রিসিউম করুন আপনার ডাউনলোড timeout হওয়া ফাইল টি।ছোট্ট একটি কৌশলে।

ইন্টারনেটে ফ্রি ডাউনলোড করা যায় এমন একটা সাইট হল মিডিয়াফায়ার। কিন্তু এ ধরনের অধিকাংশ সাইটের মতোই এতে আপলোড করা ফাইলসমূহের কোন হট লিংক থাকে না। এতে প্রতিটা আপলোড করা ফাইলের জন্য একটা রেফারেন্স লিংক থাকে যে লিংকটা ব্রাউজারে চালু করলে তাত্ক্ষণিকভাবে ব্রাউজারের রিকোয়েস্টের ভিত্তিতে সার্ভার থেকে আপনাকে একটা ডাউনলোড লিংক দিবে। কিন্তু এই লিংকটা হবে অস্থায়ী এবং অবিতরণযোগ্য। অর্থাত্‍ নির্দিষ্ট সময় পরে এটা আর কাজ করবে না এবং যতক্ষণ কাজ করবে ততক্ষণও এটা যে কম্পিউটার থেকে পাওয়া গেছে শুধুমাত্র সেই কম্পিউটারেই কাজ করবে। শুধু মিডিয়া ফায়ার না, বর্তমানে অধিকাংশ ফাইল স্টোরেজ সাইটের পদ্ধতি মোটামুটি একই রকম।

এখন আপনার ইন্টারনেট কানেকশন যদি খুব ফাস্ট হয়, তাহলে আপনি এসব সাইট থেকে কয়েকশ মেগাবাইট সাইজের ফাইল কোন রকম ঝামেলা ছাড়াই ডাউনলোড করে ফেলতে পারবেন। কিন্তু আপনার স্পীড যদি কম হয় অথবা ফাইলের সাইজ যদি অনেক বড় হয় তাহলে আপনার পক্ষে সম্পূর্ণ ফাইলটা একবারে ডাউনলোড করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে ফাইলটা কিছু সময় পরে আর ডাউনলোড হচ্ছে না। এমন কি ডাউনলোড রিজিউমও করা যাচ্ছে না। এর কারণ হচ্ছে এই সময়ের মধ্যেই ফাইলটার ডাউনলোড লিংক পরিবর্তিত হয়ে গেছে।

এই সমস্যা সমাধানের জন্য অর্থাত্‍ এরকম অবস্থায় ডাউনলোড রিজিউম করার জন্য আপানাকে ঐ ফাইলের রেফারেন্স লিংকটা অর্থাত্‍ যে লিংকটা ব্যবহার করে আপনি প্রথমবার ডাউনলোড লিংকটা পেয়েছিলেন সেই লিংকটা পুনরায় ব্রাউজারে চালাতে হবে। এরফলে আপনি ফাইলটার একটা নতুন ডাউনলোড লিংক পাবেন। আপনি যদি ভালোভাবে লক্ষ করেন তাহলে দেখতে পাবেন যে পূর্বের ডাউনলোড লিংক এবং এই ডাউনলোড লিংক ভিন্ন। এবার আপনি যেই ডাউনলোড ম্যানেজার দিয়ে ফাইলটা ডাউনলোড করছিলেন (ধরে নিচ্ছি Internet Download Manager) তার ডাউনলোড লিস্ট থেকে ঐ ফাইলটার নামের উপর রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবার এই Properties উইন্ডোর Referer বক্সে ঐ রেফারেন্স লিংকটা এবং Address বক্সে নতুন ডাউনলোড লিংকটা প্রবেশ করিয়ে এরপর Resume বাটনে ক্লিক করুন। দেখবেন কোন ঝামেলা ছাড়াই পুনরায় ডাউনলোড শুরু হয়ে গেছে।

মাঝে মাঝে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে মিডিয়া ফায়ার থেকে ডাউনলোডের সময় কিছু কিছু ফাইল 99.99% ডাউনলোড হয়ে এরপর আর ডাউনলোড হয় না। সেক্ষেত্রে এই পদ্ধতি পর পর দুইবার প্রয়োগ করলেই সমস্যা সমাধান হয়ে যাবে। IDM ছাড়াও অন্যান্য ডাউনলোড ম্যানেজারেও এই পদ্ধতি সুন্দরভাবে কাজ করে। কিন্তু সেসব ক্ষেত্রে ফাইলটা করাপ্টেড হওয়ারও সম্ভবনা থাকে।

টিপস তা আমি এক টা পত্রিকা তে পেয়েছিলাম।ভাবলাম শেয়ার করলে হয়ত কার উপকারে লাগতে পারে।

কাজ হলে জানাবেন।ভাল থাকবেন সবসময়।

Level 0

আমি নওশাদ সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

‍‍‍‌‌‌


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ও আর একটা কাহিনী আছে এই রিজিউম এর ব্যাপারে।

যখন আপনি নতুন ডাউনলোড লিংক নিতে যাবেন তার আগে অবশ্যই আপনার ব্রাউজারের ক্যাস ক্লিয়ার করে নিন।

Level 0

আগে জানতাম না,অনেক কাজে লাগবে এটা আমার,আপনাকে অজস্র ধন্যবাদ 🙂

টিউনটা ভালো হয়েছে কিন্তু স্ক্রিনসর্ট দিয়ে টিউনটা করলে আরো বেশী ভালো হত…! এবং বুঝতে সহজ হত।পারলে টিউনটা পুনরায় সম্পাদনা করেন।

ধন্যবাদ আপনাকে ।

Level 0

নওশাদ সাইফভাই, তবে হ্যা আপনার টিউনটা কোন সমস্যা করেনি, কারন বিষয়টা নিয়ে এর আগে টিউন হয় নাই। মনে কিছু নিবেননা, ধন্যবাদ আপনাকে।

    আপ্পু ধন্নবাদ আপ্নাকে।আমি সত্যি ই কিছু মনে করিনি।আর সোহেল ভাই ও আমার প্রিয় টিউনার।
    আমি টেক্টিউন এ সার্চ করে কিছু না পেয়ে ই টিউন করেছিলাম।

ধন্যবাদ খুবই কাজের টিউন। অনেক উপকার হল।
আমি টিপসটা জানতাম না। আপনার মাধ্যমে জানলাম তাই বলছি এটা যদি অন্য ব্লগ থেকে নেয়া হয়েও থাকে আমারতো উপকার হল,
কিন্তু আমিতো কপি পেস্টের পক্ষে না। আবার উপকার হলে অস্বিকার করতেও পারি না।
তাহলে সমাধান কি আমি কনফিউজ।
সব কিছুর জন্য প্রস্তুত ভাই যদি একটু ব্যখ্যা দিতেন।
আপনার সাহায্য কামনা করছি।

    সমাধান জানি না, তবে যা জানি তা হল-
    টিপস তা আমি এক টা পত্রিকা তে পেয়েছিলাম।ভাবলাম শেয়ার করলে হয়ত কার উপকারে লাগতে পারে।
    ওনিতো বলেছেন যে, ওনি কোথা থেকে এটা পেয়েছেন, তাই এই টিউনে কোন সমস্যা দেখি না।
    নওশাদ সাইফ ভাইকে ধন্যবাদ।

ভাই আগে নিজে সিস্টেমটা প্রয়োগ করে টিউন করবেন। ৪\৫ দিন পূবে আপনার ইউন্ডোজ় ব্যাটম্যান কষ্ট করে ডাউনলোড করেছিলাম। পরে তা বুট করে না।আপুনি কিন্তু তার সমাধান ও দিতে পারেন নাই। খামাখা অন্যকে কষ্ট দিয়ে লাভ কি। না বুজে টিউন করা থেকে বিরত থাকলে সবার জন্যই ভালো হবে।

    ভাই আমি সময় এর অভাব এ বসতে পারিনাই।আমি রেপিডশেয়ার থেকেই ডাউনলোড করেছিলাম।এবং সব গুলা ফাইল এক টা ফোল্ডার এক্সট্রাক্ট করেছিলাম।তাতেই অই টা iso তে কনভার্ট হয়েছিল।আপনি কিভাবে ট্রাই করেছিলেন জানি না।তবে আমি চালাচ্ছি।আপনি একি ভাবে ট্রাই করুন।প্রবাসি ভাই এর টিউন দেখে লাকি ভাই র আমি আমরা দুজন ই adobe photoshop cs-5 extended verson ডাউনলোড করেছিলাম, যা 1gb এর চেয়ে ও বড় সাইয এর ছিল।এক্সট্রাকট করার পর লাকি ভাই কী-যেন পায় নি।কিন্তু আমি পেয়েছিলাম।সুতরাং একটু সাবধানতার সাথে এক্সট্রাক্ট করলেই আপনি ও পারবেন ইন্সাল্লাহ।

কি জানী ভাই আমি আজ পর্যন্ত এরকম কোন সমস্যার সম্মুক্ষিন হই নি।

টিপস টা আগে জানা ছিল না । টিপসটি আর যেখানেই থাকুন না কেন আমি টিপসির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়েছি । এজন্য নওশাদ সাইফ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

Level 0

নওশাদ সাইফ ভাই, আগে জানতাম না ধন্যবাদ…….

আমার ট্রিকসটা জানা ছিলনা এই সমস্যায় আমিও পরেছি এখন দেখি আপনার দেয়া পদ্ধতিতে উপকৃত হতে পারিকিনা,ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

Level 0

খুব সুন্দর জিনিষ শিখাইলেন। ধন্যবাদ….

ধন্যবাদ অনেক কাজে লাগবে।
আমার এ ধরনের সমস্য হয় মাঝে মাঝে।

ধন্যবাদ টিউনের জন্য। Rapidshare হতে download এর সময় আমরা কি এই সুবিধা পাব?

    Level 0

    কোন মতেই না
    রেপিডশেয়ার আর গ্রামিনফোনের মদ্ধে কোন পার্থক্য দেখিনা

এই সমস্যায় যা আমি মাঝে মাঝে পড়ি। আজ থেকে তা আর হবে না। So Thanks for the tune…..

ধন্যবাদ। স্কিন শট দিয়ে সম্পাদনা করার জন্য অনুরোধ করছি।
আমরা যারা নতুন তাদের জন্য খুব উপকার হবে।

ধন্যবাদ । আমার কাছে Orbit downloader টা বেশি ভাল লাগে ।

ভাইয়া অনেক ধন্যবাদ। খুবই ভাল লাগল।

সোহেল ভাই এ বিষয়টা এটা কি একটু পরিষ্কার করা যায় না। তাহলে ভালভাবে বুঝতে পারতাম।

ভাল তবে এখন IDM এর যে নতুন ভার্শন বের হয়েছে তাতে এত কষ্ট করতে হবেনা। পারলে আপগ্রেড IDM ব্যবহার করে দেখেন। ধন্যবাদ

ফাইল শেয়ারিং সাইট থেকে ডাউনলোডের জন্য বস ডাউনলোডার হল jDownloader . ফ্রী ও অপেন সোর্স । পাবেনঃ http://jdownloader.org এই ঠিকানায় ।

ট্রিকসটা জানা ছিলো না। আপনাকে ধন্যবাদ। আর সোহেল ছেলেটা সব সময় নিজেকে বড় মনে করে। আরে বেটা তুমি পারলে কিছু করে দেখাও।
নতুন টিউনারদের একটু উৎসাহ দেওয়া উচিত।

Level 0

আগে জানতাম না,অনেক কাজে লাগবে

Okie…………

ছবি সহ দিলে ভালো হত।

Level 0

এক কথায় ভাল হয়েছে। আলোচনা হলে ভাল মন্দ বেরিয়ে আসে, নতুন কথা আসে। সবি ভাল। নেতিবাচকভাবে না নিলেই হয়।

Level 0

vai, amar akta jinish janar dorkar ache, doya kore keu ki amay help korben? achcha, IDM chara download er jonno r ki kono soft ache? ja IDM er moto ba tar chaiteo valo kaj kore. valo maner koyekta download soft er nam bolben ki? plz