ ঘণ্টা:
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ৯ টার দিকে আস্তে আস্তে ঘাট(টেকনাফ স্টিমার ঘাট) এ যাবেন । মনে রাখবেন সকাল ১০টা ৩০ মিনিটের পর এখান থেকে কোন নৌকা ছাড়ে না ।
টেকনাফ স্টিমার ঘাট ও নৌকার কয়েকটি ছবি দেখেন
![]()
![]()
![]()
এই ছবি গুলো ৩ নং সিগন্যাল এর মধ্যে তোলা । স্বাভাবিক ভাবে এতো ঢেউ থাকে না ।
স্টিমার ঘাট থেকে সেন্টমার্টিন এর জন্য ১০০/- থেকে ১২০/- টাকা করে টিকেট করুন । এবং নৌকায় উঠে পড়ুন । আবহাওয়া সিগন্যাল থাকলে নৌকার ক্যাপটেইন কে বলে লাইফ জ্যাকেট নিয়ে নিবেন । নৌকায় উঠার আগে অবশ্যই খাবার পানি সাথে নিবেন । এবং একজোড়া বার্মিজ জুতা কিনে নিবেন ।
৩-৪ টা সিগন্যাল এর মধ্যে ও নৌকায় করে যাওয়া যায় ।
উল্লেখ্য আমি ৪ এবং ৫ নম্বর সিগন্যাল এর মধ্যে ও নৌকায় করে টেকনাফ থেকে সেন্টমার্টিনে গেছি ।
আপনারা ১ টা থেকে ২ টার মধ্যে সেন্টমার্টিনে পোঁছে যাবেন ।
![]()
সেখানে পোঁছার পর একটা হোটেল রুম ভাড়া নিবেন । এখানেও ৩০০/- থেকে ৫০০/- টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন । তবে মাছ বাজারের মত দারাদরি করতে হবে । রুম ভাড়া নেয়ার সমই কতক্ষণ পর্যন্ত Generator Service দিবে তা ঠিক করে নিবেন । সাধারণত সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত Service দেওয়া হয় । তবে কথা না বললে হয়ত সুযোগ নিতে পারে ।
আর সেখানে যে কোন ধরনের সহায়তা জন্য নিচের লোকটি মানে সোনামিয়ার সাথে কথা বলতে পারেন । তিনি সেন্টমার্টিনের প্রথম দোকান সোনার তরীর মালিক । এবং তিনি হলেন সবচেয়ে বেশি পরিচিত ব্যাক্তি ।
![]()
সোনামিয়া এর সব কথা তার নিজের মুখে শুনে নিবেন । আমি শুধু বলতে পারি লোকটা ভালো । প্রয়োজনে মোবাইল চার্জ এ দিয়ে যেতে পারেন । Risk Free.
খাওয়া দাওয়া: যেহেতু আপনারা Linux এর এবং আপনারা থকবেন সেহেতু আপনার দুপুরের খাবার ৩ টার পরে খাবেন । সে ক্ষেত্রে আপনারা অদৃশ্যভাবে নূন্যতম ৩৫ % ডিসকাউন্ট পাবেন । কারণ এই সময়ে সেন্টমার্টিন এক দিনের Windows এর লোকেরা থাকে না । আর যারা থাকে তারা প্যাকেজের অন্তর্ভুক্ত থাকে তাদের হিসেব না করাটাই ভালো । আর যদি সোনামিয়ার (সোনার তরী) হোটেল এ খান তাহলে চেষ্টা করলে ৫০ % ডিসকাউন্ট পাবেন ।
খাওয়া দাওয়ার পরে হোটেলে গিয়ে হাল্কা একটা ঘুম দেন । নিচের ছবিটা অনুসরণ করে ঘুরে দেখুন:
![]()
অপশন গুলো নিচে বর্ননা করা হল । এবং পত্যেকটি অপশন এর আগে * দেয়া আছে ।
* 1 সেন্টমার্টিন ঘাঁট বা বাজার (ছবি দিতে পারলাম না)
* 2 এ দিকটার জোয়ার এর সময় নামবেন । ১টী নীল তির চিহ্নিত এই রেঞ্জের মধ্যেই আপনি সাগরের নীল জল এর সৌন্দর্য অন্য যে কোন যায়গা থেকে বেশি উপভোগ করতে পারবেন । এই দিকটায় পাথরের দিকে একটু খেয়াল রাখবেন, না হলে হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা ১০০% । জুতা পরে নামই ভালো ।
নীল জল দিগন্ত:
![]()
![]()
* 3 এর দিকটা আমার খুব ভালো লাগে। ছবিটা দেখুন আশা করি আপনাদের ও ভালো লাগবে।
![]()
* 4 রাত ১ টা থেকে যখন ভাটা শুরু হবে তখন এই (২ টি নীল তির চিহ্নিত অংশ) এ অনেকদূর পর্যন্ত যাওয়া যায় । তবে মাঝে মাঝে হালকা চোরা বালি আছে । জোয়ার আসার সময় সমান্তরাল পথে পিছনের দিকে মানে দ্বীপের ভূমির দিকে চলে আসবেন । মনে রাখবেন আপনারা সামনের দিকে হাঁটার জন্য যে পরিমাণ সময় পাবেন ফিরে আসার জন্য পাবেন তার ৩ ভাগের ১ ভাগ । কারণ ভাঁটার সময় পানি নামতে সময় নেয় ২ থেকে ৩ ঘন্টা । আর জোয়ারের সময় পানি প্রায় ৩০-৩৫ মিনিটের মধ্যে দ্বীপের কিনারায় চলে আসে । (ছবি দিতে পারলাম না)
*5 এই রেঞ্জের মাঝে ধানক্ষেত দেখতে পাবেন ।
![]()
*6 এই দিকটায় কয়েকটা আজব পাথর দেখতে পাবেন । যেমন, মানুষ পাথর । কোন একসময় নাকি এইখানে মানুষ থেকে পাথর হয়ে যায় । তবে এই দিকটা আউটলুক খুবই সুন্দর ।
মানুষ পাথর নামে পরিচিত পাথর:
![]()
মানুষ পাথরের কাছ থেকে এই দিকটার আউটলুক
![]()
*7 দ্বীপের এই ভাগটায় শুধু নারিকেল গাছ । এখানেই নারিকেল জিঞ্জিরা নামের সার্থকতা খুঁজে পাবেন ।
![]()
*8 ছেড়া দিয়া যাবার সময় খুব ছোট যায়গা, দ্বীপ বলা যায় না । এখানে ভাটার সময় পানি যখন হাঁটু পরিমাণ থাকে তখন ৫ - ৬ সেন্টিমিটারের জোঁক দেখতে পাবেন । এবং ভাটার পরে একসাথে কয়েকশো লাল কাঁকড়া দেখতে পাবেন ।
![]()
*9 হল ছেড়া দিয়া । ভাটার শেষের দিকে যখন পানির পরিমাণ কম থাকে তখন অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাবেন কিন্তু ধরতে পারবেন না । এই খানে একটা পাথর কে মৌসুমি পাথর বলা হয় কারন চিত্র নায়িকা মৌসুমি নাকি ওই পাথরের উপর কোন এক সময় অভিনয় করেছিলেন । এর ভিতরের দিকে তাকালে আপনার দুই এক সেকেন্ড এর জন্য সুন্দরবন মনে হতে পারে । ভিতরে মিঠা পানির জলাশয় আছে । পানি গুলো স্বচ্ছ হলেও বিষাক্ত । না নামাটাই ভালো ।
![]()
*10 এইখানে দেখতে পাবেন হাল্কা কিছু যাউ গাছ । সংখ্যায় কম তবে কক্সবাজারের যাউ বন এর চেয়ে অনেক বেশি সুন্দর । (ছবি দিতে পারলাম না)
*11 এই দিকটা খুব সুন্দর । নিচের ছবিটা দেখলে কিছুটা বুজতে পারবেন ।
![]()
অবশ্যই দ্বীপের এই *11(লাল তির চিহ্নিত) সাইটে পানিতে নামবেন না । এই দিকে ঢাল নেই । অবশ্য কেউ যদি Suicide করতে চায় তা হলে ভিন্ন কথা। নিচের ছবিটা আবার দেখুন।
![]()
Tips: 1
*2 ও *3 নাম্বার অপশন এ আপনারা দুপুর ২ টা ৩০ মিনিটের পরে ঘুরতে যাবেন । তখন এখানে একদিনের প্যাকেজের Windows Series এর লোকজন থাকে না । অবশ্য কেউ যদি ললনা দেখতে চান তাহলে তার আগেই আসতে হবে । কারণ সেন্টমার্টিনে আপনি কোন মেয়েকে দেখতে পাবেন না । তাই আপনাকে Windows Series দেরই দেখতে হবে ।
Tips: 2
*4 নাম্বার অপশন দেখতে আপনারা রাত ১২ টার দিকে বের হবেন । যদি জোছনা থাকে তাহলে তো কোন কথাই নাই । দেখতে ভুলবেন না কিন্তু । উল্লেখ্য সেন্টমার্টিনে কোন ফটকা পাবলিক নাই । মানুষ দ্বারা সৃষ্ট কোন সমস্যায় পড়তে হবে না ।
পরবর্তী ২৪ ঘণ্টা:
Tips: 3
*9 নাম্বার মানে ছেড়া দিয়া তে যেতে সকাল এ ঘুম থেকে উঠে ভালো করে খাওয়া দাওয়া করবেন না পারলে সাথে নিয়ে নিবেন । পর্যাপ্ত পরিমাণে পানি নিবেন । সকালে আপনারা হাটা শুরু করলে ভাটার সময় সেন্টমার্টিনের এর শেষ প্রান্তে চলে যেতে পারবেন । ছেড়া দিয়া ঘুরে আসতে আপনাকে প্রায় ৭-৮ কিলোমিটার হাঁটতে হবে । আপনারা যথাক্রমে *6, *7, *8, *9, *8, *10, *11 অপশন গুলো অনুসরণ করে হাঁটলে ভালো দেখতে পাবেন । ছেড়া দিয়া কিছুক্ষণ থাকার পর জোয়ার আসার সময় চলে আসবেন । যদি হেলাফেলা করে হাঁটেন তা হলে আসতে পারবেন না পরবর্তী ভাটা মানে রাত ১ টা পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
ছেড়া দিয়া থেকে *1 এ আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে । তারপর বাজার টা ঘুরে দেখুন । লোকাল লোকজনদের সাথে কথা বলুন ।
শেষ ২৪ ঘণ্টা:
সকালে ঘুম থেকে উঠে নৌকার সময় টা জেনে নেন । সাধারণত বিকেল তিনটার দিকে নৌকা গুলো ছাড়ে । নৌকায় উঠে আপনারা টেকনাফ না নেমে শাহপুরির দ্বীপ এ নামতে পারেন । শাহপুরির দ্বীপ হল দক্ষিণের স্থলভাগের শেষ সীমান্ত । দ্বীপ টা ঘুরে দেখুন । এইখানে চোরাবালি মারাত্মক । এইখান থেকে জিপ এ করে টেকনাফ চলে যান ভাড়া ২০ টাকা । টেকনাফ একদিন থেকে ঘুরে দেখতে পারেন আবার রাতের মধ্যেই কক্সবাজার চলে আসতে পারেন । কক্সবাজার থেকে সরাসরি ঢাকা চলে আসবেন । আসার সময় ভুল করেও চট্টগ্রাম হয়ে আসবেন না ।
---------------------------------
আমার তোলা কয়েকটা ছবি:
ছবিঃ ১ জীবন যে আমার কাছে খুব মুল্যবান তা কি জানেন ?
![]()
ছবিঃ ২ Camp Fire ও করতে পারেন ?
![]()
ছবিঃ ৩ সূর্য আস্ত (মেঘময় আকাশ)
![]()
ছবিঃ ৪ মানুষ পাথর
![]()
ছবিঃ ৫ আরেকটা পাথর
![]()
ছবিঃ ৬ একটা কাঁকড়া
![]()
ছবিঃ ৭ ছোট কাঁকড়ার বালুর নকশা
![]()
ছবিঃ ৮ ছেড়া দিয়ায় সুন্দরবন
![]()
ছবিঃ ৯ একমাত্র কূপ
![]()
ছবিঃ ১০ সেন্টমার্টিনে শাপলা ফুল
![]()
ছবিঃ ১১ মাছ
![]()
ছবিঃ ১২ শুঁটকি
![]()
ছবিঃ ১৩ ভাজা মাছ
![]()
আপডেটঃ আমার তোলা আরও কয়েকটি ছবিঃ
ছবিঃ ১৪
![]()
ছবিঃ ১৫
![]()
ছবিঃ ১৬
![]()
ছবিঃ ১৭
![]()
ছবিঃ ১৮
![]()
ছবিঃ ১৯
![]()
ছবিঃ ২০
![]()
ছবিঃ ২১
![]()
ছবিঃ ২২
![]()
ছবিঃ ২৩
![]()
ছবিঃ ২৪
![]()
ছবিঃ ২৫ এক মাত্র এই ছবিটি নাফ নদী থেকে তোলা:
![]()
কারো কাছে যদি এই বিষয়ে ভাল কোন পরামর্শ থাকে অবশ্যই জানাবেন।
ভালো থাকবেন ।
কে কোন Series আছেন তা জানাইলে ধইন্যাপাতা দিতাম ।
Linux এর পাপীরা হাল্কা আওয়াজ দিয়েন !
------------------------------------------
------------------------------------------
আমি Marufbdonline। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন লাগলো, মনে হয় এখনই ঘর থেকে বের হই সেন্টমার্টিনের উদ্দেশ্যে।