সিডি/ডিভিডি ড্রাইভ ও পেনড্রাইভ ছাড়াই উইন্ডোজ ৮.১ সহ সকল উইন্ডোজ সেটআপ দিন

আসসালামু আলাইকুম।কেমন আছেন আপনারা?আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহ্‌র অশেষ কৃপায় ভালই আছি।থাক আর কথা না বাড়িয়ে মুল টিউনে যাওয়া যাক।

আমাদের কম্পিউটারে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতে হয়।কাজের ও ভাইরাসের কারনে কম্পিউটারে সমস্যা হওয়ার কারনে প্রায়শ আমাদের উইন্ডোজ সেটআপ দিতে হয়।কিন্তু অনেকেরই সিডি/ডিভিডি ড্রাইভ নষ্ট।আবার ইউএসবি দিয়েও সেটআপ দেওয়া যায় উইন্ডোজ।কিন্তু মাঝে মাঝে প্রয়োজনের সময় সেই কাজের পেনড্রাইভটিও থাকে না আমাদের কাছে।এটা যে কি রকম বিরক্তিকর তা আমার মত যারা এ সমস্যায় পড়েছে তারা বুঝতে পারবে।কিন্তু অনেকেই আছে যারা জানে না যে সিডি/ডিভিডি ড্রাইভ অথবা পেনড্রাইভ ছাড়াও উইন্ডোজ সেটআপ দেয়া যায়।উইন্ডোজ ৮ এবং এর আগের উইন্ডোজ সংস্করণগুলোতে পিসি চালু অবস্থায় ডিরেক্ট সেটআপ দেয়া যেত।কিন্তু উইন্ডোজ ৮.১ এ এই সিস্টেমটা নাই।মানে আপনি পিসি ওপেন রেখে সেটআপ দিতে পারবেন না।আপনার সিডি/ডিভিডি ড্রাইভ অথবা পেনড্রাইভ অবশ্যই দরকার হবে।কিন্তু আমি আজকে দেখাবো যে EasyBCD নামের একটি সফটওয়্যারে দিয়ে হার্ডডিস্কে বুটেবল উইন্ডোজ তৈরি করে ওটা দিয়েই কিভাবে উইন্ডোজ সেটআপ দিবেন।এভাবে আপনি উইন্ডোজ ৮.১/৮/৭/এক্সপিসহ সব উইন্ডোজ সেটআপ দিতে পারবেন।যেহেতু উইন্ডোজ ৮.১ উইন্ডোজ এর নতুন সংস্করণ এবং এটি যেহেতু ডিরেক্ট পিসি থেকে সেটআপ দেয়া যায় না।তাই আমি আজকে উইন্ডোজ ৮.১ সেটআপ দিয়ে দেখাবো।এর জন্য আপনার দরকার হবে-

১।EasyBCD সফটওয়্যার

Download

২।উইন্ডোজ ৮.১ এর ISO ফাইল।যাদের কাছে নেই তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

Download(32 bit)

Download(64 bit)

নিয়মাবলিঃ

১।যদি আপনি D: ড্রাইভে উইন্ডোজ সেটআপ দিতে চান তাহলে উইন্ডোজ ৮.১ এর ISO ফাইল ওই ড্রাইভে কপি করে রাখুন(অবশ্যই কোন ফোল্ডারের মধ্যে রাখবেন না।খালি জায়গায় রাখুন)।আর D: ড্রাইভে  নতুন একটা ফোল্ডার তৈরি করুন এবং উইন্ডোজ ৮.১ এর ISO ফাইল MagicISO/Winrar দিয়ে Extract করে ওই ফোল্ডারের মধ্যে রাখুন।ফোল্ডারটির নাম দিন win81kit।তার সাথে সাথে D: ড্রাইভে vhd নামের একটা ফোল্ডারও তৈরি করুন।ঠিক নিচের মত হবে।

 MagicISO Download

২।তারপরে EasyBCD নামের সফটওয়্যারটা ওপেন করুন এবং এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন।

৩।Add New Entry বাটনে ক্লিক করুন।

৪।তারপরে নিচে ISO বাটনে ক্লিক করুন।

৫।Path এর খালি বক্সের দান পাশে ছোট আইকনটিতে ক্লিক করে যেখানে আপনার উইন্ডোজ ৮.১ এর ISO ফাইল আছে তা দেখিয়ে দিন এবং এর নাম দিন Windows 8.1 ISO।তারপরে Add Entry তে ক্লিক করুন।

৬।তারপরে Edit Boot Menu তে ক্লিক করুন নিচে Save settings এ ক্লিক করে বেরিয়ে আসুন।

৭।এরপরে পিসি রিস্টার্ট দিন এবং BIOS থেকে অবশ্যই 1st Boot Device হিসেবে আপনার হার্ডডিস্ক থাকতে হবে।পিসি চালু হবার পর দেখবেন অনেকগুলো অপশন দেখাচ্ছে।ওখান থেকে Windows 8.1 ISO সিলেক্ট করুন।বুট মেনু ওপেন হলে যেকোনো একটা কিবোর্ড এর বাটন প্রেস করে উইন্ডোজ সেটআপ এর সূচনা করুন।

৮।তারপরে নিচের উইন্ডোটি দেখতে পাবেন।

৯।ওখানে কিছু না করে SHIFT+F10 চেপে কমান্ড প্রম্পট ওপেন করুন।

১০।কমান্ড প্রম্পটে c: লিখে Enter প্রেস করুন।

১১।তারপরে লিখুন dir এবং Enter প্রেস করুন।

১২।এরপর d: লিখে Enter প্রেস করুন।

১৩।এরপর dir লিখে Enter প্রেস করুন।

১৪।cd win81kit লিখে Enter প্রেস করুন।

১৫।cd sources লিখে Enter প্রেস করুন।

১৬।তারপরে diskpart লিখে Enter প্রেস করুন।

১৭।এরপরে create vdisk file=d:\vhd\win81ent.vhd type=expandable maximum=41000 লিখে Enter প্রেস করুন।

১৮।এরপরে select  vdisk file=d:\vhd\win81ent.vhd  লিখে Enter প্রেস করুন।

১৯।attach vdisk লিখে Enter প্রেস করুন।

২০।তারপর exit লিখুন।

২১।এরপর setup লিখে Enter প্রেস করুন এবং সাথে সাথে একটা নতুন উইন্ডো ওপেন হবে।

এরপরে আমার আর কিছু বলার নাই।নরমাল নিয়মানুসারে উইন্ডোজ সেটআপ দেন।যাদের আমার টিউনের পরেও বুঝতে সমস্যা হয়েছে তারা নিচের ভিডিওটি দেখতে পারেন।আমি এই ভিডিওটির আদলেই সম্পূর্ণ টিউনটি করেছি।

Install windows without DVD or USB Stick

N.B- ১।কমান্ড প্রম্পটের প্রত্যেকটা কমান্ড আমি যেভাবে দিয়েছি সেভাবে বানান ও কোথায় স্পেস আছে তা দেখে টাইপ করবেন।নাহলে ভুল কমান্ডের কারনে আবার আপনাকে টাইপ করতে হবে।

২।এভাবে আপনি একি নিয়মে সেটআপ দিয়ে অনেকগুলো উইন্ডোজ এর ভার্শন চালাতে পারেন।

৩।আমি টেকটিউনস এ সার্চ দিয়ে এই ধরনের কোন টিউন পাইনি।যদি পূর্বে কেউ এই ধরনের টিউন করে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।

আমার একটা প্রবলেম হচ্ছে।কেউ সমাধান দিতে পারলে উপকৃত হতাম।আমি স্ক্রিনশট নিতে পারি না।কেউ যদি একটা ভাল স্ক্রিনশট নেয়ার এবং সেই স্ক্রিনশট এডিট করার একটা সফটওয়্যারের নাম বলতেন তাহলে উপকৃত হতাম।দেখতেই পাচ্ছেন আমি ভিডিও থেকে Windows+Print Screen চেপে স্ক্রিনশট নিয়েছি।

আজ তাহলে এখানেই শেষ করলাম।পরবর্তীতে যাতে আরো ভাল টিউন করতে পারি সেজন্য দয়া করবেন।

Level New

আমি Munna11। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগলো।

Level New

ধন্যবাদ।

Level 0

আমার পিসিতে win-7 setup দেয়া আছে। d ড্রাইভে win8.1 সেটআপ করলে কি আমার c drive এর আগের windows-৭ থেকে যাবে? c ড্রাইভে win8.1 সেটআপ করতে চাইলে কি ভাবে করতে হবে?

    Level New

    না,আপনার দুইটা উইন্ডোজই থাকবে।বুট মেনুতে তখন আপনি উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ আলাদা আলাদা দেখতে পাবেন।যেটা চালাতে চান সেইটা সিলেক্ট করে Enter প্রেস করতে হবে।আমি নিয়মাবলীতে ১ নম্বর অপশন এ D: ড্রাইভে যা যা করেছি তা আপনার C: ড্রাইভে করতে হবে।আর আপনাকে তখন ১২ ও ১৩ নম্বর অপশনটা বাদ দিতে হবে।

শেয়ার করার জন্য ধন্যবাদ

    Level New

    আপনাকেও ধন্যবাদ।

c drive এ একটা windows থাকা অবস্থায় অন্য windows দেয়া যাবে এইভাবে?

    Level New

    হ্যাঁ,আকাশ ভাই।এভাবে একাধিক উইন্ডোজ চালানো যাবে।শুধু হার্ডডিস্ক এর স্পেস একটু বেশি থাকলেই হল।

Level 2

আমিত দুইটা রাখছি Cড্রাইভে 150 জিবি, আর যেটা D ঐ টারে লিখলাম CCCCC 112 জিবি

    Level New

    ভাই কি বুঝাতে চেয়েছেন ঠিক বুঝতে পারলাম না!

Level 0

vai amar pc te age je kono drive-a windows set up deya jeto.kintu akhon r dite pari na.lekha ase there is one or more dynamic volume in this drive.kono solution dite parben.????

    Level New

    ভাই আপনার প্রবলেমটা আমি বুঝতে পেরেছি।আপনার হার্ডডিস্ক এর ড্রাইভগুলো Dynamic হয়ে আছে।এগুলোকে Basic ডিস্ক এ কনভার্ট করলেই হবে।আপনি নিচের লিঙ্ক থেকে Easeus Partition Master সফটওয়্যারটা ডাউনলোড করে নেন।এটা Free Home Edition।

    লিঙ্ক- http://download3.easeus.com/free/epm.exe

    ডাউনলোড করার পরে ইন্সটল করুন।যে ড্রাইভটিকে Basic এ কনভার্ট করতে চান ওই ড্রাইভের ওপর ক্লিক করুন এবং এর বামে দেখবেন Convert To Basic disk নামের একটা অপশন আছে।ওইটাতে ক্লিক করুন।এইভাবে আপনার যে ড্রাইভগুলোতে সমস্যা ওইগুলোকে Basic Disk এ কনভার্ট করুন।এর পরে আর সমস্যা থাকার কথা না আর আপনি তখন যেকোনো ড্রাইভে উইন্ডোজ সেটাপ দিতে পারবেন।

      Level 0

      @Munna11:
      vai convert to basic disc to lekha nai…

        Level New

        আপনি সফটওয়্যারটা ওপেন করার পরে Partition manager এ ক্লিক করুন।তারপরে একটা নতুন উইন্ডো ওপেন হবে।তারপরে দেখবেন লেখা আছে Dynamic disk(Disk 0 বা 1 যাই হোক)।এখন Dynamic disk লেখাটির ওপর ক্লিক করে বামে দেখবেন convert to basic disk নামের একটা অপশন আছে।সেটাতে ক্লিক করুন।তারপরে সবকিছু অটোমেটিক হবে।তারপরেও কিছু না বুঝলে নিচের ভিডিওটি দেখতে পারেন।ভিডিওটিতে বোঝানোর জন্য প্রথমে একটি Basic disk কে Dynamic disk এ কনভার্ট করা হয়েছে।পরে আবার ওই Dynamic disk কে Easeus Partition Master সফটওয়্যার দিয়ে Basic disk এ কনভার্ট করা হয়েছে।

        লিঙ্ক- http://www.youtube.com/watch?v=Cs00Rhq5NZ8

Level 0

sreenshot neorar jonno Start menu te search din snipping tool likhe, asha kori peye jaben.

    Level New

    ধন্যবাদ আপনাকে।

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ

Level New

আপনাকেও ধন্যবাদ।

শেয়ার করার জন্য ধন্যবাদ

    Level New

    ধন্যবাদ।

parle highly compressed kuno iso den…. 3.3gb namaile fokir howa chara upay nai 🙁

    Level New

    নেট এ অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না 🙁 যা পাওয়া যায় তার সবই ফেক।সবগুলিতে উইন্ডোজ এক্সপি দেয়া।একটা পেলাম যেটার সাইজ ২.৭ গিগাবাইট।

Level 0

ধরুন আমার পিসির ও এস ক্রাশ করেছে বা নতুন করে ও এস দিতে হবে ,সেক্ষেত্রে কি আমি হার্ডডিস্কে রাখা বেকআপ আ ও এস ফাইল থেকে windwos ৭/৮ সেটআপ দিতে পারব? আগের দিনে windows 98 যেভাবে সেটআপ করা যেতো ?

vai (7) nunber screen a dekhlam Win 7 . WIN XP ,, Win 8.1 akhane apni win 8.1 select korte bolesen. Akhane jodi ami win xp select kori tahole ki win xp setup hobe..????

    Level New

    ভাই স্ক্রিনশট যে কম্পিউটার থেকে নেয়া হয়েছে সেখানে অনেকগুলো উইন্ডোজ এর সেটআপ ফাইল এই পদ্ধতিতে বুটেবল করা ছিল।তাই অনেকগুলো উইন্ডোজ এর সংস্করন দেখা যাচ্ছে।আপনি মনে করেন যদি উইন্ডোজ ৭ চালান এবং উইন্ডোজ ৮.১ এর ISO বুটেবল করেন তখন সেক্ষেত্রে স্টার্ট স্ক্রিনে শুধু উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ ISO দেখতে পাবেন।তখন উইন্ডোজ ৮.১ ISO তে সিলেক্ট করে Enter প্রেস করুন।

বেশ লাগল পোষ্টটা। থ্যাংস

Level New

ওয়েলকাম।

অনেক সুন্দর টিউন সাজানো গোছানো @ ধন্যবাদ চালিয়ে যান।

    Level New

    আপনাকেও ধন্যবাদ হোছাইন ভাই।

ভাই আপনার নাম্বার টা পাওয়া যাবে? 01733 108 138 মিস দেন?

আমি যদি ড্রাইভে উইন্ডোজ ইন্সটল দিতে চাই তাহলে কি করতে হবে এবং আমি যে ফোল্ডারে উইন্ডোজের আইসো ফাইল গুলা রেখেছি ঐ টা কি থেকে যাবে। জানালে উপকার হবে।