টেকটিউনস এ এটাই আমার ১ম পোস্ট......তাই ভুল হলে বা Re-post হলে মাপ করবেন......
দুইদিন আগে একটা Problem face করতে হয়েছে আমাকে...। আর সেটা হলো আমি একটা বই কিছুতেই Google search করে পাচ্ছিলাম না......অবশেষে যাওবা পেলাম তাও আবার নিবন্ধন করে Download করতে হবে...। মহা ঝামেলা...।।ওদিকে Next দিন আবার exam, তাই হাতে সময় ও নাই...। কি করি ? তাই একটু ভিন্ন পধতি ধরলাম...।একটু Google করতেই পেয়ে গেলাম খুবই Important একটা Software…..Google hacks 1.6v……আর এর মাধ্যমে আমি সহজেই আমার কাংখিত বই এর ডাউনলোড লিঙ্ক টি পেয়ে গেলাম।
এটা খুবই সহজে ব্যবহার করা যায় এবং এটি যেকোন ফাইল কে pin point করে search করতে পারে......।
শুধু মাত্র search string এ আপনার ফাইল এর নাম এবং ফাইল টাইপ থেকে আপনার ফাইল এর টাইপ select করে search click করুন। একটা ব্রাউজার উইন্ডো ওপেন হবে...।
শুধু মাত্র বই নয়...। music, video, software….প্রায় সব ফরমেটেই search করতে পারবেন ইন্টারনেট থেকে...।।
আপনাকে আর Google এর হাজারো লিঙ্ক থেকে আপনার কাঙ্ক্ষিত ডাউনলোড লিঙ্কটি বের করার জন্য সময় অপচয় করতে হবে না......
তবে এই software দিয়ে হয়তো hacking ও করা যাবে...কিন্তু আমার এটাই অনুরোধ এটা ভাল কাজে ব্যবহার করবেন...তাহলেই আমার কষ্ট সার্থক হবে...।।
Post টি ভাল লাগলে comment করতে ভুলবেন না......
আমি কিশর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথম টিউন হিসেবে খুবেই ভালো হয়েছে।ধন্যবাদ টিউন এর জন্য।